| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আলমগীর সরকার লিটন
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল
অনেকেই ভাবছে জীবনটাই যে
অবহিলিত কিংবা সুখের বঞ্চিত সীমানা;
তাহলে মৃত্যুটাও হবে নাকি অবহেলা
তার কোন আছে কি ভাই গ্যারান্টি;
না থাকলে পুণ্য কাছের পূর্ণ অর্থ-
মরেও হবে এ জীবনের সব পথভ্রষ্ট;
দেখার কেউ নেই পাখিপক্ষীর...
চরিত্রায়নে অক্ষরে শব্দে ফ্যাসিস্ট
ভাবা যায়- যেখানে এখনো রক্তসংঘাত
প্রতিনিয়ত হচ্ছে শুধু শান্ত পাখিদের
নির্ঘুম রাত- তারাও ভাবে রাতের
মধ্যেইও ফ্যাসিস্ট নিচ্ছে আনন্দবাদ;
তাহলে কি? আমাদের সংসারে এরা
এআই বংশধরের ফ্যাসিস্ট নগ্নরূপ;
নাকি উনাদের অনুরূপ,মানুষ মানতো...
সমগ্র জায়গায় শাস্তির দাগ লেগে আছে;
দিন- রাত, সকাল- সন্ধ্যা- এমন কি তনু ঘাস
ধূলি-বালি, রোত-বৃষ্টি আর বিদ্রোহের মৌ
মাছির দল বল- অবিরত মিছিল মিটিং করছে;
শুধু শাস্তি চাই- সবোর্চ্চ আকারের...
সেই চিরল তিতার রস থেকে
বাহির হয়ে আসছে মুনাফেক;
কোথায় তাদের বাস? বুঝে যাও
দেখে যাও- শহীদের দেশ, তাকাও
দেখো গাছের ডালে ডালে ঝুলছে
মওদুদী পাতার চিরল তিতার রস;
আর বহুরূপে মুনাফেকের রক্ত ধর
তবু পান...
ঐ হাত ছুঁইতেই ভূমিকম্পের প্রেম
আকাশটিা ভেঙে পরলো কোন দিক
ঠিক মাথার ওপর- চোখের মধ্যে শুধু
শুরু হয়েছিল অঝোর ধারায় বৃষ্টির গান;
পথের ধূলির মাঝে মাটির হাসি একাকার
তবু কি...
বড় ভাই মানে নদীর স্রোতের মতো
রক্তের বন্ধন- রাগ অভিমান থাকে না
পৌষের উষ্ণ মাখা চাদরের মতো;
সোনালী মাঠের লাবণ্য হাসি উজ্জ্বল
লেগেই থেকে যেন অমরত্ব ন্যাংড়া
আমের গন্ধের মতো-যেখানে আউশেঁর...
জলের আকাশটা ভারি- ভারি
ছবিগুলো কথা কয় আড়ি- আড়ি;
এ এক আবেগের সপর্শ যেনো খুনসুটি-
জেগে ওঠে হৃদয়ের গহীনে বালুচর-
যমুনার ছোঁয়ায় ভেসে যাচ্ছে স্মৃতিময় -
হাইস্কুলের মাঠ কিংবা চঞ্চল ক্লাসরুম ;
নেই শুধু সোনালি ছবিগুলো...
অন্তদহন এই ঘর বাড়ি
পোড়ে যাচ্ছে বিরহে নদী;
অভিনয়ের মধ্যে পথত্যাগ
ভীতরে ভীতরে অন্তহীন
প্রণয়ের উষ্ণ কাঁথা লেপ।
তবু বাতাস মেঘের ঘর্ষণে
উরে বৃষ্টি বাউর একাকার
ভিজে যাওয়া টিনের চাল
শুধুই নৈঃশব্দ রাতের ঘুম-
এভাবে সমাপ্তি নাই দ্বীপ্তি;
২২-১০-২৫
চারিদিকে শুধু দেখছি অন্তর্ঘাত
কোথাও আগুন আবার কোথাও
মানুষে মানুষ খুন গুজব ছড়াছড়ি-
দেশমাতৃক প্রেমত্ব থাকল কোথায়?
তবু ভেসে আসছে- ভেসে যাচ্ছে-
বিরল বহুল ষড়যন্ত্রের রঙিন অন্তর্ঘাত!
কেউ জনসমুদ্রহীন ভাবে একাকার-
কেউ বা ভণ্ডামীর ওজুহাতে স্বপ্নচার;
এভাবে...
চোখের চাহনিতে শুধু এপার
ওপার হেমন্ত ঝরে ক্লান্তিহীন চোখ;
গোলাপের গন্ধ বাতাস কাঁদে-
এখানেই ঠিক হরিণ কান্নার মতো
চোখের উষ্ণ ভাষা উড়ে যাচ্ছে-
পথের ধূলির মোড়ে- মোড়ে-
তবু হেমন্ত ঘ্রাণে রাত পুহায় না
সূর্যের চঞ্চল...
শরৎ আমার চোখের মধ্যে হেঁটে-
হেঁটে যাচ্ছে; আমি কিছুতেই ছুঁইতে
পারি না- সেই আগের মতো করে;
তবু শরতের কাশফুল ভেসে নিয়ে যায়
সাদা সাদা মেঘের ঢেউয়ে, চঞ্চল গায়;
শরৎ লজ্জায় দিয়েছিল যমুনার ভেজা জল
আর একুল...
শয়তান আর মিথ্যাবাদীর
মধ্যে বেশ খুনশুটির সম্পর্ক;
সাধু আর সত্যবাদীরা এখন
ঘর কোণে থেকে আলাদা-
তবে উভয় যাত্রাটা একই
আকাশ মাটি- গন্ধ বাতাস
ভিন্ন নয়, রক্ত সব লাল-তবু
কোথায় জানি সত্য মিথ্যার
যুদ্ধ-এ ক্ষীণ মৃত্যুকাল, অথচ
নিজেই...
তুমি বুঝো না, কেনো দেখো না
ওই আলোক বাতিঘর- কি আলো
জ্বলছে- ভীতরটা কে- কি ভাবছো?
যখন পাতিল শূন্য খাদ্র থাকবে না-
তখন কি হবে এ সব ভণ্ডামি ছাড়ো;
বলো- বৃষ্টি ছুঁইতে...
সেদিন ঘরসকাল আকাশের চাঁদ ছুঁইলাম
চাঁদ বললো আমাকে- আমি নাকি বামন;
অথচ মাটির চারপাশ অবলকন করছে
প্রকৃতিময়,বুঝলো না দুটোই শূন্যতে বাস
আমি আর মধ্যোকর্ষণের গন্ধ পাই না-
কেমন জানি ধু ধু মরুময় হেঁটে যাচ্ছি
কোথায়-...
নুন খেতে ভাত লাগে না,
তয় তরকারী তাও লাগে না
লাগে না সিন্ধু- সিন্ধু পানি;
জ্বাল খেতে মরিচ লাগে না
লাগে না তয় তরকারী, পানি;
শুধু একটা মানুষ হলেই হয়
তারপর আর কি খেতে...
©somewhere in net ltd.