নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল
ধুসর কালো মৃত্যুর গাঁয়ে রক্তক্ষরণ কান্না
অম্লান করে যাচ্ছে- সময় কাল;
অথচ বিধাতা জানাজা করার রিজিক রাখলেন না-
ভাগ্যের কি নির্মম পরিহাস- ভাবায় যায় না!
মনের কষ্টটুকু প্রতিধ্বনি হচ্ছে-
গন্ধ সুবাস বিমুখ বাতাসে- বাতাসে;
আমার শোহ বহ ঘ্রাণ ভাসবে না
তোমার নাকের ডগায়- কারণ
চোখে মুখে নাকে রিজিক নাই
তবুও দুই মুঠো মাটির ছুঁয়া হবে না
ঠিক আমার মতো-দুঃখ চির অমলিন
অতঃপর রিজিকের উৎপত্তি স্থানে নাই রিজিক।
১১ কার্তিক ১৪২৮, ২৭ অক্টোবর ২১
২৭ শে অক্টোবর, ২০২১ দুপুর ১২:২৭
আলমগীর সরকার লিটন বলেছেন: জি ছবি আপু প্রতিনিয়ত হচ্ছে যাক পাঠ করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
২| ২৭ শে অক্টোবর, ২০২১ দুপুর ১২:৩২
মহাজাগতিক চিন্তা বলেছেন: দুঃখের মাঝেই সুখের ঠিকানা খুঁজে নিতে হয়।
২৭ শে অক্টোবর, ২০২১ দুপুর ১২:৩৮
আলমগীর সরকার লিটন বলেছেন: জি দাদা সেটাই ভাবছি ভাল আছেন তো দোয়া কবি ভাল থাকবেন
৩| ২৭ শে অক্টোবর, ২০২১ দুপুর ১২:৩৯
ফুয়াদের বাপ বলেছেন: কবিতার আবেগ ভালো লেগেছে।
দ্বিতীয় লাইনে "সময় কাল" দুইটা তো মনে হয় সমার্থক শব্দ। একসাথে পাশাপাশি সহঅবস্থান করে কিনা তা চোখ বুলিয়ে যাবেন। "শোহবাহ" শব্দের অর্থটা জানা নাই আমার, দয়া করে জানালে কৃতার্থ হবো।
২৭ শে অক্টোবর, ২০২১ দুপুর ২:৩৬
আলমগীর সরকার লিটন বলেছেন: জি ফুরাদের বাপ আসলে শোক বহ হবে এর অর্থ জানেনি যাক পাঠ করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
৪| ২৭ শে অক্টোবর, ২০২১ দুপুর ২:৩৯
মোঃ মাইদুল সরকার বলেছেন: শোকাবহ হবে শব্দটা। শিরোনাম ও কবিতায় ভালোলাগা।
২৭ শে অক্টোবর, ২০২১ বিকাল ৩:০৭
আলমগীর সরকার লিটন বলেছেন: জি মাইদুল দা শোক বহ হবে না শোকাবহ হবে শোক বহ হবে যাক অশেষ ধন্যবাদ জানাই
৫| ২৭ শে অক্টোবর, ২০২১ রাত ৯:৩১
সুদীপ কুমার বলেছেন: ভালো লাগলো।
২৮ শে অক্টোবর, ২০২১ সকাল ৯:২০
আলমগীর সরকার লিটন বলেছেন: জি কবি সুদীপ দা কাব্যপাঠে ভাল লাগানোর জন্য অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন
৬| ২৭ শে অক্টোবর, ২০২১ রাত ১১:৩৮
রাজীব নুর বলেছেন: ভালো কবিতা।
২৮ শে অক্টোবর, ২০২১ সকাল ৯:২১
আলমগীর সরকার লিটন বলেছেন: জি রাজীব দা আজ কাল নিয়মত লেখা পাচ্ছি না কাব্যপাঠ করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন---------
৭| ২৮ শে অক্টোবর, ২০২১ রাত ২:৪৩
নেওয়াজ আলি বলেছেন: অসাধারণ
২৮ শে অক্টোবর, ২০২১ সকাল ৯:২২
আলমগীর সরকার লিটন বলেছেন: জি নেওয়াজ আলি দা অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন--------
৮| ১৫ ই আগস্ট, ২০২৪ সকাল ৯:১৭
নডতডৃস বলেছেন: আপনার আন্তরিক পরামর্শের জন্য সবাইকে ধন্যবাদ Heardle
১৫ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:১৬
আলমগীর সরকার লিটন বলেছেন: শুভ কামনা জানাই
©somewhere in net ltd.
১| ২৭ শে অক্টোবর, ২০২১ দুপুর ১২:২৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম সব কিছুতেই আল্লাহর নিয়ামত রহমত থাকতে হয়। নসিবে না থাকলে দুভার্গ্য