![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন সৌরভ , তেমন কেউ না , অতি সাধারণদের মাঝে শুধুই একজন অসাধারণ ..। আমাকে মেইল করতে পারেন '[email protected]' এ । ফেসবুকে যোগাযোগ করতে পারেন 'http://www.facebook.com/alauls' সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ ব্লগে প্রকাশিত সকল লেখার কপিরাইট লেখকের । কোন লেখা বা মন্তব্য সম্পূর্ণ , আংশিক , বা কোন লাইন কোনরুপ বাণিজ্যিক কাজে ব্যবহার করা যাবে না । লেখা অন্য কোথাও প্রকাশ করার আগে লেখকের অনুমতি নিতে হবে এবং লেখকের নাম এবং ব্লগ লিঙ্ক উল্লেখ্য করতে হবে । আমার ব্লগ দেখার জন্য ধন্যবাদ । সাথেই থাকুন
ভাষা আন্দোলনের মাসের শুরুতে আপনাদের সামনে হাজির হয়েছি ব্লগারস আড্ডার আরও একটি দারুণ পর্ব নিয়ে । এবারের পর্বে আমাদের সাথে আড্ডা দিয়েছেন ব্লগার মাহী ফ্লোরা । কিছুটা সিরিয়াস, কিছুটা ফাজলেমি এবং গঠনমূলক আড্ডায় আসুন চোখ বুলিয়ে নিই ।
সানডে নাইট - সামহ্যোয়ার ইন ব্লগে আপনার শুরু দিকের কথা বলুন । কিভাবে এলেন এই ব্লগে ?
মাহী ফ্লোরা - আরো অনেকের মত ফেসবুক থেকেই ব্লগের লিংক পেয়েছিলাম। এই কথা একটা পোষ্টে বলেছিলাম। প্রথম প্রথম আমি জানতাম না একটা লেখা দিয়ে আবার কমেন্ট পাবার চেষ্টা করতে হয়। হা হা। নতুন নতুন তখন বাংলা টাইপ শিখেছি। নিজের একটা ব্লগ পাতা। যা লিখি নিজের ই দেখতে ভাল লাগে। এইরকম আর কি। প্রথম মাসেই এক দিনেই মনে হয় ৬ টা না ৭ টা পোষ্ট দিলাম। কে যেন একজন এসে লিখলো আপনার তো কবিতা লেখার স্পিড দেখি ব্যাপক। আসলে ওসব তো আমার আগের লেখা। আমি ইচ্ছামত টাইপ করি। কারো যে অসুবিধা হয় প্রথম পাতা দখল করলে তাই বুঝতাম না। কি লজ্জা! আমি ফেসবুকে নোট লিখতাম। তখন এক ফ্রেন্ড ফারা তন্বী আপুর একটা লেখার লিংক দিয়ে বলেছিলো এখানে লিখতে পারো। এইতো এভাবেই রেজি করে ফেললাম।
সানডে নাইট - আপনার লেখালেখির শুরুটা তাহলে কবিতা দিয়ে ??
মাহী ফ্লোরা - হ্যা কবিতা দিয়ে
সানডে নাইট - ব্লগ বা ফেসবুকেই কি লেখালেখির শুরু নাকি আরও আগে থেকে ?
মাহী ফ্লোরা -ফেসবুকে লেখার আগে আমি বিভিন্ন পত্রিকায় পাঠক পাতা গুলোয় লিখতাম। কবিতা ,স্মৃতি কথা, বিভিন্ন বিষয় ভিত্তিক লেখা । লেখাটাকে সিরিয়াসলি নিই ব্লগে আসার পর।
সানডে নাইট - তাহলে আপনার লেখালেখি শুধুমাত্র কবিতা বা গল্পের মধ্যেই সীমাবদ্ধ নয় ? সব্যসাচী লেখিকা ?
মাহী ফ্লোরা -সত্যি বলতে কি বেশ কিছু ছোট খাট গল্প প্রকাশ হয়েছিল পাঠক পাতা গুলোতে। কিন্তু ব্লগে যেমন আমি সরাসরি পাঠকের মত পাই পত্রিকায় সেরকম হয়না। আর লেখা পাঠিয়ে যে অপেক্ষা তা একসময় অসহ্য লাগতে শুরু করে। ব্লগে নিয়মিত হয়ে যাই। ব্লগেই প্রথম কথোপকথন টাইপ একটা গল্প লিখে ফেলি। এবং খুব অবাক হয়ে যাই। আমার কাছে এখনো বিস্ময়ের। কোন একটা লেখা শেষ হবার পর আমার খুব অবাক লাগে। এটা আমি লিখেছি! এরকম মনে হয়।
সানডে নাইট - একটা গল্প লেখার আগে কি রকম হোমওয়ার্ক করেন ? ইনস্ট্যান্ট লিখেন নাকি ভেবে চিনতে এগোন ?
মাহী ফ্লোরা -হোমওয়ার্ক করে তারপর লেখা এরকম একটা গল্পই ছিল সেটা নাচোলের ইলামিত্র বিষয়ে। ও হ্যা আরেকটা লেখা লিখেছিলাম ভাষা আন্দোলনের উপর। সে লেখাটাও একজন জীবিত ভাষা সৈনিকের সাথে কথা বলেছিলাম ইন্টার ভিউ যে ভাবে করে সেভাবে। তাছাড়া আমার অন্য গল্প গুলো হুট করে লিখতে বসা। কোন একটা মুহূর্ত কোন একটা বাক্য আমাকে খুব আন্দোলিত করে। সেটাকে থিম করেই লেখা এগোয়। খুব দীর্ঘ সময় চাপ নিতে পারিনা। একটা দীর্ঘ গল্প লিখেছিলাম গতিজড়তা নামে। এবং সেটা ছিল উপন্যাস লেখার একটা ব্যার্থ চেষ্টা। হা হা।
বুঝতে পেরেছি আরো অনেক সাহস, ধৈর্য্য আর ক্ষমতা দরকার উপন্যাস লেখার জন্য। লিখতে লিখতে ভাবি। ভাবতে ভাবতে লিখি। এই আর কি।
সানডে নাইট - ব্লগার নোমান নমির সাথে আপনি একটা গল্প লিখেছিলেন । টিফিনের বাকসো । ওই গল্পের আইডিয়া টা কিভাবে আসে ?
