| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আলমগীর সরকার লিটন
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল

আজকাল পাখিদের হাঁটুর উপরে
কাপড় থাকতে পছন্দ করছে-
অন্য দিকে সদায় ফঁক ফঁকা
মিষ্টি কম- তবু পাখিরা আনন্দ
কারণ তারা শৈশব খুঁজে পায়;
আমার কিন্তু লজ্জাটা অনেক বড়
ঐ যে পাঁচতলা বিল্ডিংর মতো-
অথচ হাঁস বলে লঙ্গী পরেন ক্যা;
অবাক কৈশর দেখি গ্রাম প্রণয়-
ভদ্র বাবু প্যান্ট দেখে শহর অফিস।
১৬-১১-২৫
©somewhere in net ltd.
১|
১৬ ই নভেম্বর, ২০২৫ দুপুর ১২:২৫
সৈয়দ মশিউর রহমান বলেছেন: সুন্দর কবিতা।