নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল
আমাদের কবরগুলো একদিন
এরকম হবে পদ্ম জবা গন্ধ ছড়াবে না
কে বা একটা গোলাপ নিয়ে
অপেক্ষায় দাঁড়িয়ে থাকবে?
গাও গ্রামের ধুলিবালির পথ জুড়ে
তারপর হয় তো জানবে না
আমার পরিচয়,পেয়ারা গাছের
কাঠবিড়ালির মতো; এই তো...
একদিন চাঁদের কাছে গিয়েছিলাম
নির্ভয়ে অথচ চাঁদ আমাকে বলে বামন!
তবুও একমুঠো আলো চেয়েছিলাম
কিন্তু নির্দয় চাঁদ পূর্ণিমা দেয়নি;
ভুলেই গেয়েছিলাম চাঁদ যে কলঙ্ক,
নিস্পাপ বামন- এক হাত গাঢ় নীল
কিংবা কালো মেঘের আকাশ রইল;
প্রণয়ের নিকুঞ্জ...
উত্তরাধিকার থেকে উত্তরাধিকার
বয়ে আনুক নিকুঞ্জের গন্ধ ঘ্রাণ-
আলোকিত হোক সমাজ সংসার;
মাঠ ঘাট সবুজ সোনালি ফসল!
তুমি আসছো উত্তরাধিকার হয়ে
প্রণয়ের নিঃসারিত ভরে যাক-
নদ নদী খাল বিল পুকুর পার;
বটছায়ার গন্ধ পাই-...
বৃষ্টি ঝরে বৃষ্টি- বৃষ্টি-
আহা কি লাগে রঙিন!
জলকাদায় খেলাধুলায়
ছেলে পেলের দিন;
মনের ইচ্ছাই আর পারি না
শৈশব কৈশোর হতে!
বৃষ্টির খেলা দেখে
চোখ ভেজার দিন;
বৃষ্টি ঝরে বৃষ্টি- বৃষ্টি-
আহা কি লাগে রঙিন!
মাঠভিটার দুবলা...
দূরের আকাশ কাছের মাটি
বেদনার দুবলা ঘাস চির খাঁটি;
কিছু চাওয়া পাওয়ার
হলো না সোনার চাঁদ-
শুধু তারা গুনে গুনে
শেষ হলো যে রাত;
তবু কয় না কথা ভোরের আলো
সূর্যমুখী ঢেকে যায় কালো-
মলিন হাসি জাগে রঙধনু...
ভদ্র লোকের চাপার জোর নাই
চাপা করে যারা, সূর্য কে পশ্চিম
থেকে পূর্ব এবং পূর্ব থেকে পশ্চিম
দিকে নিয়ে যায়! তারা, তারা কারা?
আজ নষ্ট পাতার মুখে মুখে প্রশ্ন শুধু
অথচ লজ্জা মায়ার মুখ...
আমার এই সবুজ মানসিক রাজ্যে
প্রতিনিয়ত জ্বালাময় বোম মারা হচ্ছে;
অথচ রক্তের দাগ খুঁজে পাওয়া দায়-
কি সাংঘাতিক বিবর্ণ চোখের ভাষা?
মনের কুৎসিত ইঞ্চিখানিক ষড়যন্ত্রের ফলে
বিশ্বাসের বাতাসগুলো ভেঙ্গে চুরে
ধু ধু বালুচর, এমন...
কোন পথে আলো দেখো
আঁধার তো করে গেছো;
তবু ঠিকানাটা কি জানাছিল
কোন পথে আলো দেখো!
ভাবতেই বিবেক খাড়া- শুনো
শুনো দিয়ো না ঘোড়া দৌড়,
এমন কি হায়নার হিংস্র;
আঁধার তো করে গেছো
বলবো না আর এই...
আমরা কেমন মানুষ -
চোখ কোথায়- বিবেক কোথায়
কোথায় বুদ্ধি সম্পন্ন জ্ঞান!
আমাদের মনুষ্যত্ব কোথায়
চিৎকার করে বলতে হয়-
আমরা কেমন মানুষ---?
সামান্য মোবাইলের জন্য মানুষ খুন-
ছি :ছি: আমরা কেমন মানুষ...
এতিম খেতো নাকি ভাই বালু
সাধু খেতো যে জলপায় মালু-
রাস্ট্রদ্রোহিতা তাজা রক্তে খুনি
অন্তরে এখন কাকে বলে খালু;
চোরচাপ্টা রাস্তার মোড়ে ঘোর
মুখমণ্ডল ছালা-হাতে নিয়ে কড়া
পালায় দেখো তুলসীপাতার দৌড়!
ও দাদা, দেখার পালা এতিম কারা-
একটু...
জ্ঞান অঞ্চলে বিবেগের কি বসবাস!
অন্তরে নাই, মুখে- অভিনয়ে কি বাঁশ?
তবু এতো খানি হয় যদি আশ-
জ্ঞান অঞ্চলে ফিরে পাবে মাস;
ধুয়া তুলসীপাতা জলের ঢেউ
এ বার দেখা যাবে জঙ্গীবাদের বউ
মাসির দৌড়- মশার...
নেট থেকে সংগ্রহ
এক মুঠো স্মৃতিগুলো
চোখের শ্রাবণে বৃষ্টি-
মেঠো পথের মুঠো মুঠো
ধূলি কিংবা অনাদৃষ্টি;
এই আছি এই নাই কৃষ্টি
এঁকো না বৃষ্টির জল ছবি;
শুধুই আমি অপরিচিত মানুষ
কোন কথাছিল না- ছিল না
গোল্লাছুট খেলার ছোঁয়া!
তবু...
চোখের মধ্যে উচু উচু বিষফোড়া
দেখতে কেমন লাগে, পুঁজের গন্ধ
নেয়- খুঁজি শুধু উড়া বাতাস পান!
তবু বলো দেখতে কেমন লাগে?
আকাশ দেখি চাঁদ তারার ভাবনা-
কেমন করে যে ছুঁই ঘাসফড়িং;
সকাল দুপুর গোলা জল কেনো
মাটিতে...
বিষন্ন চোখে আকাশ দেখলে
বাবার বাঁশতলা জমির কথা মনে পরে!
বৃষ্টি দেখলে বিলধারের কথা;
এত সোনালি রোদ কোথায় রাখি?
নবান্ন মাখা ঘ্রাণ উঠনটা করেছে অম্লান
গম মারার গরুগুলো আর নেই
দুপুরের ঘাম ঝরা ক্লান্তি ছায়াময়
আম...
আমার দলের স্লোগান নেই
চাওয়া পাওয়া নেই এবং কি
উচ্চ আকাঙ্ক্ষাও নেই
এতটুকু রঙ বিরল নেই-
বিদ্বেষের লেজ মাত্রও নেই!
সময়ের পার্থক্যকে ছুড়ে ফেলে
হেঁটে যাই সীমাহীন
সবুজ মৃ্ত্তিকার পদতলে;
কি মজার বিষয় তারা ঘুমপানির দল
অথচ দেখা নেই,...
©somewhere in net ltd.