মাহী ফ্লোরা -ব্লগার নোমান নমি এবং আমি দুজন মিলেই ঠিক করি একটা যৌথ গল্প লিখব। আমরা অন্যরকম কিছু চাচ্ছিলাম। কিন্তু দুজন মিলে লিখতে বসার সীমাবদ্ধতা অনেক। দেখা গেল পুরনো ফর্মেই ফিরতে হল। নমি ছেলেটার চরিত্র লিখলো আমি মেয়েটার। গল্পটা দুজন মিলেই আলোচনা করে ঠিক করতে করতে এগিয়েছিলাম। আমি খুব এক্সাইটেড ছিলাম। আর নমি একটা অলস হাতি। প্রথম একটা অংশ লিখে আমাকে দিয়ে সে ফুরফুরা। আমি পরের অংশটা লিখলাম। কাহিনী কেমন হবে বললাম। তাকে গুঁতাতে থাকলাম পরের অংশ টা লেখার জন্য। কিন্তু এটা ঠিক আমি যেখানে আটকে যেতাম সেখানে নমি তরতর করে এগিয়ে নিয়ে গেছে লেখাটাকে। এত দারুন সাবলীল তার লেখনী!
সানডে নাইট - নোমান ভাইকে আপনি ওপেন প্লেসে অলস হাতি বললেন , উনার ভক্তরা তো আপনাকে চিবিয়ে খাবে :p
মাহী ফ্লোরা -নমি খুব ই ভদ্র এবং ভাল ছেলে। ভক্তরা চিবাতে আসলে সে তার হাতির শুঁড় দিয়ে আটকিয়ে আমাকে বাঁচাবে আশা করছি।
সানডে নাইট - আপনার একদম প্রথম লেখা কি ? গল্প না কবিতা ?
মাহী ফ্লোরা -জীবনের প্রথম লেখা? নাকি ব্লগের? দুটোর উত্তর ই কবিতা। গল্প লিখতে পারি এই আত্নবিশ্বাসের এখনো খুব অভাব আমার। সবচে বড় কথা আমি গল্প লেখা বিষয়ে খুব অলস। কি সুন্দর আট দশ লাইন লিখলেই কবিতা হয়ে যায়। আহ!
সানডে নাইট – আপনি যখন ব্লগে একটা পোস্ট দেন , তখন পাঠকদের কাছ থেকে কেমন রেসপন্স আশা করেন ?
মাহী ফ্লোরা - প্রত্যেকে চায় তার লেখা পাঠক পড়ুক। আমিও চাই পড়বে। তবে স্বজনপ্রীতি করুক এমনটা চাইনা। ভাল লাগা থেকে পড়ুক এটাই চাই।
সানডে নাইট -আপনি একজন ব্লগার , আরেকটু বললে একজন নারী ব্লগার । এই পরিচয়ে ব্লগে কোন ধরণের সুবিধা বা সমস্যার সম্মুখীন হয়েছেন কখনো ?
মাহী ফ্লোরা -ব্লগে অনেকদিন আছে আর কোন ধরনের সমস্যার মুখোমুখি হয়নি এরকম ব্লগার হয়ত হাতে গোনা যাবে। আমিও সমস্যায় পড়েছি। এবং সে সময় দেখেছি আমি একা নই। আমাকে মানষিক ভাবে সাপোর্ট দিয়ে গেছে এমন মানুষের সংখ্যাও নেহাত কম ছিলনা।
সানডে নাইট - দুই একটা সমস্যা , যেগুলোর প্রায় ই পড়েন , একটু বলবেন ?
মাহী ফ্লোরা -ছাগু সমস্যার কথায় এখন বেশি করে মনে পড়ছে।
ট্যাগ করা টা ব্লগের সংস্কৃতি হয়ে গেছে
নিজেদের বোদ্ধা এবং ব্লগের হোতা মনে করে ওই দল টা
আই হেট দোজ পিপল
সানডে নাইট - আপনি বলেছেন যে আপনাকে সাহায্য করার জন্য অনেকে এগিয়ে এসেছিল । তা আপনি একজন নারী ব্লগার বলেই কি ? আপনার কি মনে হয় , ছেলে হলে কি এই সাহায্য পেতেন ?
মাহী ফ্লোরা -ছেলে হলে এই সাহায্য পেতাম কিনা আমি জানিনা। তবে আমি নির্দোষ হিসেবে এই সাপোর্ট টা ডিজারভ করতাম । অনেক কিছুই সে সময় বুঝতাম না
এখন ও সব বুঝি তাও নয়
তবে অভিজ্ঞতা অনেক বড় একটা ব্যাপার প্রত্যেকের জীবনে
মানুষ ঠেকে শেখে
এটাই বা কম কি
সানডে নাইট -আপনি উপরে ট্যাগ সংস্কৃতির কথা বলেছেন । আপনি কি কখনো সরাসরি ট্যাগের শিকার হয়েছেন ?
মাহী ফ্লোরা -হ্যা আমাকে সরাসরিই ট্যাগ করা হয়েছিলো।
সানডে নাইট - আপনার একটা কথা ধরি , ''নিজেদের বোদ্ধা এবং ব্লগের হোতা মনে করে ওই দল টা'' । আপনার কি মনে হয় ,'ওই দল' টার অযাচিত ট্যাগিং কিংবা আক্রমণ ব্লগকর্তা ইচ্ছে করেই এড়িয়ে যান ?
মাহী ফ্লোরা -এ ব্যাপারে আমার কোন ধারনা নেই। কিন্তু অনেকেই এরকম বলে। ব্লগ উত্তাল রাখার জন্যই এরকম কোন কোন ইস্যু সৃষ্টি করা হয়। আমার অবশ্য তা মনে হয়না। ব্লগ বিশাল একটা প্ল্যাটফর্ম। এত নগন্য ব্যাপারে ব্লগকর্তা নিজেদের জড়াবেন আমার এমনটা মনে হয়না। আর তাই এড়িয়ে যাবাটাও দ্বায়িত্বের অবহেলা বলে মনে করি আমি। কিন্তু তারা এড়িয়ে যান এমনটাও বলবনা আমি। কারন অনেক সময় ই আমরা দেখেছি ব্লগকর্তা তড়িৎ গতিতে কোন ব্যাপারে এ্যাকশন নেয়।
সানডে নাইট - ব্লগে আস্তিক - নাস্তিক ক্যাচাল । ছাগু - ছাগুফাইটারদের ক্যাচাল , আওয়ামী পন্থী - জাতীয়তাবাদী ক্যাচাল
একজন সাধারণ ব্লগারের জন্য কি রকম সুযোগ আছে সামহ্যোয়ারে ?
