নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দো-শ্বাস জয় হোক আমাদের জীবন আর মরণ যেনো বিনম্র শ্রদ্ধায় ঘুমন্ত হোক আর ভালবাসার সুগন্ধী বাতাস উড়ন্ত বাক এভাবেই কোন মাটির ঠিকানায় উঁচু পথের সরগম;

আলমগীর সরকার লিটন

সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল

সকল পোস্টঃ

কায়া বৃত্তি প্রণয়

১০ ই জুন, ২০২৪ দুপুর ১২:০৪


প্রণয়ের খুনসুটি যখন
রক্তে প্রবাহিত হয়!
কখন নিঃশেষ করা যায় না
কায়া বৃত্তি প্রণয়;
স্মৃতির গুমরে মরা তারাগুলো হাঁসে
মৃত্তিকার তীব্র রসে বালুচর
অথচ প্রণয় কিছু বুঝে না
স্রোত ধারাই চলমান;
এ রকম ভাগ্য কয় জনার জুঠে
তবু...

মন্তব্য১২ টি রেটিং+০

স্বপ্ন নেশা

০৯ ই জুন, ২০২৪ সকাল ১১:২৬


স্বপ্ন মিথ্যা জীবনেরও কায়া
জানি তোমার কাছে-
স্বপ্ন জীবন সুন্দর সত্য মায়া
আমার শুধু কষ্ট ছায়া;
মূল্যহীন সময়গুলো চলা
যে দিকে তাকাই ঝরা
পাতা- ফুলের পাপড়ি ছিড়া;
তবু রাতে জাগে
এক ঝাক নির্ঘুম স্বপ্ন নেশা
শিশিরি জমা কান্না-
শূন্যতেই...

মন্তব্য৪ টি রেটিং+০

ভদ্র রঙে রঙিন

০৬ ই জুন, ২০২৪ সকাল ১১:১৯


প্রেমে পরেছি সকাল কিংবা সন্ধ্যায়
কখন শিখতে গিয়ে পা পিছলে
পরে গেলাম চুমুর উপর
আহা, ভদ্র তুকে ছুইতে পারলাম না
তুই আষাঢ়ের বৃষ্টি হইলি -
তুই শ্রাবণের মেঘ হইলি
শুধু শুধুই চুমুর রঙে রঙধনু
বিকাল হইলি...

মন্তব্য২ টি রেটিং+১

হয়ে গেলাম পর

০৫ ই জুন, ২০২৪ দুপুর ২:১৬


মায়ে বলে পাগলা বেটা
গেলি কোথায়- ভাত হয়েছে
পুঁই শাকে- খাবি যদি আয়;
বাপে কইতো হারামজাদা-
কবে যাবি কিবলা কাবা;
আমি দেখি লোক মুখে
আয়না বাবা- ছালা ধুবা
সাধু সুন্নী সব স্বার্থপর;
আর কিছু দেখি...

মন্তব্য৬ টি রেটিং+২

বেহালার আর্তনাদ

০৪ ঠা জুন, ২০২৪ দুপুর ১২:১৮


দেখো, চৌদ্দ পুরুষের কথা
কি ভাবে শেষ হয়ে যায়-
এই ৪৪ বছরে বুঝতে পারছি;
স্মৃতির পাতায় ইতিহাসগুলো
হঠাৎ এক দিন মরে যায়;
আর কোথাও লিখে রাখেলে
চৌদ্দ দু’খানে ২৮ শত বছর
কথায় যেনো ভোরের শিশির,
বিকালের রঙধুন,সন্ধ্যার তারা
একটু...

মন্তব্য০ টি রেটিং+০

ভোরের গন্ধ পাই

০৩ রা জুন, ২০২৪ সকাল ১১:২৭


ভোরের স্নিগ্ধ আর হাঁটে না
শিশির ভেজা পায়;
মেঘের দূরত্বটা নিকুঞ্জ ধূলির
সাথে মিশে গেছে-
আচমকা কাক আর ডাকে না
দক্ষিণা জানালার পাশ;
সন্ধ্যার বাতিটাও নিভু নিভু
জোছনার সলক নেই-
তবু যেনো ইট পাথরের শহরে
ভোরের গন্ধ পাই।

১৯ জ্যৈষ্ঠ...

মন্তব্য৬ টি রেটিং+২

শিনাই পাপ

০২ রা জুন, ২০২৪ সকাল ১১:৫৭


দুবলা ঘাসের ডগায় শ্রদ্ধা নেই
কি করে বসবে ঘাসফড়িং -
প্রজাপতিরা ফুর ফুর করে শুধু;
তাতে কি হিংসা গুচ্ছ আছে
ঠিক কালবৈশাখীর ডগায়;
রিমালের কিছু যায় আসে না
প্রাণ নাশের তেমনী হয়েছে
এই লজ্জাপতির শিনাই;
তবু মুছে যাক-...

