| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
আলমগীর সরকার লিটন
	সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল

আবৃত্তির লিং- https://youtu.be/6IZe9HuzvVM
আকাশ বরাবর মিছিলে কৃষ্ণচূড়ার ছড়াছড়ি;
প্রতিটা সময় জানি মাহেন্দ্রক্ষণ মনে হয়েছিল!
রঙকরা তুলের আচড়ে দেয়ালে দেয়াল লেখন
জেনো স্নিগ্ধময় স্মৃতিমাখার সবুজ পট- এখনও
ভেসে যায়- জলছুট মেঘের মোহনায়- মোহনায়।
দুমোঠ কথাও হয়নি শুধু চেয়ে থাকার ভাবনাছিল;
পাতার আওয়াজে ঝিরি ঝিরি বাতাসের মতো!
স্রোতের সাথে ঢেউ খেলার মতো কি উচ্ছ্বাস?
অথচ গভীর অতলে অম্লান হয়েছে বাস্তবতার ক্ষণ
এক কৃপনতা মধুরস মৌচাক শূন্য- হাহাকার কণ্ঠ-
তবুও মাটিতে আকড়ে থাকা, বড় বেদনা দায়ক
আকাশ বরাবর মিছিল এখন হয় না- বালুচর শ্মশান।
০৯ মাঘ ১৪২৮, ২৩ জানুয়ারি ২২
 
২৪ শে জানুয়ারি, ২০২২  সকাল ৯:৩১
আলমগীর সরকার লিটন বলেছেন: জি মরু দাদা
চমৎকার কমেন্ট করার জন্য ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন---------
২| 
২৩ শে জানুয়ারি, ২০২২  দুপুর ১:৫১
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
 
২৪ শে জানুয়ারি, ২০২২  সকাল ৯:৩০
আলমগীর সরকার লিটন বলেছেন: জি রাজীব দা কমেন্ট করার জন্য ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন--------
৩| 
২৩ শে জানুয়ারি, ২০২২  রাত ১১:৫৪
পদাতিক চৌধুরি বলেছেন: 
উচ্ছ্বাস নাকি আশঙ্কার মেঘাচ্ছন্ন মৌনতার উচ্ছ্বাস.. 
কবিতা ভালো হয়েছে। 
শুভকামনা আপনাকে।
 
২৪ শে জানুয়ারি, ২০২২  সকাল ৯:২৯
আলমগীর সরকার লিটন বলেছেন: জি কষ্ট করে পাঠ করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন-------
৪| 
২৪ শে জানুয়ারি, ২০২২  সকাল ১০:০৯
জুল ভার্ন বলেছেন: কবিতায় গল্প উপস্থাপণ অত্যন্ত সুন্দর হয়েছে!
 
২৪ শে জানুয়ারি, ২০২২  সকাল ১০:১৩
আলমগীর সরকার লিটন বলেছেন: জি দাদা কষ্ট করে পাঠ করার জন্য ধন্যবাদ জানাই ভাল ও সুস্থ থাকবেন----
©somewhere in net ltd.
১|
২৩ শে জানুয়ারি, ২০২২  দুপুর ১২:২৪
মরুভূমির জলদস্যু বলেছেন: প্রথম দুটি লাইন অসাধারন লিখেছেন।
আকাশ বরাবর মিছিলে কৃষ্ণচূড়ার ছড়াছড়ি;
প্রতিটা সময় জানি মাহেন্দ্রক্ষণ মনে হয়েছিল!