মাহী ফ্লোরা -আমি মনে করি সাধারন একজন ব্লগার যে কিনা নিজের মত করে ব্লগিং করতে চায় তার জন্যও সামহোয়ার ইন একটা ভাল জায়গা। তার জন্য শুধু প্রয়োজন সমমনা ব্লগার আর লেখাকে খুঁজে নেয়া। ছাগুদের গ্রুপ , ছাগুফাইটারদের গ্রুপ, আওয়ামী-জাতীয়তাবাদী গ্রুপ যারা অলরেডি নিজেদের মুখোশ উন্মোচন করে ফেলেছেন তাদের চেয়ে মুখোশধারীরাই ভয়ংকর। আমি নিরপেক্ষ ব্লগিং চাই। প্রত্যেকে তার নিজের মত প্রকাশ করবে। বাক স্বাধীনতায় বিশ্বাসী আমি তবে অবশ্যই বাক স্বাধীনতার সুযোগ নিয়ে অন্য কারো প্রতি আগ্রাসী যেন না হয়ে যাই। এ ব্যাপারটাও খেয়াল রাখা উচিত।
সানডে নাইট - ব্লগে প্রতিনিয়ত অনেক নতুন , প্রতিভাবান ব্লগার আসছেন , আপনার কি মনে হয় , তারা সঠিক মূল্যায়ন পাচ্ছেন ?
মাহী ফ্লোরা -প্রতিভা যার আছে তার ধৈর্য্য ও থাকতে হবে।আপনি দুটো ভাল পোষ্ট লিখবেন তারপর ভাববেন ধুস আমার এখানে মূল্য দেয়না কেউ। তারপর যাবেন চলে তা হবেনা। এবং ভাল পোষ্টের ব্যাপারে আমি সবসময় দেখেছি তা পাঠক প্রিয়তা পায়। আপনি শের শায়েরীর কথা ভাবুন। খুব অল্প দিন তিনি ব্লগে। প্রতিনিয়ত নতুন নতুন ব্যাপারে পোষ্ট দিয়ে যাচ্ছেন। এবং তা পাঠক প্রিয়তা পাচ্ছে।
এসব আশার কথা। যে কোন প্ল্যাটফর্মে আপনি জায়গা করে নিতে চাইলে আপনাকে ধৈর্যের সাথে নিষ্ঠার সাথে এগোতে হবে।
সানডে নাইট - ধৈর্যের ও কিন্তু একটা সীমা থাকে ।
ব্লগে আপনি একটা পোস্ট দিলে সেটা ১৫ মিনিটের বেশি প্রথম পাতায় থাকে না , আর প্রথম পাতার বেশীরভাগ পোস্ট হয় ১৮+ , নয়তো দুই এক লাইনের লেখা আর রিপোস্ট
এই বিষয়ে আপনি কি বলবেন ? প্রথম পাতাকে আরও পাঠকপ্রিয় করে তোলা কি যায় না ?
মাহী ফ্লোরা -অনেক দিন ধরেই বিষয় ভিত্তিক পাতার কথা বলে আসছেন অনেকে। কিন্তু আমার এরকম মনে হয়না। আপনি কার পোষ্ট পড়বেন তার জন্য আপনার অনুসারিত পোষ্ট আছে। মডারেশনের মাধ্যমে নির্বাচিত পাতা আছে। সংকলিত পাতা আছে। প্রথম পাতায় একটা লেখা দু মিনিট থাকলেও আপনি সে লেখা ঠিক ই খুঁজে বের করে পড়েন যদি লেখকের নতুন লেখার প্রতি আপনার আগ্রহ থাকে। আর ঐ যে বললাম এলাম দেখলাম আর জয় করলাম এরকম সব সময় হয় না। আপনার অবশ্যই অন্যের কাছে আপনার গ্রহনযোগ্যতা তুলে ধরতে হবে।
সানডে নাইট - গ্রহণযোগ্যতা তুলে ধরার জন্য তো পোস্টটা সবার সামনে থাকতে হবে ।
ব্লগে এখন একটি পোস্ট আছে যাতে একটি অশ্লীল ছবি আছে , সেটায় কিছুক্ষণের মধ্যে ৮০ হিট পড়ে গেছে , আর তার আশে পাশেই বেশ ভালো একটি পোস্টের পাঠক নেই ।
ব্লগের পাঠকদের আগ্রহ কোন দিকে ?
মাহী ফ্লোরা -হা হা হা! ব্লগের পাঠক দের আগ্রহ যদি অশ্লীল দিকে থাকে তাহলে তাদের রুচি আপনি আমি কি করে বদলাব? এখন তো ওপেন মিডিয়ার যুগ। কিন্তু এটাও ঠিক ভাল পোষ্টের পাঠক যে একদম নেই তা সত্য নয়। অনেকে হয়ত বিনোদিত হতেই ব্লগে আসে। আর তাদের বিনোদনের একমাত্র উপায় যদি অশ্লীল ছবি সম্বলিত পোষ্ট হয় তাতে কার কি করার থাকতে পারে। ব্লগ একেক জন একেক ভাবে দেখে। আমি তো একেক সময় খবর পাঠ করতে ব্লগে আসি
সানডে নাইট - ভালো ভালো পোস্ট গুলো ব্লগারদের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রবীণ ব্লগারদের কিংবা ব্লগকর্তারা কি কোন পদক্ষেপ নিতে পারেন না ?
মাহী ফ্লোরা -ভালো ভালো পোষ্ট! অতি অবশ্যই ভালো ব্যাপারটা আপেক্ষিক। আমি সাহিত্য চর্চা করতে ব্লগে আসি। অনেকে বলে ব্লগিং এর কোন ধারাতেই সাহিত্য পড়েনা। আমার কাছে কবিতা পড়তে ভাল লাগে। পৌরানিক ঘটনা সম্বলিত পোষ্ট, বিজ্ঞান সম্পর্কিত, অদ্ভুত তথ্য সমন্বিত পোষ্ট এরকম বিভিন্ন পোষ্ট প্রতিনিয়ত আসছে। এখন আপনি সাহিত্য মনা হলে চাইবেন সাহিত্য সম্পর্কিত পোষ্ট টি সবার নজরে আসুক। এটাই স্বাভাবিক। আমরা এখানে আসিই নিজেদের সময়টা ভাল কাটাতে। আমার ভাল লাগার পোষ্ট গুলো আমি খুঁজে বের করে পড়বো আমার কাছে এটাই মনে হয়।
আর নবীন প্রবীন বলে ব্লগের যে একটা ছাঁচ আছে এটা আমার পছন্দ নয়। কোন নবীন ব্লগারকেও আমরা কোন কিছুই চাপিয়ে দিতে পারিনা। ভাল মন্দ বিবেচনা বোধ সবার আছে। চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবার কিছু নেই
সানডে নাইট - ব্লগে তো আক্রমণ , পালটা আক্রমণ চলতেই থাকে । ব্যক্তি আক্রমণের যে সংস্কৃতি চলে আসছে , তার কোন প্রতিকার আছে কি ?
