নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দো-শ্বাস জয় হোক আমাদের জীবন আর মরণ যেনো বিনম্র শ্রদ্ধায় ঘুমন্ত হোক আর ভালবাসার সুগন্ধী বাতাস উড়ন্ত বাক এভাবেই কোন মাটির ঠিকানায় উঁচু পথের সরগম;

আলমগীর সরকার লিটন

সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল

সকল পোস্টঃ

শেষ জামানার শোকবাহ

২৫ শে নভেম্বর, ২০২৫ সকাল ১১:৩৭


এই তো দেহে রক্ত মাংস আছে
যাচ্ছে জামানা, বাতুল করে- করে
তবু ভেসে আছে মৃত্যুর শোকাহত-
দিনের কাঠপুড়া-বৃষ্টি ভেজা ক্ষণ;
তারপর জানবে না শেষ জামানা
কান্নার রোল মিছিলের প্রণয়- প্রণয়
অথচ কি করে থাকো সব কর্মকাণ্ড-
ঝরে...

মন্তব্য২ টি রেটিং+০

কর্ম জ্ঞান

২৪ শে নভেম্বর, ২০২৫ সকাল ১১:৫৪


রোদে পুড়া কথার আবেগ যেনো
পশু হয়ে যাচ্ছে, রক্তাক্ত উঠন;
জ্ঞানের আলোই দেখি দলকানা সব
বিশ্বাসের আম গোড়াই যেনো-
মুর্খ আবেগ মৃত্যুবরণ করছে;
কি ভাবে শ্রেষ্ঠত্ব দাবিদার করছি-
এই বাস্তবতায় হিমশীত হয়ে যাচ্ছি;
হিমালয় হারমানায়- তবু...

মন্তব্য৩ টি রেটিং+১

উষ্ণপাড়ার গা

২৩ শে নভেম্বর, ২০২৫ দুপুর ১২:৫৬


আমি আকাশ ছুঁইবো দিনে রাতে-
ঘুম পারবো হায় মাটিতে;
ঘাসফড়িং কথা কইবে
প্রিয় আর অপ্রিয় স্বজনে;
হিংসার পর্বতমালা আর হবে না
মনের আনন্দে- আকাশ ছুঁইবো;
হিমালয়ের স্মৃতিগুলি
পরে যদি মনে- উষ্ণপাড়ায় গা
ভাসিয়ে দিয় মনের শোকে-
ভেবে নিয়...

মন্তব্য২ টি রেটিং+০

জন্মের বাতিঘর

২০ শে নভেম্বর, ২০২৫ দুপুর ১২:০২


হাজার কোটি নভেম্বর যেনো
গন্ধ ছুড়ার মাস! কত বিখ্যাত
ফুলের জন্ম দিয়েছে নভেম্বর,
এক পাঁজর নিংড়ানো জানাই
শুভ জন্ম দিনে-রক্তিম শুভেচ্ছা!
তোমার এই মাসে জন্ম নিয়েছে-
গোলাপ, বকুল, রজনীগন্ধা আর
কত ফুল- আমরা সুগন্ধ নিচ্ছি;
ছড়াচ্ছি-তোমার জন্ম নেওয়াতেই
জ্বলবে...

মন্তব্য৬ টি রেটিং+০

ক্যান্সার চারপাশ

১৯ শে নভেম্বর, ২০২৫ সকাল ১১:৩১


করোনার মতো লগডাউন
শুরু হয়েছে- উনাদের, কি মজা;
উনারা এখন করোনা রোগী
মুখে ম্যাস্ক, মাথায় হেলমেট;
অন্তরে নীরব আফসোস-বাহ
অনুতপ্ত শুধু উনাদের ভয়- ভয়
এখন না হয় লগডাউন থাক
ঘর বন্দি- অনুতপ্তের আকাশ
ভরা মেঘের জল আর মনে...

মন্তব্য১ টি রেটিং+০

গঙ্গার জলে ব্যারেজ

১৮ ই নভেম্বর, ২০২৫ সকাল ১১:৫৮


এ দেশে গঙ্গার জল দেখা যাচ্ছে
তবু নীরব আগুন দাও দাও হচ্ছে;
অথচ অবোঝ বাঁচ্চার মতো বুঝলে
হবে না,ফারাক্কার মতো ভাবতে হবে
এখন ব্যারেজ দেওয়া হবে শক্ত করে
ভাইরা কোন বন্যা নিয়ে আসবে না
দেশপ্রেমের...

মন্তব্য৬ টি রেটিং+১

এটাই বুঝে

১৭ ই নভেম্বর, ২০২৫ সকাল ১১:২৯


দলকানা লোকে ঘোড়ার ডিমের ছাল-
আফসোসটা ঝিলিক মারে-জানো কেউ-
অদ্ভুত শুধু চাঁদের দিকে- তারারা হাসে;
ঐ যে লজ্জার তুলসীপাতাটা এখন অবাক-
কি হতে যাচ্ছে, বির্তক মুখে- দুই, তিন, চারটা
লাশের রক্তাক্ত কিছু না-দলকানা এটাই...

