নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল
আবৃত্তির লিং - https://youtu.be/2L6lnJob1H0
নিমপাতা সময়টা, সব সময় ভাল যায় না
এই একটা দোষ নাকি যান্ত্রিক জ্যাম
বা বিড়ম্বনা- বলো তাই নয় কি?
তবু সময়ের সাথে প্রতিযোগিতার
এক মিছিলের বহর; সেখানেও স্বজনপ্রীতির
গান শোনায়, নয় তো ঘুষের টাকার উড়ন্ত মেঘ
কারও কিছু যায় আসে না- এভাবেই
সময় চলছে দূর দুরন্ত শঙ্খচিলের আকাশ!
কিংবা শীত মাঘের হাওয়া, নয় তো
লজ্জাবতির কৃষ্ণচূড়া ছোঁয়া- অতঃপর
সত্যই জীবন পটের সময় ভাল যায় না-
ইট পাথরের মতো একঘেয়েমি হয় না
যখন একঘেয়েমি সময় হবে!
তখন সময়কে চিহ্নবই না।
২০ পৌষ ১৪২৮, ০৪ জানুয়ারি ২২
০৫ ই জানুয়ারি, ২০২২ সকাল ৯:৫২
আলমগীর সরকার লিটন বলেছেন: জি দাদা সুন্দর মন্তব্যে প্রেরণা পেলাম ভাল ও সুস্থ থাকবেন--------
২| ০৪ ঠা জানুয়ারি, ২০২২ সকাল ১১:৩৯
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ছবি ও কবিতা সুন্দর হয়েছে।
০৫ ই জানুয়ারি, ২০২২ সকাল ৯:৫১
আলমগীর সরকার লিটন বলেছেন: জি কবি মাইদুল দা অশেষ ধন্যবাদ জানাই ভাল ও সুস্থ থাকবেন------
৩| ০৪ ঠা জানুয়ারি, ২০২২ বিকাল ৩:৪৯
সাজিদ! বলেছেন: আপনার গলা বেশ ভরাট লেগেছে আমার কাছে। শুভকামনা।
০৫ ই জানুয়ারি, ২০২২ সকাল ৯:৪৬
আলমগীর সরকার লিটন বলেছেন: জি সাজিদ দা সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ জানাই ভাল ও সুস্থ থাকবেন
৪| ০৪ ঠা জানুয়ারি, ২০২২ রাত ১১:০৩
সেডরিক বলেছেন: শেষের দিকটা বুঝি নি। বানান ভুল হয়েছে কি?
আবৃত্তি ভালো করেছেন। একটু ধীরে করলে এবং ব্যাকগ্রাউন্ডের নয়েজ এর দিকটা মাথায় রাখলে আরো উপভোগ্য হবে।
শুভ কামনা
০৫ ই জানুয়ারি, ২০২২ সকাল ৯:৪৪
আলমগীর সরকার লিটন বলেছেন: জি ফোনে করা তো তারপরও নতুন আগামীতে চেষ্টা করব আরও ভাল করতে (শেষের দিরেক মৃত্যু কে বুঝেছি মৃত্যু হলে ত সময় একঘেয়েমি হবে) ধন্যবাদ জানাই ভাল থাকবেন---------
©somewhere in net ltd.
১| ০৪ ঠা জানুয়ারি, ২০২২ সকাল ১১:২১
জুল ভার্ন বলেছেন: এক ঘেয়েমির কবিতা পড়ে কিছুটা এক ঘেয়েমি থেকে পরিত্রাণ পেলাম।
সুন্দর একটা কবিতার জন্য ধন্যবাদ। +