নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল
গোছাপরা মুখে মাঝে মাঝে
পবিত্র শব্দের এলার্জি ধরে;
পশ্চিমা গোলাপের ঘ্রাণ বুঝে না
প্রতিবাদির কৃষ্ণচূড়া মিছিল
রাস্তার মোড়ে মোড়ে রাঙিয়ে যায়
সেটাও বুঝে না- ঈশ্বরের ভয় নেই-
কি করে থাকবে তারা তো গোছাপরা প্রাণী;
আমাদের বিচার আছে কি দরকার?
পাপের দুর্গন্ধ সুবাস কাউকে ছাড়বে না-
একদিন অনলে ভ্রষ্ট হবে গোছাপরা মন।
২৮ জ্যৈষ্ঠ ১৪২৯ ১১ জুন’২২
১১ ই জুন, ২০২২ দুপুর ১২:৪২
আলমগীর সরকার লিটন বলেছেন: না দাদা আসলে টাইপের ভুল হয় তারাতারি করি ত এই হলো সমস্যা
ভাল থাকবেন-------
২| ১১ ই জুন, ২০২২ দুপুর ১:০৫
রাজীব নুর বলেছেন: সুন্দর হয়েছে।
১২ ই জুন, ২০২২ সকাল ৯:৩২
আলমগীর সরকার লিটন বলেছেন: জি রাজীব দা ধন্যবাদ ভাল ও সুস্থ থাকবেন-----------
৩| ১১ ই জুন, ২০২২ দুপুর ১:২৭
জুল ভার্ন বলেছেন: গোছাপরা শব্দটা খুব বেশি প্রচলিত নয়।
কবিতা ভালো হয়েছে।
১২ ই জুন, ২০২২ সকাল ৯:৩৩
আলমগীর সরকার লিটন বলেছেন: জি দাদা ঠিকই বলেছেন ধন্যবাদ ভাল ও সুস্থ থাকবেন-----------
৪| ১১ ই জুন, ২০২২ বিকাল ৪:১৩
সোনাগাজী বলেছেন:
লেখক বলেছেন: না দাদা আসলে টাইপের ভুল হয় তারাতারি করি ত এই হলো সমস্যা
-"তারাতারি" করবেন না, যদি করতে হয়, "তাড়াতাড়ি" করবেন, সমস্যা কমবে।
১২ ই জুন, ২০২২ সকাল ৯:৩৪
আলমগীর সরকার লিটন বলেছেন: জি সোনাগাজী দা এক সময় তারাতারি এভাবেই লেখতাম
ধন্যবাদ ভাল ও সুস্থ থাকবেন-----------
৫| ১১ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:০৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আলমগীর ভাই সোনা গাজী একখান চিজ!
দেখেন কত সুন্দর করে আপনার দুটি ভুল
ধরে দিলেন। অনেকে তার উপর রাগ
করে আমি করিনা। অনেকে ভুল বানানটি
ভূল করে লিখে! হাস্যকর!
১২ ই জুন, ২০২২ সকাল ৯:৩৫
আলমগীর সরকার লিটন বলেছেন: জি নূরু দা বানান তো ভুল হবেই বিষয় বুঝলেই হলো- ধন্যবাদ ভাল ও সুস্থ থাকবেন-----------
©somewhere in net ltd.
১| ১১ ই জুন, ২০২২ দুপুর ১২:২৫
সোনাগাজী বলেছেন:
শিরোনামে দেখছি, "গোছাপনা", কবিতার ১ম শব্দ হচ্ছে, "গোছাপরা"; সব ঠিক আছে তো? নাকি বাংলা টিউটরের কাছে যাবার দরকার?