মাহী ফ্লোরা -এই ব্যাপারটা আমার জঘন্য লাগে। শিক্ষিত মানুষজন কেমন করে এত নিচে নেমে অন্যকে আক্রমন করে আমি অবাক হয়ে যাই। তাও আবার মুখোশের আড়ালে থেকে করে আর মুখোশ সরিয়ে সে মুখেই প্রশংসা করে যায়।
সানডে নাইট - আপনি মুখোশের আড়ালের কথা বললেন , মাল্টি নিকের দিকে ইঙ্গিত করলেন কি ?
মাহী ফ্লোরা -মাল্টি নিক তো এখন ওপেন ব্যাপার। আমার তো নতুন নিক দেখলেই ভয় ভয় লাগে এটা আবার কার মাল্টি এরকম মনে হয়!
সানডে নাইট - মাল্টিনিকের যে পরিমান ব্যবহার , তার বেশীর ভাগ ব্যবহার গাল্গালি বা আক্রমণে ব্যবহার করা হয় , এটা কি সমর্থন করেন ?
এক আইপি থেকে একাধিক আইডি লগ ইন এ নিয়ম করা উচিত বলে মনে করেন ?
মাহী ফ্লোরা -হা হা। আপনার এই প্রশ্নে একটা কথা মনে পড়ে গেল। খুব প্রিয় একজন ব্লগার আমি নাম বলছিনা তার মনে হয় এ সময় যদি রবীন্দ্রনাথ ব্লগে লিখতেন তারও এরকম অসংখ্য নিক থাকত। এক নিকে কবিতা,এক নিকে গান, এক নিকে গল্প, এক নিকে উপন্যাস, এক নিকে নাটক লিখতেন। যার এরকম বহুমুখি প্রতিভা আছে তার দশটা নিক থাকুক। কিন্তু যে গালাগালি বিষয়ক বহুমুখি ব্যক্তিত্ব লালন করে তার জন্য আপত্তি আছে ।
মাল্টিপারপাস পার্সোনালিটি! খুব ভাল মানুষ হলেও আমার কাছে ধোকা মনে হয়। যখন আমি দুটো মানুষ ভেবে আচরন করি এবং দেখি দুটো নিক ই একজনের। তখন সত্যিকারের নিজেকে প্রতারিত মনে হয়।
সানডে নাইট - আপনার ব্যক্তিজীবন নিয়ে আমাদের পাঠকদের কিছু বলুন
মাহী ফ্লোরা -মি বাংলায় মাস্টার্স করছি রাজশাহী সরকারী কলেজ থেকে। থাকি রাজশাহীতেই। বিবাহিত। শিক্ষকতা পেশা টা আমার স্বপ্ন! খুব শীঘ্রই একটা স্কুল এন্ড কলেজে জয়েন করতে যাচ্ছি।
সানডে নাইট -ব্লগে তো অনেকদিন আছেন , ব্লগ থেকে বন্ধু কিংবা শুভানুধ্যায়ী কি পেয়েছেন ?
মাহী ফ্লোরা -হ্যা। ব্লগ থেকে বন্ধু, শত্রু, শুভানুধ্যায়ী সব ই পেয়েছি। আমি মনে করি জীবনটা গাছের ডাল। অসংখ্য পাতা। কিছু পাতা ঝরে যায়। কিছু নতুন গজায়। আর কিছু থেকেই যায় সারাজীবন।
সানডে নাইট - নিজেকে নিয়ে আপনার এক্সপেক্টেশনটা কি ?
নিজের লেখালেখিকে কতো দূর নিয়ে যেতে চান ?
মাহী ফ্লোরা -লেখালেখিটা আমার বেঁচে থাকার প্রধান অনুপ্রেরনা। ভাল লাগার প্রথম মাধ্যম। যতদিন লিখতে পারি ঠিক ততদিন ই বাঁচতে চাই।
সানডে নাইট - এবারের বই মেলায় আপনার একটি বই আসছে । এই সম্পর্কে আমাদের পাঠকদের বলুন
মাহী ফ্লোরা -এবারের বই মেলায় আসছে সবুজ বোতাম এবং অন্যান্য। ত্রৈবেদ্য প্রকাশ থেকে। একদম শেষ মুহূর্তে এই সিদ্ধান্ত নেয়ায় মেলার প্রথমে বই টা আনতে পারছিনা। আশা করছি এক সপ্তাহের মধ্যে মেলায় আসবে।
সানডে নাইট - অনেক ধন্যবাদ আপনাকে মাহী আপু আপনার ব্যস্ত সময়ের মধ্য থেকে কিছুটা সময় আমাদের দেওয়ার জন্য । আপনার বই এর সফলতা কামনা করি । সুস্থ থাকুন , ভালো থাকুন । আর আমাদের উপহার দিতে থাকুন একের পর এক সুন্দর লেখা ।
শুভ রাত্রি
মাহী ফ্লোরা -আপনাকেও অনেক ধন্যবাদ। আমাকে কিছুক্ষনের জন্য সেলিব্রেটি ফিলিংস দেয়ার জন্য। হা হা । অনেক শুভকামনা আপনার জন্য
-----------------------------------------------------------
সর্বশেষ পোস্ট - রম্য - যারা 'পু' এনেছিল
যারা যারা পোস্ট পড়বেন , তারা কষ্ট করে আপনাদের মতামত রেখে যাবেন । আপনাদের জন্যই গত ৭/৮ মাস ধরে এই সিরিজ চলে আসছে । আপনাদের মতামত গুরুত্বপূর্ণ ।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৪
মোঃ আলাউল হক সৌরভ বলেছেন: আপনার কথা আমার মনে আছে ভাই ।
ঠিক ম্যালা দিন না , ওয়ালে গেলে গত মাসের একটা পাইবেন । তন্ময় ফেরদৌস ভাই এর ।
পইড়া কমেন্ট কইরেন কইলাম ।
২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৯
ফালতু বালক বলেছেন: +++++
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৮
মোঃ আলাউল হক সৌরভ বলেছেন: ধন্যবাদ ফালতু
৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৩
তন্ময় ফেরদৌস বলেছেন: মাহিপুর বইয়ের জন্য শুভকামনা। অনেক ভালো লাগা ব্লগার।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৮
মোঃ আলাউল হক সৌরভ বলেছেন: শুভ কামনা সবার তরফ থেকে
৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৫
তামিম ইবনে আমান বলেছেন:
অলস হাতি-নোমান ভাই
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৮
মোঃ আলাউল হক সৌরভ বলেছেন: হে হে হে । ধরছেন তাইলে
৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫১
চেয়ারম্যান০০৭ বলেছেন: খুব ভালো লাগলো প্রিয় লেখিকার সাক্ষাৎকার পড়ে।ধন্যবাদ সৌরভ।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৮
মোঃ আলাউল হক সৌরভ বলেছেন: আপনাকেও ধন্যবাদ চেয়ারম্যান
৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৬
মোঃ নুর রায়হান বলেছেন: সাক্ষাতকারটা শিক্ষানবিশও বটে।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৯
মোঃ আলাউল হক সৌরভ বলেছেন: শিক্ষানবিশ ???
