নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল
কবিতাকে বিদায় দিতে চাই
আমার কথা শুনবে কবিতা?
তবু বিদায় নিতে তো হবেই-
সময়ের বিড়ম্বনা বড়ই কষ্ট
বুঝতে চায় না কবিতার ক্রোধ;
নিরবতার বর্ণমালাগুলো নির্দয়
কি করে কবিতা হেঁটে যাবে-
মলয় সাগর কিংবা বৃন্দবন;
অভিমান নয় বাস্তবতার ঘাত
কবিতা...
বন্ধুর ভালবাসা মানে অশ্রু জল
স্মৃতি চোখ যেনে নদীর ঢেউ-
তবু বন্ধু থাকে সময়ে অটুট
সত্যিই পৃথিবী গোল দেখা হোক
ধূলিবালি জলকাদা মাটির গন্ধ
যেনো আকাশের রঙধনু বিকাল
সন্ধ্যা তারার মেলা হেঁটে যাই
না বলার...
জ্ঞানীগুণী জন্ম হয়েছে বলে
জন্মদিনের সুবাতাস আকাশ লয়
বাতাস ফুরফুরা মাটি আলোকময়;
সময়ের পুষ্টি হাঁট বাজারে শীত উষ্ণ
ফাল্গুন যেনো ডাকছে সর্বাধিক নায়ক!
আজ তোমার জন্মদিন- জন্মদিন-
প্রতিদিন আলোকিত হোক গন্ধ সুবাস
প্রত্যাশার ডাক ভেসে আসছে-
লাল গোলাপ...
মানুষের গন্তব্য ১,২ মিনিট উত্তেজনা
তারপর রহস্যের এক আমড়াকাঠের ঢেঁকি;
কেউ কি বুঝে তেঁতুলের কথা বললেই
জিহ্বাদেশের আকাশ ভেঙ্গে বৃষ্টি ঝরে
কেমন বৃষ্টি অদৃশ্যেই থেকে যায় সব
মোনালিসা কিংবা ধর আমার মন কিচ্ছা
তবু আমরা মানুষ...
বড় ছেলের জন্ম দিন
আনন্দে সব পিন পিন;
মৌ মাছিরা মধু জমাই
সরিষা ফুলের বাগান,
ছেলে শুধু চিনতে চায়
পৃথিবীর আলোময় জ্ঞান;
জন্মদিন কেক কাটা ফেন
দুষ্টমিটা মুশা মাছির ভেন ভেন
তবু ছেলেটা হতে চায় বড়-
বোয়াল পুঁটি জ্ঞানের...
জীবন গঙ্গায় দেখি সরিষা ফুল
অন্ধকার নয় সন্ধ্যার তারা চুপ
তবু সংসার স্বপ্ন সাজায় চোখ
নদী তো রোজ রোড দক্ষিণা
স্রোত বয়- যমুনার জল দেখি;
ছল ছল অথচ জীবন বালুচর
এক বারও ভাবি না, এ সুখের...
ছড়া এখন হায়নার
ঠোঁট পেটে হাহাকার;
আগুন জ্বলছে ফাগ্লুনের
চোখ- হারাচ্ছে সুখ শত বার
বাতাসের গায়ে গন্ধ শুধু
রক্তাক্ত ভেসে উঠে বুক!
তবু ছড়া কথা কইতে চায়
জোছনা সলক কিংবা
শীত উষ্ণ ভোরের উঠান
ছড়া হাসুক রোদ দুপুর প্রাণ;
১২-১১-২৪
কুকুর কেমনে ঘেউ ঘেউ করে
দেখো বাংলার মাটি
দেখো পশু পাখি-
সবুজ অরণ্যরা তোমরাই তো স্বাক্ষী
কি ভাবে রক্তাক্ত করেছে রাস্তা ঘাঠ
কমল শিশুময় খুন;
এখন বুঝি ষড়যন্ত্রের পেঁচা হয়ে
ছড়াচ্ছে সজনার ঢাল
ভাঙ্গতে ভুল করবে না
ফেলে...
একি জীবন্ত হায়না
রক্তপিসু কত বায়না-
ধরশালা হায়না করমালা
গোয়লাল কর চায়না!...
বলো সবাই আমি কমল হতে চাই
এই রক্ত ঘ্রাণে বইছে বাতাস
শুন শুন আমাকে কমল নামে ডাক!
যে নামের সুধা পান করেছে
এই দেশের আকাশ মাটি জল স্থল;
শুন শুন আমাকে কমল নামে ডাক!
এই শিশু...
ও মরার আকাশ- আকাশ রে
না পারি মেঘ দিতে-
না পারি বৃষ্টি ঝরাতে
ও মরার আকাশ- আকাশ রে;
আমার ঝড় তুফান আমি বুঝি
ঝুবে না মাটির পুটি;
ডুবিয়া গেছে মাথার খুঁটি-
কারে কই গারে মারে বটি;
মাঠের...
কোন বা দেশের মায়া
কোন খানেকের চোখ
ঘাসের উপর ছলছল করে গেলো
মাটির কি আর সহ্য;
সহ্যতে সহ্যতে দুপুর বেলা
দক্ষিণা বাতাস কি আর কয়
নরম গরম লাগল রে মন পাগলা
আকাশ কি...
পুরাতনমানব পরামর্শটা চুল কিংবা
ন্যাড়া মাথার উপর খাড়া!
মৃদ বাতাসের গন্ধ নাই
মেঘগুলো দেখতে বিষন্ন চেহারা;
তবু কবিতা কথা কয় হায়নার মতো-
ঠোঁট ভরা রক্তাক্ত দেখি বৈকালিন আড্ডায়
কিংবা শীতের উষ্ণতায়
অথচ মুরালি ভাব...
©somewhere in net ltd.