নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল
কবিতার নিখুঁত ভাবনা মাঝে
একটা মহৎ কিছু লুকে থাকে-
চেয়ে থাকা আসমানের মেঘ
কিংবা মাটির দোসর ধূলি মাখা পথ
কিংবা তাল গাছের মন বাসনার মতো
প্রতিহিংসা নীল মেঘে, আসন্ন ঘিরা
তবু কবিতার রসনা ভাবনা ধূসর নয়
নোনাটে কণ্ঠনালী মহাসমুদ্র সপন
কাটঠুকরার মতো ঠুকরে ঠুকরে
জেগে তুলে আছে বুকময় বালুচর।
০৭ বৈশাখ ১৪২৯, ২০এপ্রিল ২২
২০ শে এপ্রিল, ২০২২ দুপুর ১:২৯
আলমগীর সরকার লিটন বলেছেন: কেনো আছে তো ডিকশনারী দিয়ে করব বানান ভুল থাকবে বলুন ছবি আপু
২| ২০ শে এপ্রিল, ২০২২ দুপুর ২:৪২
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনি কি কবিতার বই বের করেছেন?
২১ শে এপ্রিল, ২০২২ সকাল ৯:১৫
আলমগীর সরকার লিটন বলেছেন: জি মশিউর দা একটা বই আছে ‘মেঠো পথের ধূলিকণা’’
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন----------
৩| ২০ শে এপ্রিল, ২০২২ বিকাল ৩:১৪
একজন নিষ্ঠাবান বলেছেন: ভালো লাগলোনা।
২১ শে এপ্রিল, ২০২২ সকাল ৯:১৬
আলমগীর সরকার লিটন বলেছেন: জি নিষ্ঠাবান অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন----------
৪| ২০ শে এপ্রিল, ২০২২ বিকাল ৩:২৪
রাজীব নুর বলেছেন: কবিতাটা আবার ভালো করে পড়ুন। ভুল আছে। বানান গুলো ঠিক করুণ।
২১ শে এপ্রিল, ২০২২ সকাল ৯:১৬
আলমগীর সরকার লিটন বলেছেন: কবিদের বানান ভুল হয় না রাজীব দা
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন----------
৫| ২০ শে এপ্রিল, ২০২২ বিকাল ৫:২৪
অধীতি বলেছেন: লুকিয়ে, আসমানের, মনোবাসনা, ঘেরা, স্বপন, কাঠঠোকরা,
কবিতায় একটা পরিভাষা হলো "কাব্যিক স্বাধীনতা" এখানে ছন্দমিল ও কবিতার রসবোধকে পূর্ণাঙ্গ রূপ দিতে নতুন শব্দ গঠন করা যায়, যেটা আপনি গদ্যে করতে পারবেন না। কিন্তু বানান ভুল বিষয়টা এই পরিভাষা গ্রহণ করেনা। উপরোক্ত বানানগুলো লিখলে আপনার ছন্দমিলেরও কোন পতন হবেনা।
সুন্দর কবিতা লিখেছেন।
২১ শে এপ্রিল, ২০২২ সকাল ৯:১৮
আলমগীর সরকার লিটন বলেছেন: জি আসলে কবিদের বানান ভুল ধারা হয় না যাক তারপরও সুন্দর পরামর্শ দিয়েছেন সে জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন----------
৬| ২০ শে এপ্রিল, ২০২২ রাত ৮:১৩
হিজিবিজি বিজ বলেছেন: আপনার চিন্তার ভার শব্দে যে প্রকাশ করেছেন , সেটাই বড় । সুন্দর কবিতা ।
২১ শে এপ্রিল, ২০২২ সকাল ৯:১৯
আলমগীর সরকার লিটন বলেছেন: জি সুন্দর বলেছেন
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন----------
৭| ২০ শে এপ্রিল, ২০২২ রাত ১০:১৪
জুল ভার্ন বলেছেন: বাহ খুব সুন্দর একটা কবিতা!
২১ শে এপ্রিল, ২০২২ সকাল ৯:১৫
আলমগীর সরকার লিটন বলেছেন: জি দাদা অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন----------
©somewhere in net ltd.
১| ২০ শে এপ্রিল, ২০২২ সকাল ১১:৫০
কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনার কাছে কি বাংলা ডিকশনারী নাই?