বুঝলাম না ।
ধন্যবাদ
৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৩
বিডি আইডল বলেছেন: এই প্রথম দেখলাম এই আড্ডা!
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১১
মোঃ আলাউল হক সৌরভ বলেছেন: কন কি ভাই । ইজ্জত মারলেন আমার ।
এই নেন কিছু এক্সক্লুসিভ পোস্ট
ব্লগারস আড্ডা - নোমান নমি
ব্লগারস আড্ডা - রাজসোহান
ব্লগারস আড্ডা - গ্লিওসিন অথবা গ্লসিয়ার
ব্লগারস আড্ডা - বেঈমান আমি
ব্লগারস আড্ডা - দূর্বা জাহান
ব্লগারস আড্ডা - শায়মা
ব্লগারস আড্ডা - নিশাচর ভবঘুরে
ব্লগারস আড্ডা - হাসান মাহবুব
ব্লগারস আড্ডা - চেয়ারম্যান ০০৭
তন্ময় ফেরদৌস
৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৪
হৃদয় জিনিয়াস বলেছেন: টাইম নাইক্কা..পরে পড়ুম......
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১১
মোঃ আলাউল হক সৌরভ বলেছেন: অক্কে
৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৬
সায়েম মুন বলেছেন: যে কয়জন প্রিয় ব্লগার আছেন। তার মধ্যে মাহী ফ্লোরা একজন। উনার হাতে জাদু আছে। প্রতিনিয়ত উনার লেখার ধারা পাল্টায় এবং আরও শার্প হয়। উনাকে নতুন করে জানতে পেরে অনেক ভাল লাগলো। উনার উত্তরোত্তর সাফল্য কামনা করছি।
সময় করে প্রিয় ব্লগারের সাক্ষাৎকার নেয়ায় সৌরভকে অনেক ধন্যবাদ।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৩
মোঃ আলাউল হক সৌরভ বলেছেন: আমারে প্রিয় ব্লগার বানাইলে আপনার সাক্ষাৎকার নিমু
এখানে যোগাযোগ করেন পিলিজ
১০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৭
নোমান নমি বলেছেন: মাহিফ্লোরা কঠিন টাইপের ভালো লেখক। তার সাথে গল্প লিখতে গিয়ে টের পেয়েছি। পাত্তাই পেলাম না। তবে সে কবিতায় মোটামুটি অনন্য। প্রশংসা করলাম তার বিদ্রুপ ভুইলা গেলাম না।
হাতি বলেছে ভালো কতা তাও আবার অলস হাতি? ছি
এই জীবন কুতায় রাখবো?
যাই তার নিকটারে একটা রিপুর্ট মাইরা আসি।
সাক্ষাৎকারটা ভালো হইছে। সৌরভ তুমি বরাবরই প্রশ্ন ভালো কর। মাহীও উত্তর ভালো দিছে। দুইটা প্রশ্নের উত্তর ছাড়া বাকিগুলা ঠিকাছে।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৪
মোঃ আলাউল হক সৌরভ বলেছেন: যে দুইটার কথা কইতেছেন সে দুইটা উত্তর বেষ্ট ছিল
১১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৮
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: আগের কমেন্টটার পরেই দেখছি তন্ময় ফেরদৌস ভাই এর সাথে আড্ডাটা। যাই হোক সময় করে পোস্টটা পড়ে নেবো।
মাহীপু অনেক আগেই আমার অনুসারিত ব্লগার। খুব একটা ব্যস্ত না থাকলে উনার কোনো লেখাই আমি মিস করি না। মাহীপুর জন্য শুভ কামনা।
এবার একটা চমৎকার তথ্য ফাঁস করি। তার আগে নোমান ভাইয়ের কিল ঘুষি থেকে সেফ করার দায়িত্ব কিন্তু আপনাকে নিতে হবে।
"তখন আমি সবে নতুন ব্লগার। সামুর এ কুল ঐ কুল কোন কুলেই বুঝতাম না। শুধু এইটুকু বুঝেছি নোমান নমি নামে একজন আর মাহী ফ্লোরা নামে একজন বেশ ভালো গল্প লিখে। মাঝে মধ্যে তাদের পোস্টে কমেন্টাইতাম। হঠাৎ একদিন দেখি একই সময়ে একই ছবিওয়ালা দুইটা পোস্ট!! নামও একই!!!! খাইছেরে আমার গণ্ডমূর্খীয় বিজ্ঞ মস্তিষ্ক ধইরা নিছে উনারা একজন আরেক জনের ইয়ে!!!
আসল বিষয়টা কিছুদিন আগে আমি কিলিয়ার হইছি।"
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৫
মোঃ আলাউল হক সৌরভ বলেছেন: হে হে হে । কস্কি মুমিন । এ দেখি বিরাট কাহিনী ।
আমি সেফ করুম । ব্যাপার নট ।
১২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১০
নিরপেক্ষ মানুষ বলেছেন: +++ জীবন সম্পর্কে ওনার কথাটা একেবারে মনে গেথেঁ গেলো
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৫
মোঃ আলাউল হক সৌরভ বলেছেন: আমারও ভালো লেগেছে কথাটা
১৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১১
রাষ্ট্রপ্রধান বলেছেন:
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৬
মোঃ আলাউল হক সৌরভ বলেছেন:
১৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২১
ফারিয়া বলেছেন: বাহ, বেশ ভালো লাগলো। এরকম আরো চাই!
