নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল
ঐ আকাশ হেঁটে যায় মাথার উপরে-
তাই মাঝে মাঝে মনে হয় ভেঙে পরে;
অথচ বাতাস কে খুব ছুঁতে ইচ্ছে করে!
কিন্তু বাতাসের ঠিকানা এতটুকু জানা নেই
তবুও কেনো বার বার বাতাস পাঁজর ভেঙে
এই ঘোর অমাবস্যায় কিংবা পূর্ণিমায় রাত।
মেঠোপথ অচেনা হয়েছে, বড় বেদনাদায়ক
হয়ে উঠে কোন রঙকরা বসন্ত চূড়ায় কিংবা
শরৎ এসে নেরেচেরে যায়, সাদা কাশফুল!
অথচ আকাশ হেঁটেই যায় নিঃশ্বাস বরাবর-
কিন্তু মাটির ভীতরে আকাশ নেই? অতঃপর
দুর্বাঘাস ঘুমায়- নিঃসঙ্গতা, ছায়াহীন আকাশ।
১২ আশ্বিন ১৪২৮, ২৭ সেপ্টেম্বর ২১
২৭ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:২০
আলমগীর সরকার লিটন বলেছেন: হু সঠিক বলেছেন দাদা অশেষ ধন্যবাদ জানাই
দোয়া করি গরুর খাবার হয়েন না জানি
২| ২৭ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:০৭
peayas বলেছেন: চুরির কৌসল দেখলো বিশ্বাস করতে পারবেন না নিজের চোখ কে.
hello guys. we always produce many educative and funny videos forgive you much information. so visit the slink.
https://www.youtube.com/watch?v=L-QQ3lhAV3o&t=5s
৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৪৮
রাজীব নুর বলেছেন: সহজ সরল ভাষায় সুন্দর কবিতা লিখেছেন।
২৮ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:২৩
আলমগীর সরকার লিটন বলেছেন: জি রাজীব দা অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন---------
©somewhere in net ltd.
১| ২৭ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:০৯
মহাজাগতিক চিন্তা বলেছেন:
গরুর কামড়ে দূর্বাঘাসের আরামের ঘুম ভাঙ্গে
দেখতে না দেখতে সে চলে যায় গরুর পেটে
তারপর উৎকৃষ্ট জৈব সার হয়ে মাটিতে পড়ে
তাতে আবার জন্মায় সতেজ সবুজ দূর্বাঘাস।