নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল
আবৃত্তির লিং-
পরগাছা বড়ই গাছে আবার নতুন স্বপ্ন-
নতুন আশা যেনো টক টক ঝক ঝক করছে!
কতটুকু বা জোর করে পাওয়া যায় ভালবাসা
জৈষ্ঠ্যমধু কণ্ঠে আর কত বার পিপাসা লাগাবে?
রাত ফুরায় সূর্য তাপে ক্লান্ত- তবু কাটা পায়ে
রক্তাক্ত মিছিল যেনো নীরব নিস্তব্ধ, অনুভবের মাঠে;
বিশ্বাসের কি আসে যায়! জোর করেপাতা ছিড়া যায়
শুধু বড়ই মিষ্টির এতোটুকু জানাবার নাই
অথচ আজও বিদ্বেষী চুকো মনোভাব;
তাহলে কি আবার নতুন ভাবে স্বপ্ন দেখা
প্রতারনা, ছলনার দীর্ঘ লাইন আর কত লম্বা হবে পথ;
আমি তো মৃত্যু প্রায়! ক্ষীণ যাত্রী লোভের অভিলয়
এভাবেই থাকতে চাই সীমানা মুখর যত সব পথ।
১০ ফাল্গুন ১৪২৮ ২৩ ফেব্রুয়ারি ২২
২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:২৬
আলমগীর সরকার লিটন বলেছেন: জি রাজীব দাদা কষ্ট করে পাঠ করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন---
২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:৪৩
জুল ভার্ন বলেছেন: খুব সুন্দর লিখেছেন।
২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:২৫
আলমগীর সরকার লিটন বলেছেন: জি দাদা কষ্ট করে পাঠ করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন---
৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:০০
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: জি রাজীব দাদা কষ্ট করে পাঠ করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন---
কষ্ট করতে হয়নি। পাঠ করে আনন্দ পেয়েছি। এবার বইমেলায় আপনার কি কোনো বই প্রকাশ হয়েছে?
২৬ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:২৬
আলমগীর সরকার লিটন বলেছেন: গতকাল গিয়েছিলাম কিন্তু আপনা ফোন নম্বর নাথাকায় যোগাযোগ হয়নি
আমার খুব ইচ্ছা ছিল আড্ডা করার কিন্তু হয়নি
একটা যৌথকাব্য জলছবি প্রকাশনা থেকে ‘’মৌন মোহন বিষাদ‘‘প্রকাশ হয়েছে
স্টোল নং-৫৮৯ যেখানে বই উম্মোচন করে তার আগের একসারির লেকের দারে
জলছবি প্রকাশনা স্টোল
©somewhere in net ltd.
১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:৫০
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।