মন্তব্য৬ টি রেটিং+০

শহর অফিস

১৬ ই নভেম্বর, ২০২৫ সকাল ১১:৪৭


আজকাল পাখিদের হাঁটুর উপরে
কাপড় থাকতে পছন্দ করছে-
অন্য দিকে সদায় ফঁক ফঁকা
মিষ্টি কম- তবু পাখিরা আনন্দ
কারণ তারা শৈশব খুঁজে পায়;
আমার কিন্তু লজ্জাটা অনেক বড়
ঐ যে পাঁচতলা বিল্ডিংর মতো-
অথচ হাঁস বলে...

মন্তব্য৩ টি রেটিং+০

হায়না শকুনের মন

১৩ ই নভেম্বর, ২০২৫ দুপুর ১২:০৫


সেই দিন বলেছিলে- ঐ শকুন পাখি
আগুন দিলেই ধরে আগুনে নিক্ষেপ;
আজ যদি তাই হয় তাহলে কি হবে?
শুনো ভাইসকল কাকরার মতো হইনো না
ধোকাবাজির জালে পুঁটি মাছি আর না
এখন অনেক সাঁতার জানো বোয়াল...

মন্তব্য৪ টি রেটিং+০

বুঝো ময়না ধন

১২ ই নভেম্বর, ২০২৫ দুপুর ১২:১৪


ঐ দূর থেকে দেখেছি
নিধু নিথয়া পাখি পালায় না
তবে আপনা ঠিকানায়
ঠিকি যায় উড়িয়া- উড়িয়া;
এই যাওয়া- কেউ দেখ না-
দূশ্যহীন মৃত লাশের গন্ধ
বাতাসের গায়ে বিড়াল চোখের
ভাবনায় নিঃশেষে সমাদি;
তবু নিধু নিথয়া পাখির ছলনা-
একটু হলোও...

মন্তব্য২ টি রেটিং+০

সময়ের পারে

১১ ই নভেম্বর, ২০২৫ সকাল ১১:৫৩


ধূলি বালিরা মৃত্যু দেখে ভয় পায় না
ঐ আশি বাড়ির পিপীলিকেরাও না-
মৃত্যু যেনো অহর্নিশির খেলা মাত্রা;
বাবই পাখিদের ভাববার কিছুু যায়,
আসে না- তবু মৃত্যুর শব্দটা ঠোঁটের
আগাল দিয়ে বাহির হয় হারসাম;
কি অদ্ভুত সব...

মন্তব্য৩ টি রেটিং+১

শকুন চোখের স্বপ্ন

০৬ ই নভেম্বর, ২০২৫ সকাল ১১:৪৮


বিকাল কিংবা সন্ধ্যা নামলেই তুমি ডার্বি খেয়ে
ব্যানসনের কথা কও, ভাবো- বলো আমার
কাছে রঙিন পানির বতল আছে, লাগবে;
ভেবে পাও না যে আয়না খালার কথা-
যে রাস্তা দিয়ে- না গেলে তোমার হবে না
বুড়িগঙ্গায়...

মন্তব্য৪ টি রেটিং+১

পথভ্রষ্ট

০৫ ই নভেম্বর, ২০২৫ দুপুর ১২:৫৫


অনেকেই ভাবছে জীবনটাই যে
অবহিলিত কিংবা সুখের বঞ্চিত সীমানা;
তাহলে মৃত্যুটাও হবে নাকি অবহেলা
তার কোন আছে কি ভাই গ্যারান্টি;
না থাকলে পুণ্য কাছের পূর্ণ অর্থ-
মরেও হবে এ জীবনের সব পথভ্রষ্ট;
দেখার কেউ নেই পাখিপক্ষীর...

মন্তব্য৪ টি রেটিং+০

ফ্যাসিস্টদের শাস্তি

০৪ ঠা নভেম্বর, ২০২৫ দুপুর ২:০৬


চরিত্রায়নে অক্ষরে শব্দে ফ্যাসিস্ট
ভাবা যায়- যেখানে এখনো রক্তসংঘাত
প্রতিনিয়ত হচ্ছে শুধু শান্ত পাখিদের
নির্ঘুম রাত- তারাও ভাবে রাতের
মধ্যেইও ফ্যাসিস্ট নিচ্ছে আনন্দবাদ;
তাহলে কি? আমাদের সংসারে এরা
এআই বংশধরের ফ্যাসিস্ট নগ্নরূপ;
নাকি উনাদের অনুরূপ,মানুষ মানতো...

মন্তব্য৪ টি রেটিং+১

শাস্তি

০৩ রা নভেম্বর, ২০২৫ দুপুর ১২:১৯


সমগ্র জায়গায় শাস্তির দাগ লেগে আছে;
দিন- রাত, সকাল- সন্ধ্যা- এমন কি তনু ঘাস
ধূলি-বালি, রোত-বৃষ্টি আর বিদ্রোহের মৌ
মাছির দল বল- অবিরত মিছিল মিটিং করছে;
শুধু শাস্তি চাই- সবোর্চ্চ আকারের...

মন্তব্য৪ টি রেটিং+০

>> ›

full version

©somewhere in net ltd.