নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল
ঐ গায়ের ওখানে-
শৈশব নেই, বাল্যকাল নেই
মৃত দুর্বল ঘাস ধু ধু-
খা খা করছে, দিব্যি দেখতে পাই;
প্রাণ চঞ্চল পথ গুলো
বহুদূর মনে হচ্ছে, ক্রমান্বয়ে
সরে যাচ্ছে, দীর্ঘশ্বাস-
আকাশ ছোঁয়া ভারি হচ্ছে;
অথচ সোনালি চোখ
ঝর্ণা ধারায় প্রবাহিত দিত্যক্ষণ!
ঐখানে আফসোস নেই-
শুধু জীবন্তলাশের গন্ধ কুরে খাচ্ছে।
০৩ আশ্বিন ১৪৩০, ১৮ সেপ্টেম্বর ২৩
১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:৫২
আলমগীর সরকার লিটন বলেছেন: কি বলেন কবি দা জীবন্ত লাশের গন্ধ থাকে না জীবন্তলাশের ত গন্ধ বেশি
ভাল থাকবেন
২| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:০১
মোহামমদ কামরুজজামান বলেছেন: চলার পথে সকল চঞ্চলতা হারিয়ে যাচছে মানুষের জীবন থেকে , তার জায়গা নিচছে স্থবিরতা। চারপাশ ভরে যাচছে জীবিত লাশের মন খারাপ করা গন্ধে।
১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:১৫
আলমগীর সরকার লিটন বলেছেন: বাস্তবতা বড় কঠিন জায়গা বুঝতেই পারি না
ভাল থাকবেন দাদা
৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:০১
স্প্যানকড বলেছেন: কবিতা ভালো হয়েছে। ভালো থাকবেন।
১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:১৬
আলমগীর সরকার লিটন বলেছেন: জি কবি দা শুভ কামনা জানাই
আপনিও ভাল থাকবেন--------
৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:৫৬
রাজীব নুর বলেছেন: ভালো কবিতা লিখেছেন।
১৯ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৯:৪৬
আলমগীর সরকার লিটন বলেছেন: জি কবি রাজীব দা শুভ কামনা জানাই
ভাল ও সুস্থ থাকবেন--------
©somewhere in net ltd.
১| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:৩৯
মহাজাগতিক চিন্তা বলেছেন: জীবন্ত লাশে আবার গন্ধ থাকে নাকি?