| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
আলমগীর সরকার লিটন
	সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল

আবৃত্তির লিং- https://youtu.be/donHv-QBFXY
অপমান অপদস্থ আর কত বার
মৃত্যুর পরেও কি তাই হবে? শুধু
মাটির রক্ত কোষে ভাবনার চির;
সবুজ মেঘের খেলা হবে না আর!
বলো কে হবে চির উন্নত চির শির
বিদ্বেষের লেলিহান শিখা-হিংসার
নোলাটে চোখ কিংবা দেহ গড়ন
বাতাসের গন্ধ পাচ্ছি রোজ- রোজ
অথচ এর কোন পরিসমাপ্ত নেই;
মৃত্যু হলে কি হবে আকাশ বুঝে না?
এই সৃষ্টকর্ম চির শির, সবুজ শ্যামল
শস্য ক্ষেত একাকার শুধু অন্তরীপ।
১৫ পৌষ ১৪২৮, ৩০ ডিসেম্বর ২১
 
০১ লা জানুয়ারি, ২০২২  সকাল ৯:২৪
আলমগীর সরকার লিটন বলেছেন: জি দাদা
২০২২ শুভ বর্ষ রইল
ভাল থাকবেন--------
২| 
৩০ শে ডিসেম্বর, ২০২১  সকাল ১১:২২
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অসাধারণ ভাই
 
০১ লা জানুয়ারি, ২০২২  সকাল ৯:২৩
আলমগীর সরকার লিটন বলেছেন: জি সৌরভ দা
২০২২ শুভ বর্ষ রইল
ভাল থাকবেন-------
৩| 
৩০ শে ডিসেম্বর, ২০২১  সকাল ১১:৪৮
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
 
০১ লা জানুয়ারি, ২০২২  সকাল ৯:২৩
আলমগীর সরকার লিটন বলেছেন: জি কবি সেলিম দা
২০২২ শুভ বর্ষ রইল
ভাল থাকবেন সব সময়
৪| 
৩০ শে ডিসেম্বর, ২০২১  দুপুর ১২:২২
মরুভূমির জলদস্যু বলেছেন: ভালো লিখেছেন।
 
০১ লা জানুয়ারি, ২০২২  সকাল ৯:২২
আলমগীর সরকার লিটন বলেছেন: জি দাদা ২০২২ শুভ বর্ষ রইল
ভাল থাকবেন
৫| 
৩০ শে ডিসেম্বর, ২০২১  দুপুর ২:৩৮
রাজীব নুর বলেছেন: কবি খুব সুন্দর হয়েছে। 
আগামীকাল আমার কন্যা ফারাজার জন্য। তাকে নিয়ে একটি কবিতা লিখুন। খুব খুশি হবো।
 
০১ লা জানুয়ারি, ২০২২  সকাল ৯:২১
আলমগীর সরকার লিটন বলেছেন: জি রাজীব দা লেখার চেষ্টা করব
২০২২ শুভ বর্ষ রইল
©somewhere in net ltd.
১|
৩০ শে ডিসেম্বর, ২০২১  সকাল ১১:১৭
জুল ভার্ন বলেছেন: চমৎকার!!!