| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আলমগীর সরকার লিটন
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল

আজ আকাশে মুক্ত বাতাসের ঘ্রাণ-
রক্ত মাটিতে- ফুটেছে লাল গোলাপ!
হাতে হাতে উড়ছে লাল সবুজের পতাকা;
তুমি মা, ফিরছো বলে- আনন্দে বয়ছে-
চির সবুজে, জনসমুদ্রে,শ্লোগানে বাংলাদেশ;
তুমি সাদা, নীল মেঘ- তুমিই চিরঞ্জীব!
তোমার আদর্শেই ঘুরছে দামাল ছেলেরা-
গড়বেই দেশটা আজ শক্ত হাতে সাজ
স্বৈরাচার শুধু নিপাত যাক- সুগন্ধে ভাসুক
আমাদের রক্তে পাওয়া লাল সবুজের প্রাণ।
৬-৫-২৫
০৭ ই মে, ২০২৫ বিকাল ৩:০৮
আলমগীর সরকার লিটন বলেছেন: হু এবার সাবধান হয়ে যান না হলে এমন ডাকাতি করবে যা কিছু খুরজে পাবে না
ভাল থাকবেন------------
২|
০৭ ই মে, ২০২৫ সন্ধ্যা ৬:০২
জুল ভার্ন বলেছেন: ❤️
০৮ ই মে, ২০২৫ সকাল ৯:২২
আলমগীর সরকার লিটন বলেছেন: কৃতজ্ঞতা জুল ভার্ন দা ভাল থাকবেন
৩|
০৭ ই মে, ২০২৫ রাত ৮:০০
যামিনী সুধা বলেছেন:
আপনি জেনারেল জিয়ার ছেলে, কোকোর ভাই?
০৮ ই মে, ২০২৫ সকাল ৯:২১
আলমগীর সরকার লিটন বলেছেন: আপনি বড় ছেলে আর আমি ছোট
সমস্যা দেখিনা তো------
বাংলাদেশের মাটি নয় ক্ষত
কোকো সবার ভাই ভাই
লজ্জার কিছু নাই তো!
৪|
০৮ ই মে, ২০২৫ সকাল ৯:৫০
রাজীব নুর বলেছেন: ওকে।
০৮ ই মে, ২০২৫ দুপুর ২:১৪
আলমগীর সরকার লিটন বলেছেন: কৃতজ্ঞতা রাজীব দা ভাল থাকবেন----
৫|
১৩ ই মে, ২০২৫ দুপুর ২:৩১
Aivon বলেছেন: The Picture AI All-in-one ai image generator,50+ Ai Image Generator Models,such as AI Photo Maker, AI Baby Generator, Photo Restoration, Image Upscaler, Image To Image AI, and Flux Al Image Generator.
Picture AI: https://pictureai.ai/
©somewhere in net ltd.
১|
০৭ ই মে, ২০২৫ দুপুর ২:৫৪
যামিনী সুধা বলেছেন:
ডাকাত মহিলা কার কার মা?
সেতো মাদক সেবক কোকো ও হাওয়াভাবনের ডাকাতের মা ছিলো বলে জানতাম।