নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল
জলের গায়ে এঁকে যায়- এঁকে যায়-
কত ধূসর মৃত্তিকার ছবি!
মলিন করে একখানা আকাশের চাঁদ তারা
ঝাঁঝাল পূর্ণিমার কিছু নোনা জলের কায়া!
অথচ ছবির ঠিকানা একদিন মুছে যায়
যেমনটি তার- তার- তার- দাদা, নানার মতো;
বলতে পারে না সেই জলের ছবি,
ভেসে যাওয়া তীর বতীর খেলা
হারিয়ে গেছে চিহ্নহীন পদধূলি
তবু ইতিহাস বাঁকা থাকে-
থাকে নদ নদী আইলপাথর আর
মন সন্ধ্যায় ফুটান একটা ছবির বেলা!
২১ভাদ্র ১৪২৮, ০৫ সেপ্টেম্বর ২১
০৫ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:৪৮
আলমগীর সরকার লিটন বলেছেন: আসলে ওরকম না যেহেতু ছবি শিরোনাম কবিতা তাই ছবি এড করেছি
কাব্যপাঠে অশেষ ধন্যবাদ জানাই কবি মাইনুল দা
২| ০৫ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৪১
হাবিব বলেছেন: ছবিটা ভয়ানক এবং সুন্দর
০৬ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:২৪
আলমগীর সরকার লিটন বলেছেন: জি হাবিব দা কাব্যপাঠে অশেষ ধন্যবাদ জানাই
৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৪১
হাবিব বলেছেন: ছবি কি আপনার তোলা?
০৬ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:২৩
আলমগীর সরকার লিটন বলেছেন: না না হাবিব দা ছবি আমার তোলা না নেট থেকে নেয়া
৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:১৪
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
০৬ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:২৩
আলমগীর সরকার লিটন বলেছেন: জি রাজীব দা কাব্যপাঠে অশেষ ধন্যবাদ জানাই
৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:২১
ইন্দ্রনীলা বলেছেন: এই ভয়ংকর ছবির মডেলটি কে?
০৬ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:২২
আলমগীর সরকার লিটন বলেছেন: মডেল কে জানি না নেট থেকে নেয়া
কাব্যপাঠে অশেষ ধন্যবাদ জানাই
©somewhere in net ltd.
১| ০৫ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:২৫
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর কবিতা।
ছবিটা অসাধারণ । কিন্তু এই নারী ঝুকি নিয়ে ভ্রমন করছে যে কোন সময় মৃত্যু হতে পারে।