![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল
শয়তান আর মিথ্যাবাদীর
মধ্যে বেশ খুনশুটির সম্পর্ক;
সাধু আর সত্যবাদীরা এখন
ঘর কোণে থেকে আলাদা-
তবে উভয় যাত্রাটা একই
আকাশ মাটি- গন্ধ বাতাস
ভিন্ন নয়, রক্ত সব লাল-তবু
কোথায় জানি সত্য মিথ্যার
যুদ্ধ-এ ক্ষীণ মৃত্যুকাল, অথচ
নিজেই...
তুমি বুঝো না, কেনো দেখো না
ওই আলোক বাতিঘর- কি আলো
জ্বলছে- ভীতরটা কে- কি ভাবছো?
যখন পাতিল শূন্য খাদ্র থাকবে না-
তখন কি হবে এ সব ভণ্ডামি ছাড়ো;
বলো- বৃষ্টি ছুঁইতে...
সেদিন ঘরসকাল আকাশের চাঁদ ছুঁইলাম
চাঁদ বললো আমাকে- আমি নাকি বামন;
অথচ মাটির চারপাশ অবলকন করছে
প্রকৃতিময়,বুঝলো না দুটোই শূন্যতে বাস
আমি আর মধ্যোকর্ষণের গন্ধ পাই না-
কেমন জানি ধু ধু মরুময় হেঁটে যাচ্ছি
কোথায়-...
নুন খেতে ভাত লাগে না,
তয় তরকারী তাও লাগে না
লাগে না সিন্ধু- সিন্ধু পানি;
জ্বাল খেতে মরিচ লাগে না
লাগে না তয় তরকারী, পানি;
শুধু একটা মানুষ হলেই হয়
তারপর আর কি খেতে...
সূর্যটা কেনো সকাল হয় না
ওখানেই করে জল থৈ থৈ;
রাতটাতে থাকে না আর চাঁদ
জোনাক ডাকে বৈ- বৈ- বৈ!
তবু তারার হাসি- কে বলে
ভালবাসি, এই দেখ উনিশ
আশি- কুড়িতে বলে রে বুড়ি;
তার চেয়ে ভাল,...
তুমি হইতো জানো না
আমার স্বপ্নগুলো বারান্দায়
হেঁটে - হেঁটে যাচ্ছে;
ঐ দেখো ভেঙ্গে দিয়েছিলে
চোখের আলো বিন্দু-
তবু অন্ধ চোখ চাঁদ দেখে;
স্পর্শ নেয় হাত জল-
অথচ রোমান্টিকগুলো এই
বনোহাঁস সাঁতার কাটে;
জল নেই- স্থল নেই-
শুধু এখানে কষ্ট...
একটা স্বাদ যেটা আমাকে তোমাকে
নিতে হবে কিন্তু সেই স্বাদের কথা
কেউ বাস্তবতার রূপ বলতে পারেনি
সব কাল্পনিক বর্ণনা মাত্র; সেই স্বাদ
এতোটাই নির্দয় কাল্পনিক বা সুদূঢ়
স্বচক্ষে দেখলে খানিটা অনুভব সৃষ্টি হয়;
তারপর মোহ...
এখন সময়টা কইতর পাখির মতো বুঝতে শিখছে
দেহের চমড়া কেমন জানি ভাজ ভাজ পরে যাচ্ছে-
কি বাপু তার মানে হলো বয়স,আয়না দেখার মুখ;
কথায় কথায় আর বেঁচে থাকবো না রে- মরেই যাবো;
কি অনুভব...
সাদা বকের ডানা ভেবে উড়েনি
প্রেমের আঁকা বাঁকা স্মৃতির বাঁধ;
দৃষ্টির আড়ালে ধান শীষের মাঠ
আইলপাথারগুলো ডেকেই যায়-
এক আর্তনাদ ভরা যমুনার জল;
তবু সাদা বকের হয়নি কোন ফাঁদে
আটকানো রঙিন ছুঁয়া, পা জুড়া
ক্রাশড রাস্তার মোড়ে...
সেই দিনের সকালটা এক অদ্ভুত রঙের ছিল
মেঘলা আকাশ বিকালটা আনন্দ ক্ষণ দুবলা ঘাস
ছুঁয়ে গিয়েছিল সন্ধ্যার ধোয়া উড়ানো কিছু সময়;
অথচ পরেরদিন সকালটা বেশ বেদনাময় হাসি-
এভাবেই কয়ক যুগ পার হলো কিন্তু অদ্ভুতের
রঙটা...
স্বপ্নটা আকাশ ছুঁয়ার হাত থাকা ভাল-
কিন্তু মাটির বিড়ম্বনা খুবি কষ্টকর
কখনো ধুলি হতে চাই- কখনো ছাই;
তবু স্বপ্নের পিছু ছুটতে- ছুটতে
একটুও ক্লান্তি বোধ করিনি না- যাহা
যমুনার জল কিংবা স্বপ্ন ভাঙ্গনের
কষ্ট এই মাটিকেই...
পিছনে প্রেমের কালো ধোয়া
সামনে রঙধনু মেঘ- বৃষ্টিটা
নীরব, দুঃখটা রঙিন সমুদ্র-
তারপর প্রেমের ঘরবাড়িতে
পূর্ণিমার চাঁদ হেসেই ফুরায়
রাত রাত আর রাত- ভোরে
শূন্য চোখে দৌড়, এক ঝাক
কাক; তবু এক বার শুনবে না
কান টশা...
সময়টা কখনো বৃদ্ধ হয় না
কিন্তু সময়ের নিঠুর সমাধী
এ রকম হয় কেনো?
তবু এতো কিছু দেখার পরও
আমরা হেঁটে চলি-
অবুঝ বন্যপ্রাণীর দিকে;
ধর্মভীরুর কথা বলছি না-
বাস্তবতার শিকড় দেখো
দেখো তিনবেলা ক্ষুধার পেট
শুধু বিড়ম্বনা...
তোমার দুঃখগুলোর ফেরিওয়ালা হবো
সুখ তো উড়িয়ে দিয়েছো নীল আসমানে;
ভাগাভাগির ক্লান্তি পৃর্ণিমার রাত সমাপ্তি
হবে না- দুরন্তপনার সমুদ্রে ঢেউ উঠবে
সাঁতার কাটবো আর সাঁতার কাটবো-শুনো
আমার চারপাশটায় শুধু স্বৈরাচারের গন্ধ
ভেসে নিয়ে যাচ্ছে এক অভয়ারণ্য...
এই তোমার দুঃখের নীল পাহাড়
দেখেনি- বলো কি ভাবে ছুঁইবো?
আমি তো ঝর্ণার মাঝে বাস করি;
সুখের আগুন যে আমাকে সহ না
দুঃখের জল চিরসঙ্গী ভাবতেই মন্দ
নয়-তোমার দুঃখে ভাসাতে পারবো
রঙিন সুখের ভেলা কিংবা পূর্ণিমার...
©somewhere in net ltd.