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৭
মোঃ আলাউল হক সৌরভ বলেছেন: এরকম দিয়ে গেছি , দিয়ে যাবো
সাথে থাকবেন ।
১৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৬
সায়েম মুন বলেছেন: আমি অখনো ল্যাখাল্যাখির ট্রাই মারছি। বলে ব্যাটে মিলে না। তেমন কেউ পছন্দও করে না। তাই আপাতত সাক্ষাৎকার থেকে দূরে থাকতে চাই।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৯
মোঃ আলাউল হক সৌরভ বলেছেন: দূরে থাকিতে চাই বললেই কি যায় দূরে থাকা ??
১৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৫
মাক্স বলেছেন: সাক্ষাতকার ভালো লাগলো! যাই এক্সক্লুসিভ আরো দুই একটা পড়ে আসি।++++++
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৩
মোঃ আলাউল হক সৌরভ বলেছেন: পড়ে মন্তব্য করতে ভুলবেন না ।
ধন্যবাদ
১৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:০৪
আশিক মাসুম বলেছেন: রেকর্ডিং হলে শুনতে ভাল লাগত। পড়তেও খারাপ লাগেনি।
কিপ ইট আপ।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৭
মোঃ আলাউল হক সৌরভ বলেছেন: ওয়েব স্ট্রিমিং করার একটা পরিকল্পনা আছে ।
আপনার ব্যাপারটাও মাথায় থাকল ।
ধন্যবাদ আশিক ভাইয়া
১৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:১৩
ঘুড্ডির পাইলট বলেছেন:
আমিও এই প্রথম পড়লাম এই সাক্ষাৎকার পোষ্ট । ভালো লাগলো ।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৩
মোঃ আলাউল হক সৌরভ বলেছেন: বিডি আইডল ভাই এর মন্তব্যের উত্তরে বাকি লিঙ্ক গুলো আছে । আশা করি পড়বেন
ধন্যবাদ আপনাকে
১৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৫৯
শের শায়রী বলেছেন: আপানার এই ধারাটা মানে সাক্ষাৎকার আইডিয়া একদম ইউনিক। মাহী ফ্লোরার গল্প গুলি ভাল লাগে। ভাল লাগল ওনার কথোপকথন। সাক্ষাৎকারের এক পর্যায়ে উনি আমার নাম বললেন, মনটা ভাল লাগায় ভরে গেল নতুন ব্লগার হিসাবে (যদি ব্লগার বলে আমার মত নগন্য দু' পাতার লেখককে)। সাক্ষাতকার দাতা এবং সাক্ষাতকার গ্রহীতা উভয়কেই অভিনন্দন
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৪
মোঃ আলাউল হক সৌরভ বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য ।
ভালো থাকবেন শের ।
২০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০০
শামীম আরা সনি বলেছেন: ভালো লাগলো + ৯
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৬
মোঃ আলাউল হক সৌরভ বলেছেন: ধন্যবাদ সনি আপু
২১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৪
সালমাহ্যাপী বলেছেন: মাহীপুর সাক্ষাতকার !
অনেক ভালো লেগেছে।
চালিয়ে যান
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৭
মোঃ আলাউল হক সৌরভ বলেছেন: আপনাকে ধন্যবাদ
২২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২১
ইয়াশফিশামসইকবাল বলেছেন: মাহি ফ্লোরা আপার নতুন বইটা কিভাবে মাগনা পাওয়া যাবে? আমি কস্মিন কালেও টাকা খরচ করে বই কিনার মানুষ না কিনতু বই পরতে দারুন ভাল লাগে, কি যে করি।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪২
মোঃ আলাউল হক সৌরভ বলেছেন: কিনে ফেলেন টাকা দিয়েই
টাকা বিফলে যাবে না
২৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৭
মোঃ নুর রায়হান বলেছেন: শিক্ষানবিশ আমি এই অর্থে বোঝাতে ছাচ্ছি যে এ থেকে অনেক কিছু শেখাও যায় যা আমার জানা ছিল না।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৪
মোঃ আলাউল হক সৌরভ বলেছেন: বুঝতে পারলাম ।
ধন্যবাদ আপনাকে
একটা মন্তব্য মুছে দিয়েছি
২৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৪
শহিদুল ইসলাম বলেছেন: ভালো লাগল এই আলোচনা ! আড্ডা !
শুভকামনা !
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৪
মোঃ আলাউল হক সৌরভ বলেছেন: ধন্যবাদ শহিদুল ভাই
২৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩১
মাক্স বলেছেন: মন্তব্য করতে ভুলি নাই!!!
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৫
মোঃ আলাউল হক সৌরভ বলেছেন:
২৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৮
মাহী ফ্লোরা বলেছেন: কেমন জানি লজ্জা লজ্জা লাগতেছে! :!> :#>
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৭
মোঃ আলাউল হক সৌরভ বলেছেন: মেয়েদের লাজুক হওয়া ভালো
২৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪১
নির্জন আমি বলেছেন: উনার লেখা ভালো লাগে ।
তবে, উনার কাছে প্রশ্ন, উনি বলেছেন , আমি নিরপেক্ষ ব্লগিং চাই। প্রত্যেকে তার নিজের মত প্রকাশ করবে।
এখন প্রশ্ন : রাজাকার গোলাম আযম যদি ব্লগে নিজের মত প্রকাশ করতে চায় , সেটাও কি মত প্রকাশের স্বাধীনতা মনে হয় তাঁর কাছে ?
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৭
মোঃ আলাউল হক সৌরভ বলেছেন: আশা করি উত্তর পেয়েছেন
২৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৭
হাসান মাহবুব বলেছেন: মাফ্লোকে তার নাম দিয়ে না লেখা দিয়েই চিনসি। আগে তো সব লেখা পড়ার চেষ্টা করতাম। কোন ভালো লেখা মিস হৈতো না। সেইসময় মাফ্লো নামক এক কবিকে আবিষ্কার করি। তারপর অনুসরণ। প্রথমদিকে সে আমার ব্লগে কমেন্ট করতে যায়া বিশাল বিশাল সাইজের সব খানাদানার ছবি দিয়া আমার স্লো স্পিড নেটের প্রেসার হাই কৈরা দিতো। হাহাহা!
