নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল
অন্তরে অসম্মান মনেতে হায়না
কি করে হয় শোক বায়না-
মিসে কাকেরা সব গোবর চিনে
কি করে থাকে তাদের আয়না!
মুখ মন্ডল হিংস্র পশু, ময়লা
ধুলও যায় না, উপকারের
কৃতজ্ঞতা- সেটাও বুঝে না;
সম্মানিদের কথা যেনো বিষের বড়ি
শুরু হয় এলার্জি মাপার ঘড়ি!
এটা যেনো স্বার্থপর শোকে মরি।
৩১ শ্রাবণ ১৪৩১, ১৫ আগস্ট’২৪
১৫ ই আগস্ট, ২০২৪ সকাল ১১:৫০
আলমগীর সরকার লিটন বলেছেন: আপনার বুঝার দরকার নেই-
পাঠ করেছেন অনেক শুভ কামনা
ভাল থাকবেন কবি আপা
২| ১৫ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:২৯
শায়মা বলেছেন: ভাইয়া তুমি মনে হয় রোজ একটা করে কবিতা লেখো....
কত কবিতা জমেছে তোমার হিসাব আছে??
আচ্ছা তোমার কি কবিতা কোনো বই প্রকাশ হয়েছিলো?
১৫ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:৩৫
আলমগীর সরকার লিটন বলেছেন: হঠাৎ এধরনের প্রশ্ন করলেন শায়মা আপা
বিষয়টা আমি বুঝতে পারলাম না
একটু স্পষ্ট করে বলবেন আপা--------নাকি
সামুতে আর কবিতা পোষ্ট করব না
৩| ১৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:১০
শায়মা বলেছেন: আরে!!!!!!!!!!!!!
কেনো করবে না!!!!!!!!!!!!!!
আই লাইক ইওর কবিতা.....
মানে রোজই লেখো তাই বললাম!!!
কোনো বই প্রকাশ করেছিলে কিনা......
এত লাগ কললে চলপে??
২১ শে আগস্ট, ২০২৪ বিকাল ৪:২৭
আলমগীর সরকার লিটন বলেছেন: রাগ না করলে হার্ট ভাল থাকে না
বই আছে একটা ‘‘মেঠো পথের ধূলিকোণা’’
আর সব সংকলন
©somewhere in net ltd.
১| ১৫ ই আগস্ট, ২০২৪ সকাল ১১:৪৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: কীসের শোক বুঝলাম না