নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল
ঈদ দেখে আসলাম! কিন্তু
ঈদের গায়ে ছুঁইতে পারলাম না-
আফসোস গলা খানিক- হাঁটু পর্যন্ত;
অথচ তীব্র বৃষ্টিতে ভিজলাম-
কিন্তু মন চক্ষু এতখানি ভিজল না!
ঈদের মতো রাস্তা, ঘাট আর চলে না
শুধু আনন্দময় অম্লান করল-
রক্তাক্ত কিছু উঠন দেখে- দেখে-
তবু ঈদ -ঈদ- ঈদ মোবারক!
দেহ মন ভরে যাক শুভবুদ্ধির কামনায়।
২৫বৈশাখ ১৪২৯, ৮ মে ২২
০৯ ই মে, ২০২২ সকাল ৯:৩৯
আলমগীর সরকার লিটন বলেছেন: জি দাদা সঠিক বলেছেন
ভাল ও সুস্থ থাকবেন-----------
২| ০৮ ই মে, ২০২২ দুপুর ১:০১
মরুভূমির জলদস্যু বলেছেন: শুভবুদ্ধির উদয় হবে না মোদের।
ছবিটি কোথায় তুলেছেন। স্থাপনাটির আর ছবি আছে?
০৮ ই মে, ২০২২ দুপুর ২:২৫
আলমগীর সরকার লিটন বলেছেন: জি দাদা আছে ছবিটা
আমাদের গাবতলী উপজেলার বাইগুনিতে। ঐতিহাসিক মসজিদ
৩| ০৮ ই মে, ২০২২ দুপুর ১:৪৩
মোঃ মাইদুল সরকার বলেছেন:
শিরোনামে সহমত।
০৯ ই মে, ২০২২ সকাল ৯:৪১
আলমগীর সরকার লিটন বলেছেন: জি কবি মাইদুল দা অশেষ ধন্যবাদ
ভাল ও সুস্থ থাকবেন———
৪| ০৮ ই মে, ২০২২ দুপুর ২:৩৩
মরুভূমির জলদস্যু বলেছেন: ছবিটা শেয়ার করেন প্লিস।
মসজিদটির নাম কি?
বাইগুনি দহপাড়া শাহী জামে মসজিদ?
০৮ ই মে, ২০২২ দুপুর ২:৫১
আলমগীর সরকার লিটন বলেছেন: তা বলতে পারব না
তবে অনেক পুরাতন মসজিদ
৫| ০৮ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:১৯
ভার্চুয়াল তাসনিম বলেছেন: ইদ না আসায় ভালো। শুধু রমজান পর্যন্ত ঠিক ছিল।
০৯ ই মে, ২০২২ সকাল ৯:৪৩
আলমগীর সরকার লিটন বলেছেন: তাসনিম দা না ঈদ অবশ্যই প্রয়োজন জীবনে আঘাত প্রতিঘাত আসবেন
ভাল ও সুস্থ থাকবেন———
৬| ০৮ ই মে, ২০২২ রাত ৮:১১
শায়মা বলেছেন: ঈদ মুবারাক ভাইয়া।
০৯ ই মে, ২০২২ সকাল ৯:৩৭
আলমগীর সরকার লিটন বলেছেন: জি শায়মা আপু ঈদ মোবারক নিশ্চিয় ভাল আছেন
ভাল ও সুস্থ থাকবেন-----------
©somewhere in net ltd.
১| ০৮ ই মে, ২০২২ দুপুর ১২:৫০
জুল ভার্ন বলেছেন: ঈদ বিষাদ ভালো লেগেছে।