| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আলমগীর সরকার লিটন
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল

ভাবনার চোখে নতুন উচ্ছ্বাস
তুমি এসো বলে নতুন বিশ্বাস;
হৃদয় মেলে নিচ্ছে নিঃশ্বাস-
নতুন রূপে জন্ম নিলে জাসাস!
আমরা সাজবো নতুন প্রভাতে
তোমার বুনানো রঙিন স্বপ্ন আকাশ
আমরা এই প্রাণ চঞ্চল জাসাস-
ভুলবে না তোমার ঘ্রাণে উড়া বাতাস;
হাজার প্রান্তেজুড়ে থাকবে মিশে-
রোজ ভোরের পাখিরা গাইবে গান।
২৮-১২-২৫
২|
২৮ শে ডিসেম্বর, ২০২৫ রাত ৮:১৬
সৈয়দ কুতুব বলেছেন: দেশে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হতে পারছে না। জাসাস এই বিষয়ে প্রতিবাদ করে না কেন !
৩|
২৮ শে ডিসেম্বর, ২০২৫ রাত ৯:৪২
স্বকীয়তা বলেছেন: সংস্কৃতির সঙ্গা কী?
What is the definition of culture?
বাংলাদেশে অধিকাংশ সাংস্কৃতিক সংস্থা মূলত বিনোদন চর্চার প্রতিষ্ঠান। আপনারাও কি তাই?
৪|
২৯ শে ডিসেম্বর, ২০২৫ রাত ৩:২০
সুলাইমান হোসেন বলেছেন: খুব সুন্দর হয়েছে লিটন ভাই,চালিয়ে যান
৫|
২৯ শে ডিসেম্বর, ২০২৫ ভোর ৬:১১
Akasher tara বলেছেন: চলো হারিয়ে যাই
চলো হারিয়ে যাই—
বহুদূরের কোনো নীরব প্রান্তে,
যেখানে নাম ধরে ডাকে না কেউ,
চিনে না আমাদের ক্লান্ত মুখ।
যেখানে কোলাহল নেই,
নেই মুখোশ পরা হাসি,
সেখানে আছে শুধু ইমান,
আর পবিত্রতার স্বচ্ছ আলো।
চলো হারিয়ে যাই—
বহুদূরের কোনো অচেনা জঙ্গলে,
যেখানে পশুরা থাকে,
কিন্তু পশুত্ব থাকে না।
না আছে রক্তের গন্ধ,
না হিংসার ক্ষুধা,
না ছিনতাই,
না চুরির কলঙ্ক।
চলো হারিয়ে যাই—
এমন কোনো বিস্তীর্ণ প্রান্তরে,
যেখানে মাখলুকদের অন্তরে
লোভ ঢোকে না,
অহংকার বাসা বাঁধে না,
হিংসা জন্মায় না,
কৃপণতা চিনে না পথ।
যেন এই দুনিয়াতেই
এক টুকরো জান্নাত,
শান্তির সবুজ বাগান—
চলো,
আমরা হারিয়ে যাই সেখানে।
৬|
২৯ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ৮:৫৮
রাজীব নুর বলেছেন: ওকে। ভালো।
©somewhere in net ltd.
১|
২৮ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৫:২০
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ভোরের পাখিরা গাইবে গান।
.......................................................
শুনব এবার নূতন পাখিদের কলতান