নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল
মাটির কপাল যেনো মৃন্ময়
টিপ আঁকলে সমস্যা কথায়?
ধর্ম কি আর টিপ চিনার কথা-
তবু হিংসার বাতির মধ্যভাগে চাঁদ
কতো না উপমার টিপ লাগান হয়;
অথচ অন্ধের বুলির ঠোঁটে গালাগলি
বেশ তো সংগোপনে আর টিপ ছুঁই
ওকালে ভণ্ডামির সাথে ডিজিটেল
চলে না- অতঃপর মৃন্ময় টিপ ছাড়া
কি আর চলে, সবই শূন্য শূন্য লাগে।
২৪চৈত্র ১৪২৮, ০৭এপ্রিল ২২
০৯ ই এপ্রিল, ২০২২ সকাল ১০:১৫
আলমগীর সরকার লিটন বলেছেন: জি অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন-------
২| ০৭ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:৩২
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনি চেষ্টা করে দেখেনতো সনেট লিখতে পারেন কিনা?
০৯ ই এপ্রিল, ২০২২ সকাল ১০:১৫
আলমগীর সরকার লিটন বলেছেন: হু পুরাতন কথা দাদা আমার ফরমেটে লিখি- ভাল ও সুস্থ থাকবেন
৩| ০৭ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:৪৮
রাজীব নুর বলেছেন: শূন্য থেকেই সব কিছুর সৃষ্টি। একইন আবার সব কিছু শূন্যতে মিলিয়ে যাবে।
০৯ ই এপ্রিল, ২০২২ সকাল ১০:১৩
আলমগীর সরকার লিটন বলেছেন: জি রাজীব দা সঠিক বলেছেন ভাল ও সু্স্থ থাকবেন
©somewhere in net ltd.
১| ০৭ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:২৪
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সুন্দর হয়েছে কবিতা।