| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
আলমগীর সরকার লিটন
	সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল
 
আজও একটা কবিতা লিখবো বলে-
তিন প্রহর অপেক্ষায় নদের পাশে থাকি!
অথচ কবিতার ঝলঝলে মুখ দর্শন, বৃষ্টি 
ছুঁয়া হাত, কেমন জানি মেঘ ভাঙ্গা আর্তনাদ;
বার বার প্রতি ছবি ভেসে উঠে 
এক বেদনায় আধার ডেকে আনা- 
সোনালি স্মৃতিময়; তবু লেখা হলো না 
একটি কবিতার দর্পণ!
আর কতকাল তিন প্রহর গুণ তে হবে?
কবিতা তোমার চাঁদ মুখি সলকের মুখে
দেখো আমার ধ্বংস স্তুপ হৃদয়- 
এক চোখ বণ্যা সাগরকেও হারমানায়- 
জান্নাতমুখি অপেক্ষায় থাকলাম
একটা কবিতা লিখবো বলে।
১৭চৈত্র ১৪২৮, ৩১মার্চ ২২
 
০২ রা এপ্রিল, ২০২২  সকাল ৯:৩২
আলমগীর সরকার লিটন বলেছেন: জি রাজীব দা অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন-------
©somewhere in net ltd.
১|
৩১ শে মার্চ, ২০২২  বিকাল ৩:০৪
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।