নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল
আবৃত্তির লিং-
কি অদ্ভুত ভালবাসার চেয়ে আতঙ্ক
কি হতে পারে, আমার জানা নেই!
মাথা গলা থাকলে ঝগড়া ঝাঁটি করবেই;
তাই বলে সব ধামবে, তা হয় না আর।
এক বার গোলাপের দিকে চেয়ে দেখো
ভালবাসার রঙ কি লাল? ঝরে গেলো
কি রক্তাক্ত- কি আতঙ্ক- দেহ মনের ভাগ;
মাটির দিকে তাকাও আরেক বার- উচ্চ
ভিটায় ঘাসফড়িঙর কি নাচ-তাহলে বলো-
ভালবাসা কেনো আতঙ্ক হবে না- বিশ্বের
সব ফুলের মাঝে লুকে আছে ভালবাসার ছুঁয়া
যত রস, উদ্দাম প্রকাশ করার নামি আতঙ্ক।
১৮ ফাল্গুন ১৪২৮ ০৩ মার্চ ২২
০৩ রা মার্চ, ২০২২ দুপুর ১:০৪
আলমগীর সরকার লিটন বলেছেন: এই বেঁচে থাকার নাম যে আতঙ্ক ভাল থাকবেন কবি রাজীব দা
২| ০৩ রা মার্চ, ২০২২ দুপুর ১:৩৯
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর সাবলীল।
০৫ ই মার্চ, ২০২২ সকাল ৯:৩২
আলমগীর সরকার লিটন বলেছেন: জি কবি মাইদুল দা সুন্দর বলেছেন
ভাল ও সুস্থ থাকবেন------
©somewhere in net ltd.
১| ০৩ রা মার্চ, ২০২২ দুপুর ১:০২
রাজীব নুর বলেছেন: আতঙ্ক নিয়ে মানুষ সুন্দর ভাবে বেঁচে থাকতে পারে না কবি।