নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল
কি এমন ডাক রে ভাই- কি এমন ডাক
নাই কোন যার ঢাক ঢোল শব্দ আওয়াজ!
তবুও ডাক আসে- এমনি সময়- কেউ
পারে না ফিরাতে- তবু চলে যাতে হয়-
নির্দয়, নীরময়, জগৎময় সংসার ছেড়ে-
ভাবছো না- কার আগে- কে যাবে।
কি এমন আঁধার- আঁধার শুধু চারিধার
জনশূন্য আলো বাতাস দেশ হবে অন্ধকার
যে হাঁটা হাঁটছো তার শেষ কোথায়?
জানবে না- ঢাক ঢোল বাজবে না-
ডাকের সময় ক্ষীণ আজী! ভেবে দেখো
এই বুঝি ডাক আসলো এখনি!
আমি পেঁচা ভাবিলে পিলে চমকে যায়-
কার আগে কে যাবে চলে।
১৬ জ্যৈষ্ঠ ১৪২৮,৩০ মে ২১
------------------------------
৩০ শে মে, ২০২১ দুপুর ২:৪২
আলমগীর সরকার লিটন বলেছেন: না রাজীব দা হবে না কারণ অফিস বসে গল্প লেখা যাবে না কবিতা
২| ৩০ শে মে, ২০২১ দুপুর ২:২০
মোঃ কবির হোসেন বলেছেন: হৃদয় ছুয়ে গেলো।
৩০ শে মে, ২০২১ দুপুর ২:৪৬
আলমগীর সরকার লিটন বলেছেন: জ্বি কবির দা কেমন আছেন অনেক দিন পর
ভাল আছেন তো
৩| ৩০ শে মে, ২০২১ বিকাল ৩:২০
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
৩০ শে মে, ২০২১ বিকাল ৪:১৩
আলমগীর সরকার লিটন বলেছেন: অশেষ ধন্যবাদ সেলিম দা
৪| ৩০ শে মে, ২০২১ বিকাল ৪:৩০
নেওয়াজ আলি বলেছেন: খুব সুন্দর কবিতা লিখেছেন।
৩০ শে মে, ২০২১ বিকাল ৪:৫৩
আলমগীর সরকার লিটন বলেছেন: অশেষ ধন্যবাদ নেওয়াজ আলি দা
৫| ৩০ শে মে, ২০২১ বিকাল ৫:০২
রাজীব নুর বলেছেন: প্রতিদিন একটু একটু করে লিখলে হয়ে যাবে। চেষ্টা করুন।
৩১ শে মে, ২০২১ সকাল ৯:২৩
আলমগীর সরকার লিটন বলেছেন: না দাদা মনে হয় না হবে তারপরও চেষ্টা করব
©somewhere in net ltd.
১| ৩০ শে মে, ২০২১ দুপুর ১:২৪
রাজীব নুর বলেছেন: সহজ সরল ভাষায় খুব সুন্দর কবিতা লিখেছেন।
আমি আপনাকে অনুরধ করব কবিতার পাশাপাশি গল্প লিখুন। আমি জানি আপনি ভালো গল্প লিখতে পারবেন।