![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল
এই বার বুঝও রঙিন পাখির দল
জঙ্গি কারা- জঙ্গি কারা, বাঁচবে না
ঘর হারা- চিনেছে এই জলপাই
কিংবা আম কাঁঠাল পাঁকার গন্ধ-
শুনেছি ধুয়া তুলসীপাতার কথা;
তুলসী ভাষা এখন জঙ্গির আস্তানা
চলবে না আর...
জুলাই শহীদ দিবস মানেই আবু সাইদ
জুলাই শহীদ দিবস মানেই আনাস, মুগ্ধ;
স্মরণের আসে কি ? নরপিশাচ স্বৈরাচার;
জুলাই শহীদ দিবস মানেই চার বয়সের
শিশু আব্দুল আহাদ, গুলি করতে ভুলেনি
মিলনের মতো তাজা...
ওরাই প্রেমিক- ওরাই বীর-
ওরাই বাংলাদেশের মাটি,
সোনার চেয়েও খাঁটি,
ওরাই প্রেমিক- ওরাই বীর-
স্মরণে শুধু একাকী চাঁদ-
২০কোটি মনের রাত
অগণিত স্যালুট লাল জুলাই-
ওরাই প্রেমিক- ওরাই বীর;
ভুলেও যাবে না...
শুধু সুন্দর ভাল কাজে
জেগে উঠুক বাংলাদেশ-
এই আপনার আমার
দেশপ্রেম দেশপ্রেম বেশ-
একনিষ্ঠ সম্প্রীতি ভ্রাতৃত্ব
বজাই থাকুক চির অটুট!
আমাদের দেশপ্রেম দেশপ্রেম
আর চেতনায় জাতীয়বাদী
গর্জে তুলি শ্লোগানে মিছিলে
সুন্দর ভাল কাজে...
শিক্ষা দীক্ষা খেয়ে যাচ্ছে
স্মার্ট জ্ঞানের অভিশাপে;
বই পড়া নেই- শুনা নেই
আছে শুধু ফোন নিয়ে ব্যস্ত-
কি করে বিবেক বুদ্ধি হবে?
বলও দেখি বলও যুব সমাজ;
শ্রদ্ধা সম্মান তারও কিছুই নাই
জ্বালাচ্ছো প্রতিহিংসার আগুন
দেখো...
কবি তোমার জন্মদিনে
থাকতো যদি একটু প্রাণ-
বলো- কবি এই সময়ে
কি- কি লিখতে কবিতা?
হতে যে আহত অম্লান;
কবি একবার জেগে উঠও
গন্ধ নিবে রক্ত পলাশের-
গন্ধ নিবে তাজা লাশের
কলম চলতো না শ্রাবণ;
মনুষ্যত্ব নেই জাতির...
কবিতা হোক শূন্য আকাশের
কবিতা হোক স্বচ্ছ মাটির-
ন্যায় অন্যায়ের প্রতিবাদী সূর্য চাঁদ;
কবিতা হোক রক্ত পিপাসু
ছলনার বিরুদ্ধে- যারা দলকানা;
কবিতা হোক সাম্য সৌহার্দ্যের বন্ধনে!
কবিতা হোক সত্যের সন্ধানে
সুন্দর সুখী সংসার জীবনে-
কবিতা...
আয়না ভেঙ্গে গেছে বিধায়
জুলাই আগস্টের জন্ম
তাই দেখি চোখের সামনে
রক্তাক্ত লাশ আর লাশ
তবু মনচক্ষু কাঁদে না কাঁদে না
শুধু অহমিকায় বিদ্রুপ-
বিবেকের দ্বার খুল স্বচ্ছ
রেখো না দলকানা স্বরূপ;
০৯-০৭-২৫
অপেক্ষা মানে মহৎ কিছু ভাবনা
যেখানে নদ নদী মিলিত হবে
বালুচর ফসলের মাঠ সোনালি ধুসর
অতপর অপেক্ষা ছুঁয়ে যায় সাদা মেঘ
ভিতরে ভিতরে রেখো না শ্রাবণ
শ্রাবণ যে প্রণয়ের ছোঁয়া বন্যা;
তুমি বললেই শ্রাবণ রাখবো না
শ্রাবণ...
কি কথা কইমু মুই
দেখি রক্তপিপাসু ছলনা
দেশপ্রেম নেই যন্ত্রণা-
তবু ন্যায় অন্যায় বুঝে না;
কি কথা কইমু মুই-
দেখি স্বার্থের দলকানা;
কথায় কাজে নেয় চশমা
ভাঙ্গছে মুখ দেখা আয়না
কি কথা কইমু মুই-
জুলাই আগস্ট চক্ষুলজ্জা বেদনা
ওরে...
রক্ত চক্ষু -হৃদয় ক্ষরণ-
জুলাই আগস্ট আষাঢ় শ্রাবণ;
এতো লাশ আর লাশ দেখেও
যে বুঝে না- সে উল্লুক দলকানা
যতোই- বলো না কথার কথা
দেশপ্রেমিক ছিল রক্তপিপাসু ছলনা;
থাকতো যদি নিন্মতম দেশপ্রেমিক-
এতো মায়ের...
দুচোখে দেখেছি মহাকাব্য রচনায়-
রক্তাক্ত জুলাই- জুলাই আগস্ট
দেখেছি কয়েক বছর ফ্যাসিস্ট নগ্ন-
কি করে, নিরস্ত্র বুকে অবিরাম গুলি
হারমানেছে ৭১ এর গল্প কাহিনী;
দেখেছি ক্ষমতা লোভি নরপিশাচ
মনুষ্যত্ব বিকিয়ে পশুত্ব চারণ-
লাশ চাই- রক্ত চাই- চাই...
অমর জুলাইয়ের কথা শুনলেই
কেঁপে উঠবে
৩০ লক্ষ শহীদের এই বাংলাদেশ,
কেঁপে উঠবে
১৭ কোটি মানুষের দুর্বিষহ ক্ষণ!
রক্তেই ভিজে-
চির লাল সবুজের পতাকার মাঠ;
জুলাই মানেই
এক শোকবহ স্বপ্ন বিভোর রাত
যেখানে...
©somewhere in net ltd.