|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
.jpg) আলমগীর সরকার লিটন
আলমগীর সরকার লিটন
	সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল

এই সমাজের মানুষগুলো এরকমী 
কেনো স্বার্থ ছাড়া যুদ্ধ করতে চায় 
নিঠুর গুলি থামানো যায় না- সবাই
শান্তির হাসি চায়,ঈশ্বর আছে তাই;
ভয়ের আগলা মাথায় ঘিয়ের তেল
তবু তারা রয়েই যায় সোনার বেল
ঐসব মানুষগুলো বড়ই হতভাগা
নিশ্বাস ছাড়া নেতে চায় না বাতাস
ভাবতে থাকে দেহেতে নাই রক্তের 
কাশ, তবু কয় এই ঘামহীন সর্বনাশ।
১১-০৮-২৫
 ৮ টি
    	৮ টি    	 +২/-০
    	+২/-০  ১১ ই আগস্ট, ২০২৫  দুপুর ১২:৪২
১১ ই আগস্ট, ২০২৫  দুপুর ১২:৪২
আলমগীর সরকার লিটন বলেছেন: জি অনেক কৃতজ্ঞতা রইল সাধু দা ভাল থাকবেন
২|  ১১ ই আগস্ট, ২০২৫  বিকাল ৪:১৩
১১ ই আগস্ট, ২০২৫  বিকাল ৪:১৩
নজসু বলেছেন: 
কবিতায় আপনি সমাজের এক গভীর ও নির্মম সত্যকেই শব্দে শব্দে বন্দি করেছেন।
আমাদের স্বার্থপরতা, অমানবিকতা আর উদাসীনতা তীক্ষ্ণভাবে ফুটিয়ে তুলেছেন যা আসলেই প্রশংসনীয়।
আপনার কবিতায় প্রশ্নও আছে, ব্যঙ্গও আছে, আর আছে এক অদৃশ্য হাহাকার।
কবিবর, এমন সাহসী কলম চালিয়ে যান। দেখবেন সততার এই শব্দই একদিন মানুষের ঘুম ভাঙাবে।
  ১২ ই আগস্ট, ২০২৫  সকাল ৯:২১
১২ ই আগস্ট, ২০২৫  সকাল ৯:২১
আলমগীর সরকার লিটন বলেছেন: জি অনেক কৃতজ্ঞতা রইল নজসু দা ভাল থাকবেন
৩|  ১১ ই আগস্ট, ২০২৫  রাত ৯:৫১
১১ ই আগস্ট, ২০২৫  রাত ৯:৫১
বিজন রয় বলেছেন: কেমন আছেন?
উপরে নজসু অত্যন্ত ভালো মন্তব্য করেছেন, তই আর  কথা না বলি।
চলুক।
  ১২ ই আগস্ট, ২০২৫  সকাল ৯:২১
১২ ই আগস্ট, ২০২৫  সকাল ৯:২১
আলমগীর সরকার লিটন বলেছেন: জি অনেক কৃতজ্ঞতা রইল বিজয় রয় দা ভাল থাকবেন
৪|  ১২ ই আগস্ট, ২০২৫  সকাল ১০:১৮
১২ ই আগস্ট, ২০২৫  সকাল ১০:১৮
রাজীব নুর বলেছেন: সুন্দর।
  ১২ ই আগস্ট, ২০২৫  সকাল ১১:০৪
১২ ই আগস্ট, ২০২৫  সকাল ১১:০৪
আলমগীর সরকার লিটন বলেছেন: জি অনেক কৃতজ্ঞতা রইল রাজীব দা ভাল থাকবেন
©somewhere in net ltd.
১| ১১ ই আগস্ট, ২০২৫  দুপুর ১২:১৩
১১ ই আগস্ট, ২০২৫  দুপুর ১২:১৩
রূপক বিধৌত সাধু বলেছেন: কেন স্বার্থ ছাড়া যুদ্ধ করতে চায়? রূপকথার গল্প শোনালেন মশাই।