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৮
মোঃ আলাউল হক সৌরভ বলেছেন: আপনার এই কমেন্ট এর রিপ্লাইদিতে গিয়া চার বার নেট কানেক্ট করছি
সিটিসেল যে কি শুরু করছে । প্রেসার লো
২৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৫
মামুন রশিদ বলেছেন: মাহী ফ্লোরা'র জন্য শুভ কামনা ।
সানডে নাইট ব্লগারস আড্ডা চলতে থাকুক । ভালো থাকবেন আলাউল হক সৌরভ ।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৯
মোঃ আলাউল হক সৌরভ বলেছেন: আপনিও ভালো থাকবেন মামুন ৬৫৩
৩০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩
মাহী ফ্লোরা বলেছেন: হামা তখন আমি কমেন্টে নতুন ছবি দেয়া শিখেছিলাম!
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১০
মোঃ আলাউল হক সৌরভ বলেছেন: আমি কমেন্টে বা পোস্টে ছবি দিতে পারি না
শেখান
৩১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪
লেখোয়াড় বলেছেন:
মানেটা বুঝিয়ে বলুন।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১০
মোঃ আলাউল হক সৌরভ বলেছেন: একটি মন্তব্য মুছে দিলা
কিসেরমানে বুঝিয়ে বলবো ?
৩২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯
মাহী ফ্লোরা বলেছেন: (নির্জন আমি ) আপনাকে বলছি গোলাম আজম যা করেছে তার শাস্তি অবশ্য প্রাপ্য। সে বিচার শুরু ও হয়েছে।
এখন আপনার কথার সূত্র ধরে একটা কথায় বলি বাক স্বাধীনতার বিপক্ষে যখন ই একটা জাতী যায় তখন সে পিছিয়ে পড়তে বাধ্য।
আপনি কখনোই সামনে এগোতে পারবেন না যদি অন্যের মুখ বন্ধ করে দেন কোদাল খুনতি চাপাতি দিয়ে।
ইংরেজ শাষনের একটা ভাল জিনিস কি ছিল জানেন তারা বলতে দিত। (ব্যতিক্রম অবশ্যই আছে। বেশি বলার জন্য নজরুল জেলে ছিল। কিন্তু তিনি সে সময় যা কিছু বলেছেন এখন সে রকম করে শাষকের বিরুদ্ধে বলেন সোজা ক্রস ফায়ারে চলে যাবেন।) বেগম রোকেয়া সে সময় যা বলেছে যদি এ সময় হত তার উপর পুরুষের গড়গ ঝুলতো। (তাই বলে ভাববেন না বলছি ইংরেজ শাষণ ভাল ছিল। এটা ভাল একটা দিক তাই বলেছি)
ধর্মের বিপক্ষে আপনি কোন কথা বলতে পারবেন না। কারন বললেই আপনাকে রাস্তায় চাপাতির আদর খেতে হবে, দেশের ভেতর পা দিতে পারবেন না।
এসবের অর্থ কি জানেন? আপনি পিছিয়ে পড়ছেন। আপনি আমি এবং আমরা সামনে এগিয়ে যেতে চাই। কখনোই পিছিয়ে পড়তে চাইনা।
একজন ছাগু ফাইটার (!) যেভাবে লুঙ্গি খুলে মা টেনে কথা বলে আমি মনে করিনা এটা বিপ্লবের কোন সুস্থ্য পথ।
প্রত্যেকে তার নিজের মত প্রকাশ করবে। যে দেশদ্রোহী তাকে আপনি চিনেছেন অন্যকে চিনিয়ে দিন।আপনি আপনার কথা বলুন। যদি তার মত প্রকাশ আপনার চোখের সামনে না হয় সে গোপনে শক্তিশালী হবে। যার ফল কখনোই শুভ নয়।
এই যে এখন আমি আমার মত বললাম। আপনারা এসে আমার টুটি চিপে ধরবেন। একথা কেন বললাম তা নিয়ে দল পাকাবেন। আমাকে ব্লগ ছাড়া করবেন। এসব স্বৈরাচার। এর ফল ও খারাপ।
আমি বলতে চাচ্ছি প্রত্যেকে সুস্থ্য ভাবে তার নিজের মত প্রকাশ করবে। এটা তার অধিকার।
ব্লগে খারাপ মানুষকে থাকতে দিবেন না তার মানে এই নয় খারাপ মানুষের সংখ্যা দেশে কমে গেল। খেয়াল কইরা!
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১১
মোঃ আলাউল হক সৌরভ বলেছেন: বিশাল উত্তর দিছেন আপা
৩৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৮
চারকল বলেছেন: ইন্টারভিউটা বেশ মজা লাগল। অনেকগুলো ইন্টারভিউয়ের লিংকও পেলাম ফ্রী। ইতমধ্যে দুটো পড়েও ফেলেছি। বাকিগুলোও পড়ে ফেলব সময় মত। অনেক আগে থেকে ব্লগ পড়ি তবে এ্যাকাউন্ট খুলেছি নতুন। নতুন ব্লগার হিসেবে আবেদন করছি সিনিয়র ব্লগাররা প্রতিদিন একটি নির্দিষ্ট সময় বরাদ্দ করে নতুন ব্লগগুলো ঘুড়ে যেতেন খুব ভাল হত। সিনিয়র ব্লগারদের কমেন্ট নতুনদের উৎসাহিত করে। লেখার মান খারাপ হলে সমালোচনা করতে পারেন, ভুলগুলো ধরিয়ে দিতে পারেন। আমার দিক থেকে বলছি পিঠ থাপরানি না, আমি সমালোচনা আশা করি। একটি ব্লগ যতবার পঠিত হয় তার অর্ধেক কমেন্টও যদি পাওয়া যেত আমরা উৎসাহিত হতাম। সৌরভ ভাই এই সিরিজটা চালু রাখার জন্য ধন্যবাদ।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৩
মোঃ আলাউল হক সৌরভ বলেছেন: খুব সুন্দর , খুব ভালো একটি মন্তব্য করেছেন আপনি ।
কয়েকজন ব্লগার চেষ্টা করেন নতুনদের ওয়ালে যেতে ।
আপনার ব্লগ ঘুরে এলাম ।
আপনাকে ধন্যবাদ
৩৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১০
রাতুল_শাহ বলেছেন: আমার তো নতুন নিক দেখলেই ভয় ভয় লাগে এটা আবার কার মাল্টি এরকম মনে হয়!
