| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
আলমগীর সরকার লিটন
	সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল

আবৃত্তির লিং-https://youtu.be/RtV9I4XEUeM
 
কবিতা একটা চিন্তার জায়গা
যেমন মাঠ ছাড়া সফল হয় না
তেমন ভাবনা ছাড়া কবিতার
রূপ লাবণ্য ছোঁয়া যায় না;
কবিতার নিখুঁত চক চকে
একটা অস্ত্র আছে যেটা দ্বারা
খুনও হয়- খুন থেকে বাঁচাও যায়-
ন্যায় নীতি ধ্বংস সৃষ্টির কারিগড় বটে!
এখন ভাবনার জায়গায় পেরেক মারা আছে
তবুও বাঁধা মানে না কবিতার রূপ লাবণ্য
বাহারি গন্ধ সুবাস; এমন কি দ্রোহের চাঁদ
হয়ে ঝলমল করে বসে যে কোন কবিতা।
১৫ মাঘ ১৪২৮, ২৯ জানুয়ারি ২২
 
২৯ শে জানুয়ারি, ২০২২  দুপুর ২:২৭
আলমগীর সরকার লিটন বলেছেন: না করতে পারি না
২| 
২৯ শে জানুয়ারি, ২০২২  দুপুর ১:০১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: 
উপরে জিনিসটা ঠিক মতো এলো না। [ ] এর ভিতরে বসাবেন yt|eP069p_b7ow অংশটা। কোনো স্পেস দেয়া যাবে না।
 
২৯ শে জানুয়ারি, ২০২২  দুপুর ২:২৫
আলমগীর সরকার লিটন বলেছেন: পারছি না কেনো
৩| 
২৯ শে জানুয়ারি, ২০২২  দুপুর ১:১৩
রাজীব নুর বলেছেন: কবিতার পাশাপাশি দেশের সলমান সমস্যা ও তার সমাধান নিয়ে লিখুন।
 
২৯ শে জানুয়ারি, ২০২২  দুপুর ২:৩৪
আলমগীর সরকার লিটন বলেছেন: না রাজীব দা আসলে চোখ আছে কলম নাই মন আছে পাতা নাই 
ভাল থাকবেন--------
৪| 
২৯ শে জানুয়ারি, ২০২২  রাত ১১:০৭
তানীম আব্দুল্লাহ্ বলেছেন: ভাবনার জায়গায় পেরেক বসিয়েছেন কে ?
গদ্য ?
রুটি ?
 
৩০ শে জানুয়ারি, ২০২২  সকাল ১০:০২
আলমগীর সরকার লিটন বলেছেন: পেরেক মারেছে কি আর করা সুন্দর কমেন্ট করার জন্য ধন্যবাদ জানাই
ভাল থাকবেন----------
৫| 
৩০ শে জানুয়ারি, ২০২২  দুপুর ১:৩৫
রাজীব নুর বলেছেন: ওকে। ধন্যবাদ।
৬| 
৩১ শে জানুয়ারি, ২০২২  সকাল ১১:১২
জুল ভার্ন বলেছেন: চমৎকার।
 
৩১ শে জানুয়ারি, ২০২২  সকাল ১১:২৮
আলমগীর সরকার লিটন বলেছেন: জি দাদা ধন্যবাদ ভাল থাকবেন
©somewhere in net ltd.
১|
২৯ শে জানুয়ারি, ২০২২  দুপুর ১২:৫৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: লিংক আসে নাই লিটন ভাই। লিংক দেয়ার সিস্টেম হলো নীচের মতো, ইন-বিটুইন কোনো স্পেস হবে না, যদিও আমি স্পেস দিয়েছি বোঝানোর জন্য, নইলে দেখতে পাবেন না।
নীচে একটা ভিডিওর পুরা লিংক দেখুন। '=' চিহ্নের পরের অংশটুকু বসাবেন yt|-এর পর। yt এর পর '|' (বার)। এরপর থার্ড ব্রাকেট দিয়ে আটকে দিতে হবে।
https://www.youtube.com/watch?v=eP069p_b7ow