নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল
জীবন সংসার মানে পূর্ণিমা রাতেই
চাঁদের সাথে উঠতি ফুর্তি প্রেমেই!
কিছুই করা ভাল না,খাই আর ঘুমাই
জগত সংসার শুধু আবেগে উড়াই-
ভাল আর মন্দ মসজিদ মন্দিরে ঘুরাই
স্বার্থের বালুচরে জল দিয়ে সাঁতরাই;
মরা গাঙ্গে ঘাসফুলের মালা সাজাই-
মাটির আইলপাথারে ঠিকানা গড়াই
এই না হলো ভাবের পায়জামা সিলাই
এ ছাড়লাম বাড়ি ঘর চাঁদের হাত ধরেই।
৩১ জ্যৈষ্ঠ ১৪২৯, ১৪ জুন’২২
১৪ ই জুন, ২০২২ দুপুর ১২:২৯
আলমগীর সরকার লিটন বলেছেন: প্রিয় কবি নূরু দা কিছু মনে করবেন না
কবি কি একটা নিজস্ব স্বত্তা ভাবনা
যার যার ভাবনা থেকে কিছু সৃষ্টি করাই হচ্ছে কবিতা
কোন পাঠকের কাছে ভাল লাগতে পারে বুঝতে পারে আবার
কোন পাঠকের কাছে পছন্দ নাও হতে পারে যা নিজের ব্যাপার
তবে আপনি কবিতার তিনটা ফমেট আছে তার মধ্যে একটা পছন্দ করে
সেই ধারায় লেখছেন এটা আপনার ভাবনা কিংবা চিন্তা
অথবা আপনা ভাল লাগা সবার ভাল লাগা এক নয়---
ভাল থাকবেন
২| ১৪ ই জুন, ২০২২ দুপুর ১:৫৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লিটন দা,
মনে করার কিছু নাই,
অনেকেই অনেক ফরমেটে লিখছে
তাই প্রশ্ন জাগে! সবাইকেতো আর
জিজ্ঞাসা করা যায় না, যদি আবুল ভাবে!
আপনজনকে প্রশ্ন করতে মানা নাই, কি বলেন?
১৪ ই জুন, ২০২২ দুপুর ২:১৮
আলমগীর সরকার লিটন বলেছেন: আসলে কোন কিছু লেখে যদি মনের ভাবনা প্রকাশ করে
আর পাঠক যদি ভাবনা একটু হলো বুঝতে পারে তাহলে
লেখার স্বার্থকতা আবার কিছু পাঠক আছে বুঝেও- বুঝে না
এক ধম শিশু বাচ্চার মতো তখনী কষ্ট হয়---------
কবিতা লেখতে ধারাবাহিক কোন নিয়ম নেই তাই যার যার
ইচ্ছা মতো লেখছেন- এতে সমস্যা নেই
৩| ১৪ ই জুন, ২০২২ বিকাল ৩:১৯
জুল ভার্ন বলেছেন: কবিতা ভালো লেগেছে। লেখায় নতুনত্ব আছে।
১৫ ই জুন, ২০২২ সকাল ১০:৫৪
আলমগীর সরকার লিটন বলেছেন: জি দাদা মন্তব্যে প্রেরণা দেওয়ার জন্য ধন্যবাদ
ভাল ও সুস্থ থাকবেন---------
৪| ১৪ ই জুন, ২০২২ বিকাল ৪:৪৭
মরুভূমির জলদস্যু বলেছেন: কবিতা ভালো লেগেছে।
১৫ ই জুন, ২০২২ সকাল ১০:৫৩
আলমগীর সরকার লিটন বলেছেন: জি দাদা মন্তব্যে প্রেরণা দেওয়ার জন্য ধন্যবাদ
ভাল ও সুস্থ থাকবেন---------
৫| ১৪ ই জুন, ২০২২ বিকাল ৫:৪৫
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
১৫ ই জুন, ২০২২ সকাল ১০:৫৩
আলমগীর সরকার লিটন বলেছেন: জি কবি রাজীব দা মন্তব্যে প্রেরণা দেওয়ার জন্য ধন্যবাদ
ভাল ও সুস্থ থাকবেন---------
৬| ১৫ ই জুন, ২০২২ সকাল ৮:৪৬
সৈয়দ মশিউর রহমান বলেছেন: সুন্দর কবিতা।
১৫ ই জুন, ২০২২ সকাল ১০:৫২
আলমগীর সরকার লিটন বলেছেন: জি মশিউর দা মন্তব্যে প্রেরণা দেওয়ার জন্য ধন্যবাদ
ভাল ও সুস্থ থাকবেন---------
৭| ১৫ ই জুন, ২০২২ সকাল ১০:৩৫
মোঃ মাইদুল সরকার বলেছেন:
উপমাগুলো সুন্দর।
১৫ ই জুন, ২০২২ সকাল ১০:৫২
আলমগীর সরকার লিটন বলেছেন: জি কবি মাইদুল দা ধন্যবাদ জানাই ভাল ও সুস্থ থাকবেন
©somewhere in net ltd.
১| ১৪ ই জুন, ২০২২ দুপুর ১২:১৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লিটন ভাই সুন্দর হয়েছে কবিতা।
কবিরা ইদানিং নানান ফরমেটে
কবিতা লিখছে!
কেউ ৫ লাইনের, কেউ
২ প্যারা। কেউ ৪ লাইনের
৫/৮ প্যারা. কেউ ছন্দ মিলে
কেউ অমিলে! কোনটা যে
সঠিক পদ্ধতি তাই বুঝলাম
না আজও!