নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দো-শ্বাস জয় হোক আমাদের জীবন আর মরণ যেনো বিনম্র শ্রদ্ধায় ঘুমন্ত হোক আর ভালবাসার সুগন্ধী বাতাস উড়ন্ত বাক এভাবেই কোন মাটির ঠিকানায় উঁচু পথের সরগম;

আলমগীর সরকার লিটন

সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল

আলমগীর সরকার লিটন › বিস্তারিত পোস্টঃ

সন্ত্রাসীবাদ

১৩ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:১০



আবৃত্তির লিং- https://youtu.be/_p6L5tY5IIM

প্রতিনিয়ত এক সন্ত্রাসীর
মুখোমুখি পরতে হচ্ছে-
জানি না কি সম্পদ সম্পত্তি আছে
বা রাজনৈতিক দলের কর্মও নই।
কেন এই সন্ত্রাসী কার্যক্রম?
কখনো কখনো বাকরুদ্ধ হয়ে যাই;
চোখে অপছা অপছা দেখি,
বমি বমি মনে হয় অথচ অসুস্থ হই না।
অসুস্থ হলে বুঝো সন্ত্রাসীর আঘাতে
রক্তাক্ত হয়ে পরে থাকবে নিথর দেহ;
তখন সন্ত্রাসীর কি করবে?
এতটুকু বুঝার কোন মেঘবৃষ্টি হয় না
ঝড় তুফানও বয় না- তাহলে কি
পুর সংসারটাই সন্ত্রাসীর মুখোমুখি
সংসার চিত্র ঘটনা কেউ দেখা না -বুঝেও না
প্রমানহীন আর গলা বাজির উপর
কাজকর্ম চলছে তো চলবে সন্ত্রাসীবাদ।

২৯ পৌষ ১৪২৮, ১৩ জানুয়ারি ২২

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৩ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:১৮

জুল ভার্ন বলেছেন: সন্ত্রাস আর সন্ত্রাসীবাদ এখন রাস্ট্রীয় পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠিত হয়েছে।

১৫ ই জানুয়ারি, ২০২২ সকাল ৯:২৭

আলমগীর সরকার লিটন বলেছেন: জি দাদা কষ্ট করে পড়ার জন্য অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন-----------

২| ১৩ ই জানুয়ারি, ২০২২ দুপুর ১২:৩৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: একজন কবি মানুষের এত বানান ভুল ক্যারে ভাই

আপনার লেখায় বেশী বেশী বানান ভুল থাকে। এটা আপনাকে ঠিক করতে হবে কবি ভাই

১৩ ই জানুয়ারি, ২০২২ দুপুর ১:০৪

আলমগীর সরকার লিটন বলেছেন: কবি দের বানান ভুল হয় না কোন কোন বানান ভুল দেখাননি এটা ঠিক নয় বানান ভুল দেখেছেন তা দেখাবেন শুধু বানান ভুল আছে বলত কেমন লাগে না

৩| ১৩ ই জানুয়ারি, ২০২২ দুপুর ১:১৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: ‘পরতে’ নয় ‘পড়তে’ হবে।

১৩ ই জানুয়ারি, ২০২২ দুপুর ১:২০

আলমগীর সরকার লিটন বলেছেন: জি দাদা ঠিক বলেছেন বই পড়ার সময় পড়তে লেখতে হয় এটাই জানি অন্য ক্ষেত্রে এভাবেই পরতে লেখেছি ভাল থাকবেন

৪| ১৪ ই জানুয়ারি, ২০২২ ভোর ৬:৪০

মহাজাগতিক চিন্তা বলেছেন: বই পড়া, কাপড় পরা, মুখোমুখি পড়া, পরা নয়।

১৫ ই জানুয়ারি, ২০২২ সকাল ৯:২৫

আলমগীর সরকার লিটন বলেছেন: জি দাদা ধন্যবাদ জানাই ভাল থাকবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.