| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
আলমগীর সরকার লিটন
	সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল
  
 
যাদু ঘরে- তেলের ইতিহাস নেই;
আজ কাল তেলের যাদুঘর নিয়ে-
ভাবছে আমজনতা! তবু আপ বৃদ্ধি
ডেকে এনেছে পিছলে যাওয়ার মিছিল;
অথচ কত তেল হজম হচ্ছে ভাবায়
যায় না- শুধু -শুধু আমজনতা দের সুখের
ঘরে- এক অফ ফাল্গুনের আগুন; তেল
উৎপাদনের উৎস নেই শুধু বে-নামাজির
অজুহাত-তার চেয়ে বরং যাদুঘর করাই ভাল-
তেলের পুকুরে সাঁতার কাটবে, কি চমৎকার না;
২৭বৈশাখ ১৪২৯, ১০মে ২২
 
১০ ই মে, ২০২২  সকাল ১১:১৬
আলমগীর সরকার লিটন বলেছেন: জি দাদা এই চেষ্টা করি আর কি
পাঠ করার জন্য ধন্যবাদ
ভাল ও সুস্থ থাকবেন----------
২| 
১০ ই মে, ২০২২  সকাল ১১:৫৯
মরুভূমির জলদস্যু বলেছেন: বিনা তেলে রান্নার বই কিনবো
 
 
১০ ই মে, ২০২২  দুপুর ১২:১০
আলমগীর সরকার লিটন বলেছেন: এ বার কাম সারা দাদা
ভাল থাকবেন
৩| 
১০ ই মে, ২০২২  দুপুর ১:৫৭
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
চা খেতে কবে আসবো শ্যামলী?
 
১০ ই মে, ২০২২  দুপুর ২:৩৮
আলমগীর সরকার লিটন বলেছেন: জি রাজীব দা
আগামীকাল যদি আকাশ ভাল থাকে
৫টার পর আসতে পারেন
তবে আপনার ফোন নম্বর ত আমার কাছে নেই
কল করেন
৪| 
১০ ই মে, ২০২২  বিকাল ৫:০১
সাগর কলা বলেছেন: - সুন্দর হয়েছে ভাইয়া। বিদায়।
 
১১ ই মে, ২০২২  সকাল ৯:২৮
আলমগীর সরকার লিটন বলেছেন: জি সাগর কলা দা পাঠ করার জন্য ধন্যবাদ
ভাল ও সুস্থ থাকবেন------
৫| 
১০ ই মে, ২০২২  রাত ৮:৩৪
ভার্চুয়াল তাসনিম বলেছেন: জুল ভার্ন বলেছেন: যথারীতি সুন্দর কবিতা।
ভাবতেই পারিনা, প্রতিদিন কিভাবে একটা করে কবিতা লিখেন!
 
১১ ই মে, ২০২২  সকাল ৯:২৯
আলমগীর সরকার লিটন বলেছেন: জি তাসনিম দা কখন যে লেখা হয়ে যায় নিজেও জানি না
পাঠ করার জন্য ধন্যবাদ
ভাল ও সুস্থ থাকবেন------
©somewhere in net ltd.
১|
১০ ই মে, ২০২২  সকাল ১১:০৮
জুল ভার্ন বলেছেন: যথারীতি সুন্দর কবিতা।
ভাবতেই পারিনা, প্রতিদিন কিভাবে একটা করে কবিতা লিখেন!