নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল
আবৃত্তির লিং -https://youtu.be/rDt5JgQsmbU
আজ ভাবনার পাড়াতে
অঝর বৃষ্টি ঝরার সংবাদ-
তবু বুক কেপে উঠে না;
বুঝার মতো কোন বরফ নেই
যা গলে গলে পানি হবে-
অথচ মেঘের তীব্র বজ্রপাত।
চলে এসো ভাবনা কাল তোমার
মিছিলে রক্তাক্ত মাঠ বানাবো!
খুব পারো তারাকে হাসাতে-
অথচ মাটির ঠোঁটে হাসি নেই
সমস্ত কারণের কেন্দ্রবিন্দু হচ্ছো
ধ্বংসময়ী লেলিহান শিখা অনল তুমি।
১৪ পৌষ ১৪২৮, ২৯ ডিসেম্বর ২১
৩০ শে ডিসেম্বর, ২০২১ সকাল ৯:২৪
আলমগীর সরকার লিটন বলেছেন: জি দাদা সুন্দর বলার জন্য অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন------------
২| ২৯ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:২৫
রাজীব নুর বলেছেন: আপনার প্রিয় কবি কে?
৩০ শে ডিসেম্বর, ২০২১ সকাল ৯:২২
আলমগীর সরকার লিটন বলেছেন: জি কবি রাজীব দা আসলে আমি কোন কবির অনুকরণ বা অনুসরণ করি না তাই বিদ্রোহের কবি নজরুল তার পর সবাই
ভাল ও সুস্থ থাকবেন------------
©somewhere in net ltd.
১| ২৯ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১১:২৯
জুল ভার্ন বলেছেন: আপনার শব্দ ভাণ্ডার অত্যন্ত রিচ! সেই সংগে শব্দের বুণন যথাযথ বলেই কবিতা উপলব্ধি করতে পারি সহজে।
ধন্যবাদ। +