নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল
আবৃত্তির লিং-
কয়লা ধুলেই কি ময়লা যায়?
তবু দেখছি তুলসীপাতার মনোভাব;
তার থেকে বরং নর্দমায় ভাল!
জল একই স্রোতে ভাসে- ভাসতে ভাসতে একদিন
দুর্গন্ধ শেষ হয়। অথচ এই কয়লা
তুলসীপাতার মনোভাব কতোই না রূপ বর্তন শুধু
নর্দমাকে হারমানায়; এখন নাট্যশালায়
সোনালি মঞ্চ জুড়ে অভিনয় চলছে চলছে বেশ-
নতুন প্রজন্মকে মনখুশি করার জন্য
কলমে কালি ফুরে যাচ্ছে ভাববার নেই শেষ
হয়েছে অনেক সময় এ মরি মরি ভাব-
অতঃপর ছাড় এই সব তুলসীপাতার মনোভাব।
১৬ ফাল্গুন ১৪২৮ ০১ মার্চ ২২
০২ রা মার্চ, ২০২২ সকাল ১০:২৪
আলমগীর সরকার লিটন বলেছেন: জি রাজীব দা আসলে জীবনে এটাই হওয়া উচিত কিন্তু তা না তুলসীপাতা সাজি;
ভাল ও সুস্থ থাকবেন-------
২| ০১ লা মার্চ, ২০২২ দুপুর ১২:৩৩
জুল ভার্ন বলেছেন: তাবড় তাবড় মানুষ দেখেছি যারা আত্মজীবনী লিখতে গেলে দুধে ধোয়া তুলসী পাতা হয়ে যান।
০২ রা মার্চ, ২০২২ সকাল ১০:১৯
আলমগীর সরকার লিটন বলেছেন: জি দাদা পাঠে সঠিক বলেছেন এভাবেই আমরা তুলসী হয়ে যাচ্ছি!
ভাল ও সুস্থ থাকবেন-------
৩| ০১ লা মার্চ, ২০২২ দুপুর ২:০৬
ঋণাত্মক শূণ্য বলেছেন: জুল ভার্ন বলেছেন: তাবড় তাবড় মানুষ দেখেছি যারা আত্মজীবনী লিখতে গেলে দুধে ধোয়া তুলসী পাতা হয়ে যান।
আমি ধারাবাহিক ভাবে সে্ল্ফ ডেভলপমেন্ট নিয়ে কিছু লেখা লিখেছি; সেখানেও দেখবেন এমন মানুষ আছে!
০২ রা মার্চ, ২০২২ সকাল ১০:১৮
আলমগীর সরকার লিটন বলেছেন: জি দাদা পাঠে করেছেন জেনে অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন-------
©somewhere in net ltd.
১| ০১ লা মার্চ, ২০২২ দুপুর ১২:১১
রাজীব নুর বলেছেন: মির্জা গালিবের সেই উক্তির মতো " আমি অনেকটা এভাবেই জীবনকে সহজ করে নিয়েছিলাম। কারো কাছে ক্ষমা চেয়ে নিয়ে। কাউকে ক্ষমা করে দিয়ে।"