| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আলমগীর সরকার লিটন
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল

জলের গায়ে এঁকে যায়- এঁকে যায়-
কত ধূসর মৃত্তিকার ছবি!
মলিন করে একখানা আকাশের চাঁদ তারা
ঝাঁঝাল পূর্ণিমার কিছু নোনা জলের কায়া!
অথচ ছবির ঠিকানা একদিন মুছে যায়
যেমনটি তার- তার- তার- দাদা, নানার মতো;
বলতে পারে না সেই জলের ছবি,
ভেসে যাওয়া তীর বতীর খেলা
হারিয়ে গেছে চিহ্নহীন পদধূলি
তবু ইতিহাস বাঁকা থাকে-
থাকে নদ নদী আইলপাথর আর
মন সন্ধ্যায় ফুটান একটা ছবির বেলা!
২১ভাদ্র ১৪২৮, ০৫ সেপ্টেম্বর ২১
০৫ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:৪৮
আলমগীর সরকার লিটন বলেছেন: আসলে ওরকম না যেহেতু ছবি শিরোনাম কবিতা তাই ছবি এড করেছি
কাব্যপাঠে অশেষ ধন্যবাদ জানাই কবি মাইনুল দা
২|
০৫ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৪১
হাবিব বলেছেন: ছবিটা ভয়ানক এবং সুন্দর
০৬ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:২৪
আলমগীর সরকার লিটন বলেছেন: জি হাবিব দা কাব্যপাঠে অশেষ ধন্যবাদ জানাই
৩|
০৫ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৪১
হাবিব বলেছেন: ছবি কি আপনার তোলা?
০৬ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:২৩
আলমগীর সরকার লিটন বলেছেন: না না হাবিব দা ছবি আমার তোলা না নেট থেকে নেয়া
৪|
০৫ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:১৪
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
০৬ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:২৩
আলমগীর সরকার লিটন বলেছেন: জি রাজীব দা কাব্যপাঠে অশেষ ধন্যবাদ জানাই
৫|
০৬ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:২১
ইন্দ্রনীলা বলেছেন: এই ভয়ংকর ছবির মডেলটি কে?
০৬ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:২২
আলমগীর সরকার লিটন বলেছেন: মডেল কে জানি না নেট থেকে নেয়া
কাব্যপাঠে অশেষ ধন্যবাদ জানাই
©somewhere in net ltd.
১|
০৫ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:২৫
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর কবিতা।
ছবিটা অসাধারণ । কিন্তু এই নারী ঝুকি নিয়ে ভ্রমন করছে যে কোন সময় মৃত্যু হতে পারে।