নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দো-শ্বাস জয় হোক আমাদের জীবন আর মরণ যেনো বিনম্র শ্রদ্ধায় ঘুমন্ত হোক আর ভালবাসার সুগন্ধী বাতাস উড়ন্ত বাক এভাবেই কোন মাটির ঠিকানায় উঁচু পথের সরগম;

আলমগীর সরকার লিটন

সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল

আলমগীর সরকার লিটন › বিস্তারিত পোস্টঃ

কবির কবিতা শুনি

১৯ শে আগস্ট, ২০২৫ সকাল ১১:৩৫


একদল কবি আমাকে বললেন
মহাকবির কবিতা পাঠ হবে;
চলে আসছো জাতীয় প্রেসক্লাবে
তারপর আসলাম প্রেসক্লাব যেনো
কবিতার নিদুরুণ গন্ধময় হয়ে উঠল-
আমি শুধু অপেক্ষায়, কবির জন্য
কখন পাঠ করবে কবিতা,যখন
শুনলাম বসুন বসুন কি আনন্দ হচ্ছিল
দৃষ্টি শুধু কবির দিকে- চোখ টলমল
কি পরিবর্তন এই তো ২০০০সালে
কবির সাথে কুলাকুলি,দীর্ঘ ২৫বছর পর
ভ্যার্চুয়ালে কবির কবিতা শুনি! ৩১ধারায়
কবিতা দেশ উন্নয়নের সম্প্রীতি কথা।

১৯-৮-২৫

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৯ শে আগস্ট, ২০২৫ সকাল ১১:৫০

বিজন রয় বলেছেন: শুনুন মহাকবির কবিতা শুনুন।

১৯ শে আগস্ট, ২০২৫ সকাল ১১:৫৭

আলমগীর সরকার লিটন বলেছেন: জি কবির কবিতা শুনতেই হবে যে বিজন রয় দা ভাল থাকবেন

২| ১৯ শে আগস্ট, ২০২৫ দুপুর ২:৪৪

প্রামানিক বলেছেন: প্রেস ক্লাবে কোন কবির কবিতা

১৯ শে আগস্ট, ২০২৫ বিকাল ৩:১৪

আলমগীর সরকার লিটন বলেছেন: জি তারেক জিয়া কবির কবিতা শুনতেই হবে ছড়াকার প্রামানিক দা ভাল থাকবেন

৩| ১৯ শে আগস্ট, ২০২৫ বিকাল ৩:২৮

আহমেদ রুহুল আমিন বলেছেন: .........।কবি ও কুকুরদের এইখানে আসতে দিওনা / বিশেষত এই মাসে/ ওরা শুধু কবরের মাটি খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে ..! ( ফেব্রুয়ারিতে জনৈক বাগান মালিক ) ।- কবি খোন্দকার আশরাফ হোসেন । ... জানিনা, কবি এখন বেঁচে থাকলে কোন কবিতা লিখতেন ..?

১৯ শে আগস্ট, ২০২৫ বিকাল ৪:০২

আলমগীর সরকার লিটন বলেছেন: শুভ কামনা জানাই আমিন দা ভাল থাকবেন

৪| ২০ শে আগস্ট, ২০২৫ সকাল ১১:৫৩

রাজীব নুর বলেছেন: ভালো।

২০ শে আগস্ট, ২০২৫ সকাল ১১:৫৭

আলমগীর সরকার লিটন বলেছেন: শুভ কামনা জানাই রাজীব দা ভাল থাকবেন

৫| ২১ শে আগস্ট, ২০২৫ সকাল ১০:১১

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।

২১ শে আগস্ট, ২০২৫ সকাল ১০:৫৫

আলমগীর সরকার লিটন বলেছেন: আবারও শুভ কামনা জানাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.