নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল
সরিষা ফুল চেয়ে থাকতে ভালোবাসি
রোদ্দুর ছায়া ঘাসে ভাবতে ভালোবাসি
এমন কি অনুভবে ভবে খুঁজি রাত-
ভোর, আর কত কি? এভাবে শুধু
ভালোবাসা নিঃশেষ করতে নেই;
অভিশাপ চারিদিকে নুনে যাবে-
দেখবে- ভালোবাসার পোকামাকড়;
আর্তনাদে মাটি ভারি হবে, নৈশব্দ-
অথচ আকাশের বৃষ্টি পোড়া মন
দেখবো না- শুধু উপলব্ধি নিঃশ্বাস।
১১ আশ্বিন ১৪৩০, ২৬সেপ্টেম্বর ২৩
২৬ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:৩৯
আলমগীর সরকার লিটন বলেছেন: অবশ্যই বাবু দা
সেই দিকেই যাওয়া উচ্ছিত
ভাল থাকবেন----------
২| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:৪৯
মহাজাগতিক চিন্তা বলেছেন: কবিতা ভালো হয়েছে।
২৬ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:৫৯
আলমগীর সরকার লিটন বলেছেন: জি কবি মহাজাগতিক দা
অনেক শুভ কামনা জনাই
ভাল ও সুস্থ থাকবেন-----------
©somewhere in net ltd.
১| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:৩২
সামিউল ইসলাম বাবু বলেছেন: পৃথিবীটা ভালোবাসার মঞ্চ
ভালোবাসা বিনে বাঁচেনা জগত
মহান মালিক করেছে সৃজন
ভালোবেসে কুল মাখলুক আলম
একটাই স্লোগান তোলো
সকল ভেদাভেদ ভোল
আজ ভালোবাসি দেশ মাতৃকা
যাদের দেখার কেও নেই