নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল
প্রেমময় কাব্যের সাথে
বাস্তবতার মিল নাই!
পছন্দ অপছন্দের কোন
সংজ্ঞার সুন্দর নাই;
তবু চোখের ভাষায় পুড়ে যাচ্ছে
ইটভাটার মাটি-
সেখানে প্রেমের কথা চলে না
শুধু অনল চাই- অনল
পোড়ে ছাই হই!
এই সব চিন্তা ভাবনার ঘ্রাণ
রঙধনু বৈকাল কিংবা
বিরহের চাঁদ পোহা রাত;
অথচ পথের মধ্যে
এই একা একাই আছি,কারণ
আমি তো পেটের ভিতর
শিশু জন্মনো একটা কফিন।
২৩চৈত্র ১৪২৮, ০৬এপ্রিল ২২
০৭ ই এপ্রিল, ২০২২ সকাল ১০:১২
আলমগীর সরকার লিটন বলেছেন: হু সোনাগাজী দা সুন্দর বলেছেন চিন্তা করতে করতে এই আর কি
ভাল থাকবেন---------
২| ০৬ ই এপ্রিল, ২০২২ দুপুর ১:৩০
রাজীব নুর বলেছেন: কফিন আমি ভয় পাই।
০৭ ই এপ্রিল, ২০২২ সকাল ১০:০৯
আলমগীর সরকার লিটন বলেছেন: না রাজীব দা ভয় পাওয়ার কিছু নেই
ভাল ও সুস্থ থাকবেন---
©somewhere in net ltd.
১| ০৬ ই এপ্রিল, ২০২২ দুপুর ১২:৪৪
সোনাগাজী বলেছেন:
দুর! বাজে ছবি দিয়ে কিসব লেখেন মেখেন?