মন্তব্য৪ টি রেটিং+২

হিসাবে স্বপ্ন ছোঁয়া

৩০ শে মে, ২০২৪ সকাল ১১:১১


এমন ছোঁয়া স্বপ্নও আসেনি
রাত গুলো ক্ষীণ ভারী শীতল-
কখন ভোর খানিকটা আলো
এই বুঝি আবার শুরু রুদ্র ছুঁয়া;
উষ্ণ কাতর- নির্ঘুম বালিশ চাই
শুধু বালিশ,অসুখ চাদরটাও ভেজা
হাল খাতার হিসাবটাও মরীচিকা-
কোথায় যোগ, বিয়োগ এমনকি
গুণ ভাগ-...

মন্তব্য২ টি রেটিং+১

কর্ম গুণে নয় ছয়

২৯ শে মে, ২০২৪ সকাল ১১:১৮


মনে ভালোবাসার দৃষ্টিটা
এক দিকেই যায়- মৃত্যুর আগ পর্যন্ত;
বাঁকি যেটা হয় সেটা নিয়মতন্ত্র
এক সংসার- কি দরকার?
ভালোবাসার কাছে হেরে যাই
তবু নিয়মতন্ত্র বলে কথা-
এটাই দুলাভাইয়ের মুখে সংসার
ভাগ্য না কর্মের গুনে নয় ছয়
ভাবো...

মন্তব্য৬ টি রেটিং+২

তুমি অজ্ঞ

২৮ শে মে, ২০২৪ সকাল ১১:৫২


ভাবতে পারো
৮০ টুকরো হতে হয়;
ভাবতে পারো
জ্বলে পুড়ে মরতে হয়!
ভাবতে পারো
কতটুকু লোভ লালসা
থাকলে পরে
এমন হবে বলো দেখি;
ভাবতে পারো
কেমন জন্ম মৃত্যুর খেলা;
জানি আমি
তুমি কিছু ভাবতে পারবে না
কারণ তুমি অজ্ঞ
মৃত্যুর পরে একা...

মন্তব্য৬ টি রেটিং+১

যমুনা সুখেই জল বয়

২৭ শে মে, ২০২৪ সকাল ১১:১৯


যমুনার সাথে কখন দেখা হয়-
মনে নেই- যত দূর মনে পরে
বর্ষার দিন, আকাশে ঘন মেঘ
আর মেঘ; এক দিন যমুনার
জল ছুঁই ! কি টলমল ভাবনা
আমাকে ডুবে মারবে অথচ
যমুনা...

মন্তব্য২ টি রেটিং+১

বোন ভূত

২৬ শে মে, ২০২৪ সকাল ১১:০৭


সাদা চুলগুলো অভিমান করেই চলছে
একদিন সাদা সাদা মেঘ উড়বে বলে-
আর কালো রঙ গুলো শোকাহত
সমস্ত পৃথিবীর হবে জল মুখ, রঙিন ছবি;
দৃষ্টির বালুচরে আর যমুনার স্রোত
গড়বে না, মনেই থাকবে না, কখন
মাথা...

মন্তব্য০ টি রেটিং+০

ফর্সা চাঁদ

২৩ শে মে, ২০২৪ সকাল ১১:১০


আমার প্রেমের রঙ ধূসর মাটি
এখন শুধু উজ্জ্বল ফর্সার চাঁদ
কখন রঙিন, কখনো বা
বেদনার ঘন নীল মেঘে রাত!
মাঝে মাঝে জেগে উঠে
শেষ রাতের উষ্ণ বাতাস!
অথচ মরা গাঙ্গে শীতল হাওয়া
প্রেম যে উষ্ণ পায়...

মন্তব্য২ টি রেটিং+০

মনের গঙ্গা

২১ শে মে, ২০২৪ সকাল ১১:৪৪


পুকুরের জল দেখলেই
মনে হয় ডুব দেই- এতটা
স্রোত বুঝে উঠতে পারি না
তবু সাহস রাখি,সাঁতার তো জানি
কত যমুনায় সাঁতার পারছি;
বাঙ্গালী সেতো মুচকি হাসি-
স্মৃতির জানালায় অশ্রু ভাসি
তারপর রাজশাহীর টি-বাঁধের
কথা ভাবছি, দু’চোখে পদ্মা...

মন্তব্য০ টি রেটিং+০

সেঞ্চুরী’তম

২০ শে মে, ২০২৪ সকাল ১১:১৪


লাকী দার ৫০তম জন্মদিনের লাল গোপালের শুভেচ্ছা

দক্ষিণা জানালাটা খুলে গেছে আজ
৫০তম বছর উকি ঝুকি, যাকে বলে
হাফ সেঞ্চুরি-হাফ সেঞ্চুরি;
রোজ বট ছায়া তলে বসে থাকতাম
আর ভিন্ন বাতাসের গন্ধ
নাকের এক স্বাদে...

মন্তব্য৮ টি রেটিং+১

১০১১১২>> ›

full version

©somewhere in net ltd.