![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল
স্বাধীন এখন খণ্ড খণ্ড
কোন স্বাধীনে চলি, বুঝা দায়
ইচ্ছা আছে দেখার খুব-
কে করে খর্ব; শুধু উল্টো লাফ
বানার ঝাপ করে কে গর্ব!
হনুমান তো রাজা, কে বলে দাঁড়া;
স্বাধীনতা আকাশের তারা-
সোনালি রোদ্দুর মাটির ঘর...
ঘোড়ার আন্ডার সাথে পরিচয় হইলাম
কি চমৎকার? বলার সাথে কাজের মিল নেই!
তেলও ভাজতে চায় না; বলে মুরগির আন্ডা ভাজও
অবাক হবেন না জাম জনতা এটাই আন্ডা!
সময়ের গায়ে কলঙ্ক আর রাতে শুধু স্বপ্ন-
দিন...
অবাক হওয়ার কিছু নেই
পুঁটি মাছদের এমন হয়;
স্বচ্ছ স্রোত সহ্য হয় না!
হাসি মুখটা একে বারে নাই
তবু মিষ্টি মুখে অবাক হই!
আমি আর বোয়াল মাছ খুঁজি না;
রুই মাছ, যা হবার তাই হবে-
বড়ই গাছ...
কোন দিন হয়নি বসা
হৈমন্তিক রাত-
চাঁদ কে কল্পনা ভেবে
পেয়েছি বিষাদ;
মন মরা বাতাস
লাগেনি গায়- শুধু
রঙধনু আকাশ হয়ে
চেয়ে থাকলাম-
হৈমন্তিক রাত!
শস্য শ্যামল অনুরাগ
ডাকেনি সোনালি মাঠ
কি করে বলি বলো
ঐ নোঙ্গর আমার ঘাট-
অঙ্গার অনুরাগ।
১৩ অগ্রহায়ণ...
দুর্যোগের ঘনঘাটা
ক্লান্তি মন নিরাশা-
তবু দুর্গম পথ চলা
নিশিতে পাতা ঝরা
স্বপ্ন বান শুধু রাত্রি;
জেগে উঠো অভয় যাত্রী,
শুনাও শান্তি, কেটে যাক
দুর্যোগের কালো মেঘ,
উড়ুক সাদা বক- এমন কি
রঙধনু বিকাল সাদা মেঘ।
১২ অগ্রহায়ণ কার্তিক ১৪৩০,...
আজ নদীতে বন্যার ঢেউ
স্রোত কোন দিকে বয়!
বুঝ বড় বৈকালি মেঘ আর
ঘূর্ণি ঝড়ের বার্তা বহ;
তবু নদীর শান্ত নয়-
এটাই জানি তার ধর্ম শিখা
যেমনটি উজান ভাটা ভাঙ্গা
অহমিকার শেষ নেই-
মৃতদেহ ফুলের গন্ধ বুঝে না
কেনো...
বাহ কি সুন্দর- কি সুন্দর
গোলাপ ফুল ফুটছে এখন
আহা গন্ধ বুঝি বাহারি!
বুঝা বড় ভার, কেউ বলছে-
বেইমান, বিশ্বাসঘাতক
মীরজাফর-এটাই এখন
চরিত্রের বাহার, বুঝলে
জোট বাগান মালিক গণ;
এভাবে ফুল ফুটে বলো-
নিশিতে করো বীজবপন!
ফুটবে বলো শত...
শুভ বিবাহ বার্ষিকী রাজীব দা
আহা রে ১০ বছর
তুমি কেমনে আসলে-
কেমনে গেলে? আপন করে!
চোখের উপর, ঠোঁটের ঘ্রাণ
বুকের পরশ- আহা রে!
বলো- কেমনে হলে?
সামনে আর পথ, তাই না
বলো- এভাবেই চলবে তো;
না, তুমি নিঃশ্বাসে-...
আমি মানুষ- তুমি মানুষ
মানুষ সমগ্র জুড়ে-
তোমার লাল -আমার লাল
রক্ত পৃথিবী দেহে;
তবু সকাল দুপুর সন্ধ্যা
চলে হিংসা হিংসী
এর মাঝে বেঁচে থাকা দায়;
দাদার মৃত্যু- নানার মৃত্যু
মৃত্যু এই সংসারে
কেউ ভাবে না- কাল যে
চলে যেতে...
বালু জ্ঞানের দেহজ ও দেহজী
খুব খেলা, খেলছে- এই ধরন
ঘুম পারানি, কানামাঝি বউ বউ
গোল্লা ছুট আর কত কিছু; যাক
আমি বাপু দেহজ আঠার মত
খারাপ! তুমি দেহজী খুব ভাল;
সহজে প্রেম পর কত লোভ...
যা দেখলাম, শুনলাম
চোখ কে, মন কে দোষ দিয়ে
লাভ হবে না; সবই জীবন
হারানো খেলা, খেলার মাঠে
সাদা মেঘের ঘুড়ি উড়ানো বেলা;
শেষ ঠিকানা মাটির ঘাস-
জোছনা, জোনাকির নাচ!
দুচোখ মন কি আর বুঝে-
ঘৃণার পাত্র বটে-...
কি আর ভাবি, আজ কাল আর
মানুষে মানুষ বলে কেউ
দাবি করতে পারে না;
সবাই এক হাতে বন্দি!
গলা পর্যন্ত স্বার্থের পূজারী;
কোথাও লজ্জা দেখি না-
দাদা মরার, ভয় জানি না,
নিজেকে ঈশ্বর বোধ মনে হয়!
তাই আমি...
আমি আকাশ নাড়ি
পূর্ণিমা রাত ধরি-
আঁধার আমাকে ছোঁয় না
তবু একাই ঘুম পারি!
পোকা মাকড় খায় না
ইস তোকে দেখি না;
আদুরি মাটি দেখো-
দুর্বলা ঘাস একটু ভাব;
জোনাকি আমি নই
এটাই সত্য যে- আকাশ
নাড়ি- পূর্ণিমা রাত ধরি-
এটাই...
রাতে কেমন করে ঘুম পারে,
বুঝি না কেনো, এতো লোভ
তাও বুঝি না,ভাল কাজে
পুণ্য পাবে এটাই স্বাভাবিক;
তবে এতো ভয় কেনো- হু
বেহেস্তে থাকি, তাই বুঝি না-
তোমাদের কথা, তোমরা শুধু
চেয়ে চেয়ে দেখো,আমি কত
সুখেই থাকি,...
শুন, আমার মন খারাপ হয় না
যখন দেখি গুরু জনের হাতে
ধোয়ার পাইপ, তখন মনটা
উড়তে চায় বহুদূর ধোয়া কালো
সাদা মেঘে মেঘে; কি চমৎকার
সকালটা এক তামাশার রোদ;
উঁকি দিয়ে যাচ্ছে শুধু অজানা
পথে! মিষ্টি রোদের...
©somewhere in net ltd.