নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল
রোগে অসুখ ছাড়ে না-
পেঁয়াজ ছাড়া চলেই না
এভাবে থাকলে পাতিল
আর মুখে স্বাদ লাগবে না-
তবু পেঁয়াজ বলে কথা!
যতোই দাম বাড়ুক, ব্যাগ
ভর্তি পেঁয়াজ চাই; পাশের
বাড়ি যদি আনতে পারে-
তুমি পারবো না কেনো?
এভাবে রোগে অসুখ ছাড়ে না।
২৭ অগ্রহায়ণ ১৪৩০, ১২ ডিসেম্বর ২৩
১২ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৩৮
আলমগীর সরকার লিটন বলেছেন: কিছুই হবে না
তবু খায় মানুষ
কথায় না জানি হুশ;
ভাল থাকবেন কবি আপা
২| ১২ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৩৬
বাকপ্রবাস বলেছেন: দাম বাড়ুক, বাড়ুক দাম
সয়ে যাওয়া আমার কাম
১২ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:২৯
আলমগীর সরকার লিটন বলেছেন: কিছুই হবে ন
তবু খায় মানুষ!
কোথাও না জানি হুশ;
ভাল থাকবেন কবি
৩| ১২ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৪৬
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: এত দামী পেঁয়াজ বাড়িতে আনবেনই না। পেঁয়াজ ছাড়াই তরকারী স্বাদ হয়। শুভকামনা রইলো।
১২ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:৩০
আলমগীর সরকার লিটন বলেছেন: কিছুই হবে না-
তবু খায় মানুষ!
কোথাও না জানি হুশ;
ভাল থাকবেন কবি লায়লা আপা
৪| ১২ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:২১
বিজন রয় বলেছেন: মানুষের দাম বাড়ুক। তাহলে ভালো হবে।
+++++
১২ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:৩০
আলমগীর সরকার লিটন বলেছেন: কিছুই হবে না-
তবু খায় মানুষ!
কোথাও না জানি হুশ
এবার মানুষের দাম বাড়ুক
ভাল থাকবেন কবি দা
৫| ১২ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:৩৬
সামরিন হক বলেছেন: রোগটা খুব কড়া।
১২ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:১৩
আলমগীর সরকার লিটন বলেছেন: কিছুই হবে না-
তবু খায় মানুষ!
কোথাও না জানি হুশ-
এবার মানুষের দাম বাড়ু;
ভাল থাকবেন-----
৬| ১২ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:৪৩
Barry Keith বলেছেন: আমি পেঁয়াজ খেতে পারি না dinosaur game
১২ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:১৪
আলমগীর সরকার লিটন বলেছেন: কিছুই হবে না-
তবু খায় মানুষ!
কোথাও না জানি হুশ-
এবার মানুষের দাম বাড়ুক;
ভাল থাকবেন----
৭| ১২ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:১৮
রাজীব নুর বলেছেন: দাম বাড়লেও খেতে হবে। কমলেও খেতে হবে। কাজেই হাউকাউ করে কোনো লাভ নাই।
১৩ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:৫৪
আলমগীর সরকার লিটন বলেছেন: কিছুই হবে না-
তবু খায় মানুষ!
কোথাও না জানি হুশ-
এবার মানুষের দাম বাড়ুক;
ভাল থাকবেন--কবি রাজীব দা
©somewhere in net ltd.
১| ১২ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:২৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: বাড়ুক বাড়তেই থাকুক