নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দো-শ্বাস জয় হোক আমাদের জীবন আর মরণ যেনো বিনম্র শ্রদ্ধায় ঘুমন্ত হোক আর ভালবাসার সুগন্ধী বাতাস উড়ন্ত বাক এভাবেই কোন মাটির ঠিকানায় উঁচু পথের সরগম;

আলমগীর সরকার লিটন

সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল

আলমগীর সরকার লিটন › বিস্তারিত পোস্টঃ

সাগর

১৮ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:৪১



কত ছবি রঙতুলি ভাবতেই অবাক
শুধু শুধু্ই আমাকে সাগর বানানও !
যখন ঢেউ তুলি- ভাঙ্গি মাটির ঘর বাড়ি
তখন কোথায় হারিয়ে যাই!
সে বলে উঠে ভাবনার চোরাবালি প্রান্তর-
অথচ হাঁটু পানি থৈ থৈ;

এখন আবার বালুচর জাগাতে বলে
তাহলে কে আমি মানুষ না বন্যপ্রাণী মাত্র
নদী হাসতে- হাসতে ব্যকুল;
বলে উঠল চলও- চলও সাঁতার খেলি!
সাগরে কি সাঁতার কাটা যায়?
সাগর তো মনের ওলিগলিতে ভাবনাময়
নীল লাল সাদা রঙতুলিতে সাগর আর সাগর।
০৩ আশ্বিন ১৪২৮, ১৮ সেপ্টেম্বর ২১

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:১০

চাঁদগাজী বলেছেন:



কেমন অর্থহীন কিছু বাক্য বলে মনে হয়!

১৮ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:২৩

আলমগীর সরকার লিটন বলেছেন: আপনার মনে হতে পারে সমস্যা নাই
কাব্যপাঠের জন্য অশেষ ধন্যবাদ জানাই

২| ১৮ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:৪১

রাজীব নুর বলেছেন: আপনার কবিতা আমি নিয়মিত পাঠ করে যাচ্ছি।

১৯ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:৩১

আলমগীর সরকার লিটন বলেছেন: জি রাজীব দা নিয়মিত পাঠ করেন বটে
সেজন্য অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন

৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:০১

কামাল১৮ বলেছেন: সুকান্তের কবিতা পড়তে ভাবনার মন লাগে না বরং কবিতা পড়লে মনে ভাবনার জন্ম হয়।আপনাদের কবিতা পড়তে ভাবনার মন লাগে,ঠিকই বলেছেন।একটা জীবনের কবিতা অন্যটা ভাবনার কবিতা।

১৯ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:৩০

আলমগীর সরকার লিটন বলেছেন: সবাই কি সুকান্ত ,রবীঠাকুর, নজরুল, জীবনদাস, উনার ত কবিতার গুরু উনাদের সাথে আমাদের তুলনা করলে হবে
সবার মন মানসিকতা ত এক না সেটাও ভাবতে হবে আবার সবাই ত জ্ঞানের পণ্ডিত না সেটাও বুঝতে হবে--
যাক কষ্ট করে পড়ার জন্য অশেষ ধন্যবাদ জানাই কামাল দা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.