| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আলমগীর সরকার লিটন
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল

জলের আকাশটা ভারি- ভারি
ছবিগুলো কথা কয় আড়ি- আড়ি;
এ এক আবেগের সপর্শ যেনো খুনসুটি-
জেগে ওঠে হৃদয়ের গহীনে বালুচর-
যমুনার ছোঁয়ায় ভেসে যাচ্ছে স্মৃতিময় -
হাইস্কুলের মাঠ কিংবা চঞ্চল ক্লাসরুম ;
নেই শুধু সোনালি ছবিগুলো দিন চলার
রঙিন কথার রোমান্টিক সময় খন-
তবুও একাকার মধ্যবয়সি বেদনার স্রোত-
অম্লান করে যাচ্ছে কিছু ছবি হারানোর কথা।
২৮-১০-২৫
©somewhere in net ltd.