![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল
কঞ্চি হাসি যেনো সমুদ্রের ঢেউয়ের ভাব ভাব
জলগুলো গড়ে গড়ে নদীর সমতল বালুচর;
সন্ধ্যার তারাগুলো রেগে উঠে হাতে আগুন-
জ্বালাও আগুন,তবে ছবির আচল দৃষ্টিগোচর
সুখ- যাহার বাহিরে যেনো রোদ উজ্জ্বল ঠাণ্ডা
তবু যে হাসির ঠোঁট জুড়া ভাঙ্গা ভাঙ্গা মেঘের
ভয় কিংবা আনন্দ উল্লাস বৃষ্টি মাখা ছাউনি;
জনসমুদ্র এখন হাসির জোয়ারে পানি পানি!
মাটির ঘাসগুলোর দিকে তাকালে কি নিদারুণ
একাকী- সময়, প্রহর পার করছে বেদনার বালি।
২৫-৮-২৫
২৫ শে আগস্ট, ২০২৫ দুপুর ১২:৪৩
আলমগীর সরকার লিটন বলেছেন: বিজন দা মাথার মধ্যে কি আসে আর কি লেখি বুঝি না
তারপরও যে কষ্ট ও সময় করে পড়েন
অনেক কৃতজ্ঞতা রইল ভাল থাকবেন
২| ২৫ শে আগস্ট, ২০২৫ দুপুর ১:১১
বিজন রয় বলেছেন: বিজন দা মাথার মধ্যে কি আসে আর কি লেখি বুঝি না .............. এই জন্য বলেছি, কখন লেখেন, কোথায় বসে লেখেন। আমাকে বলুন হয়তো আমি অন্য কোনোভাবে সাহায্য করতে পারবো কবিতার লেখার ব্যাপারে।
কি কি লিখছেন সেটা আমার কাছে বড় বিষয় নয়, আপনি যে লিখতে পারছেন, মানে নিজের ভিতর থেকে ভাবনাগুলো শব্দ আকারে প্রকাশ করতে পারছেন, সেটাই আমার কাছে অনেক বড়। কারণ ভেতর থেকে লেখা আসাটা জরুরি। এটা অব্যাহত রাখবেন।
দেখবেন লিখতে লিখতে একদিন লেখা অনেক ভালো আর উন্নত হবে।
২৫ শে আগস্ট, ২০২৫ দুপুর ২:১৭
আলমগীর সরকার লিটন বলেছেন: জি অনেক কৃতজ্ঞতা রইল বিজন দা
৩| ২৫ শে আগস্ট, ২০২৫ দুপুর ২:৩১
সাইফুলসাইফসাই বলেছেন: আমিও বুঝি না- তবুও পড়ি ভালো লাগে
২৫ শে আগস্ট, ২০২৫ দুপুর ২:৪৫
আলমগীর সরকার লিটন বলেছেন: কৃতজ্ঞতা রইল সাইফুল দা
৪| ২৫ শে আগস্ট, ২০২৫ দুপুর ২:৪৪
সামিয়া বলেছেন: অনবদ্য
২৫ শে আগস্ট, ২০২৫ দুপুর ২:৪৫
আলমগীর সরকার লিটন বলেছেন: কৃতজ্ঞতা রইল সামিয়া আপা ভাল থাকবেন
©somewhere in net ltd.
১|
২৫ শে আগস্ট, ২০২৫ দুপুর ১২:১৫
বিজন রয় বলেছেন: এত কবিতা লেখেন কেন?
এসব কবিতা কখন, কোথায় বসে লেখেন?