![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল
বৈশাখ আমার রক্তে রাঙ্গা মাটির ফুল
গন্ধ মাখা বৃষ্টি ভেজা কতটা মধ্য দুপুর-
খুঁজে ফেরা কৈশোরের হৈ হুল্লোড় দৌড়!
বৈশাখ আমার একাকী পূর্ণিমার চাঁদ
আয় ফিরে পান্তা ভাত দিবো মেখে রাত-
যত আনন্দ শোভাযাত্রা নিয়ে যা বৈশাখ;
উঠনে আমার, সাজিয়েছি হাজার বাঙ্গালী-
উম্মাদনায় ঐতিহ্যের ফিরে পাওয়া হাসি!
অভিমানের চোখে দেখিস না দুর্বলা দাস-
প্রণয়ে সুবাস দিবো- বৈশাখে বার মাস।
১৩-৪-২৫
১৫ ই এপ্রিল, ২০২৫ সকাল ৯:৫২
আলমগীর সরকার লিটন বলেছেন: শুভ নববর্ষ ১৪৩২ রাজীব দা
ভাল ও সুস্থ থাকবেন-----
©somewhere in net ltd.
১|
১৪ ই এপ্রিল, ২০২৫ সকাল ১০:০০
রাজীব নুর বলেছেন: পুরান কবিতা নাকি?