নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দো-শ্বাস জয় হোক আমাদের জীবন আর মরণ যেনো বিনম্র শ্রদ্ধায় ঘুমন্ত হোক আর ভালবাসার সুগন্ধী বাতাস উড়ন্ত বাক এভাবেই কোন মাটির ঠিকানায় উঁচু পথের সরগম;

আলমগীর সরকার লিটন

সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল

আলমগীর সরকার লিটন › বিস্তারিত পোস্টঃ

বদভ্যাস

০৬ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:১২



আবৃত্তির লিং-https://youtu.be/6USwOIbazBg


বদভ্যাস একটা সুস্বাদ ফলের মতো
আবার দুর্গন্ধময়; মৃত ব্যক্তির ছবি দেখলে
মনে হয় ছবি গুলির মরণ হয়েছে।
অথচ আজ কাল সেলফি তুলা
একটা বদভ্যাসের পরিণিতি হচ্ছে
যাকে বিড়ি টানার মতো আতঙ্ক কিংবা
ভয়াভয়- তবু ধার্মিক কিংবা মানবিক
কাজ কর্ম চলছে বেশ খুব বাণিজ্যিক!
শেয়ারবাজার কেউ হার মানেবে-
অতঃপর বদভ্যাস বটবৃক্ষ ছায়ার
মতো হয় না- মৃত্যুর খুব কাছাকাছি
কেমন করে কায়া হয়, বদভ্যাস।

২২ পৌষ ১৪২৮, ০৬ জানুয়ারি ২২

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:৩৫

শায়মা বলেছেন: বদভ্যাস ত্যাগ করা উচিৎ। কিন্তু মানুষ এটা ছাড়তে পারে না।

০৮ ই জানুয়ারি, ২০২২ সকাল ৯:৫০

আলমগীর সরকার লিটন বলেছেন: জি শায়মা আপু সঠিক বলেছেন ধন্যবাদ জানাই ভাল ও সু্স্থ থাকবেন----------

২| ০৬ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:৫২

জুল ভার্ন বলেছেন: খুব সুন্দর লিখেছেন। তবে স্বাভাবিক ভ্যাসগুলোই এক সময় বদ অভ্যাসে পরিনত হয়ে যায়।

০৮ ই জানুয়ারি, ২০২২ সকাল ৯:৪৯

আলমগীর সরকার লিটন বলেছেন: জি দাদা সঠিক বলেছেন ধন্যবাদ জানাই ভাল ও সুস্থ থাকবেন-----

৩| ০৬ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৫:১৫

সেলিম আনোয়ার বলেছেন: এ বদ অভ্যাস আমার কখনো ছিল না ।

০৮ ই জানুয়ারি, ২০২২ সকাল ৯:৪২

আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ কবি দা খুবি ভাল কথা তবে ছড়েদিয়েছিলাম আবর আমার একটু একটু
ধন্যবাদ জানাই- ভাল ও সুস্থ থাকবেন-------

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.