![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল
আজ আকাশে মুক্ত বাতাসের ঘ্রাণ-
রক্ত মাটিতে- ফুটেছে লাল গোলাপ!
হাতে হাতে উড়ছে লাল সবুজের পতাকা;
তুমি মা, ফিরছো বলে- আনন্দে বয়ছে-
চির সবুজে, জনসমুদ্রে,শ্লোগানে বাংলাদেশ;
তুমি সাদা, নীল মেঘ- তুমিই চিরঞ্জীব!
তোমার আদর্শেই ঘুরছে দামাল ছেলেরা-
গড়বেই দেশটা আজ শক্ত হাতে সাজ
স্বৈরাচার শুধু নিপাত যাক- সুগন্ধে ভাসুক
আমাদের রক্তে পাওয়া লাল সবুজের প্রাণ।
৬-৫-২৫
০৭ ই মে, ২০২৫ বিকাল ৩:০৮
আলমগীর সরকার লিটন বলেছেন: হু এবার সাবধান হয়ে যান না হলে এমন ডাকাতি করবে যা কিছু খুরজে পাবে না
ভাল থাকবেন------------
২| ০৭ ই মে, ২০২৫ সন্ধ্যা ৬:০২
জুল ভার্ন বলেছেন: ❤️
০৮ ই মে, ২০২৫ সকাল ৯:২২
আলমগীর সরকার লিটন বলেছেন: কৃতজ্ঞতা জুল ভার্ন দা ভাল থাকবেন
৩| ০৭ ই মে, ২০২৫ রাত ৮:০০
যামিনী সুধা বলেছেন:
আপনি জেনারেল জিয়ার ছেলে, কোকোর ভাই?
০৮ ই মে, ২০২৫ সকাল ৯:২১
আলমগীর সরকার লিটন বলেছেন: আপনি বড় ছেলে আর আমি ছোট
সমস্যা দেখিনা তো------
বাংলাদেশের মাটি নয় ক্ষত
কোকো সবার ভাই ভাই
লজ্জার কিছু নাই তো!
৪| ০৮ ই মে, ২০২৫ সকাল ৯:৫০
রাজীব নুর বলেছেন: ওকে।
০৮ ই মে, ২০২৫ দুপুর ২:১৪
আলমগীর সরকার লিটন বলেছেন: কৃতজ্ঞতা রাজীব দা ভাল থাকবেন----
©somewhere in net ltd.
১|
০৭ ই মে, ২০২৫ দুপুর ২:৫৪
যামিনী সুধা বলেছেন:
ডাকাত মহিলা কার কার মা?
সেতো মাদক সেবক কোকো ও হাওয়াভাবনের ডাকাতের মা ছিলো বলে জানতাম।