নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল
রঙবতি কবিতার রঙ ঢঙ রূপ সাজসজ্জা,
যাহা কিছু আছে; আমিও তো বুঝলাম না!
কে বলি উত্তর দক্ষিণ সাদা গোলাপের ঘ্রাণে
দেহ মুখ- তো ও আমিও তো বুঝলাম না!
চেনা অচেনা- জানা অজানা
কত কিছুই না অনলে পুড়া কপাল
তবু না বুঝার নিঠুর তা দেয়ালের চারপাশে
রোবটের মতো দাঁড়িয়ে আছে;
একদিন খসে যাবে সমস্ত টুকু অহমিকা
তখন হয় তো উত্তর আসবে
আমিও তো বুঝেছি কিন্তু সব শূন্যতা চোখের দৃশ্যপট
আহত করবে যেমনটা বুলেটে ঝাঁ ঝরার মতো;
তবুও আমিও তো বুঝলাম না!
কবরের ঘাস দোল দিবে ঘাসফড়িঙর নাচে নাচে
দেহের যান্ত্রিকতায় একটা বার ও স্পর্শ করবে না
প্রচণ্ড স্বার্থপরতা নিয়েই থাকো মেঘ কাঞ্চনজঙ্ঘার মতো
অতঃপর আমিও তো বুঝলাম না।
০৭ অগ্রহায়ণ ১৪২৮, ২২নভেম্বর ২১
২২ শে নভেম্বর, ২০২১ দুপুর ২:৩৫
আলমগীর সরকার লিটন বলেছেন: জি জুল ভার্ন সঠিক বলেছেন অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন------------
২| ২২ শে নভেম্বর, ২০২১ দুপুর ১২:১৪
রাজীব নুর বলেছেন: এই গানটা আপনার জন্য।
২২ শে নভেম্বর, ২০২১ দুপুর ২:৩২
আলমগীর সরকার লিটন বলেছেন: ফেস ইনবক্স লিং দেন শুনব
৩| ২২ শে নভেম্বর, ২০২১ দুপুর ১২:৩৩
মেহেদি_হাসান. বলেছেন: ভালো লেগেছে
২২ শে নভেম্বর, ২০২১ দুপুর ২:৩৪
আলমগীর সরকার লিটন বলেছেন: জি হাসান দা অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন------------
৪| ২৩ শে নভেম্বর, ২০২১ রাত ১২:৪২
রাজীব নুর বলেছেন: সরাসরি লিংক কে ক্লিক করলেই শুনতে পারবেন।
২৩ শে নভেম্বর, ২০২১ সকাল ৯:৪৫
আলমগীর সরকার লিটন বলেছেন: অফিসে শুনার কোন ব্যবস্থা নেই দাদা
©somewhere in net ltd.
১| ২২ শে নভেম্বর, ২০২১ সকাল ১১:১৬
জুল ভার্ন বলেছেন: গোলোক ধাধার কবিতা ভালো লেগেছে।