আমার কিন্তু মাঝে মাঝে এই রকম মনে হয়।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৬
মোঃ আলাউল হক সৌরভ বলেছেন: মি সেম হয় । সেম অনুভূতি
৩৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০১
চোখের পলক বলেছেন: ++++
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৩
মোঃ আলাউল হক সৌরভ বলেছেন: ধন্যবাদ পলক
৩৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২০
নির্জন আমি বলেছেন: মাফ্লো আপা,
আপনার ভাষণ পছন্দ হয়েছে , তবে আপনার ভাষণ খুবই সরলীকরণ ভাবে বলতেছেন।
ব্রেনওয়াসড জামাতী-শিবিরেরা ০৬ সালে বলতো যু্দ্ধে ২ লাখ মানুষ মারা গেছে , নিজামী গোলাম আজম কোন অপরাধ করেনাই, গোলাম আজম ভাষা শহীদ, সাঈদী হুজুর, রাজাকার নয় তখন প্রতিবাদ করা হইছে , ০৭ ,০৮,০৯,১০,১১,১২,১৩ সবসময় একই স্টেরিওটাইপ প্রপাগ্রান্ডা চালিয়ে যাচ্ছে এবং সেগুলোর প্রতিবাদ করা হচ্ছে ।
আপনি মনে হয় , প্রপাগ্রান্ডা প্রচার আর ফ্রিডম অফ স্পিচ গুলিয়ে ফেলেছেন । ভিন্ন মত প্রকাশ আর মিথ্যাচার দুটোর মোটা দাগের পার্থক্য ।
দুইটা উদাহরণ দেই ;
শাহবিরোধী আন্দোলনের সময় ইরানের কম্যুনিস্ট পার্টি খোমেনীকে সমর্থন দিয়েছিল । বিজয়ের পরে খোমেনী কম্যুনিস্টদের সোজা ঝুলিয়ে দেয় । টিভিতে কম্যুনিস্ট নেতা নুরুদ্দীন কিয়ানুরীকে দিযে পাপের স্বীকারোক্তি করায় ।অন্ধকারের শক্তি জামাতের উত্থান হ’লে অনেকেরই গর্দান থাকবে না ।
দেশটা আফগানিস্তান হয়ে গেলে কোনো সুশীলেরই পাছার চামড়া থাকবে না , বৌ-বেটিদের পেটে আলকাতরা মেখে দেবে । মেয়েরা চাকরী করলে পিঠে দোররা । জামাতীদের সমর্থন দিয়ে , ফ্রিডম অফ স্পিচ দিয়ে তামাশা দেখেন ? তামাশা নিজেদের পিছন দিয়েই যাবে একসময় ।
ছাগু ফাইটার ছাগু ফাইটিং এর নামে গালাগালি করে ছাগু ফাইটিং এর নামে , কারণ সে জামাতীদের প্রপাগ্রান্ডার বিরুদ্ধে যুক্তি অথবা গালি এই দুটো অস্ত্র নিয়ে ব্লগিং করে !
আপনি তাকে সেই সুযোগ দেন কেন ? আপনি জামাতীদের প্রপাগ্রান্ডাকে ফ্রিডম অফ স্পিচের দোহাই দিয়ে হালাল করতে চাইলে তো সমস্যা ! আপনি যদি আপনার অবস্থান থেকে এইসব দেশ, সার্বভৌমত্ব বা মুক্তিযুদ্ধের প্রতিষ্ঠিত বিষয় নিয়ে প্রপাগ্রান্ডার বিরুদ্ধে কথা বলতেন, আরো যারা পিঠ বাচিয়ে চলে তারা বলতো তাহলে যে ছাগু ফাইটিং এর নামে গালাগালি করে তারা স্কোপ পাইতো না ছাগু ফাইটার নামক হাস্যকর (!) ঘরের খেয়ে পরের মোষ চড়ানোর কাজে ।
যাইহোক, জামাতীরা কিন্তু ইস্লামী কবিতা ছাড়া অন্য কবিতা পছন্দ করে না, আশা করি মুসলিম রেনাসার কবিতা পাবো শীঘ্রই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কত কাল থেকেই শিবিরের দখলে ক্যাম্পাস, ছাত্রী সংস্থার সংখ্যাও খারাপ না , এখন খিয়াল আসলো ।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৫১
মোঃ আলাউল হক সৌরভ বলেছেন: আপনাকে ধন্যবাদ
৩৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২০
কামরুল হাসান শািহ বলেছেন: মাহী ফ্লোরা আউলা কবি
আমার কাছে মনে হয় স্বদেশ হোসাইন ও মাহী ফ্লোরা এরা যেন কথাও বলে কবিতায়।
মাহী আপা দারুণ আবৃত্তি করে। সামুর কবিদের স্বরচিত কবিতা আবৃত্তি নিয়া একটা পোষ্ট করার ইচ্ছা ছিলো। করা হয়নি।
সৌরভ তুমি চাইলে মাহী আপার আবৃত্তি এখানে দিতে পারি।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৫২
মোঃ আলাউল হক সৌরভ বলেছেন: চাইলাম । এক্ষন দ্যান । এক্ষন ই
৩৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:২২
বাঁশ বাগান বলেছেন: ভাল একট লেখা পড়লাম। কমেন্টস গুলিও চমৎকার। ধন্যবাদ লেখক আপনাকে।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৫
মোঃ আলাউল হক সৌরভ বলেছেন: আপনাকেও ধন্যবাদ
৩৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:০৩
চাঁপাডাঙার চান্দু বলেছেন: আপু শুধু কবিতা লিখলে কি হবে, সব বিষয়েই উনার চিন্তা ভাবনা বেশ স্বচ্ছ তা স্বীকার করতেই হবে। ভালো লাগল।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৫
মোঃ আলাউল হক সৌরভ বলেছেন: ধন্যবাদ
৪০| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:১৭
মহামহোপাধ্যায় বলেছেন: মাহী আপুর সাক্ষাৎকার পড়ে ভালো লাগলো।
বোনাস হিসেবে অনেকগুলো লিঙ্ক পেলাম। সৌরভ ভাইকে ধন্যবাদ।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৫
মোঃ আলাউল হক সৌরভ বলেছেন: এতো এতো মন্তব্য করার জন্য ধন্যবাদ
৪১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৪
ফ্রাস্ট্রেটেড বলেছেন: মাহী ফ্লোরা -এবারের বই মেলায় আসছে সবুজ বোতাম এবং অন্যান্য। ত্রৈবেদ্য প্রকাশ থেকে। একদম শেষ মুহূর্তে এই সিদ্ধান্ত নেয়ায় মেলার প্রথমে বই টা আনতে পারছিনা। আশা করছি এক সপ্তাহের মধ্যে মেলায় আসবে।
আজীব !!! আমি গতপরশুদিন মেলায় বইটা দেখসি... প্রত্যেকটা কবিতার সাথে কি সুন্দর একটা করে ছবি, বেশ ভাল্লাগসে।
তয় কিনি নাই, নেংটা কিন্যা ফায়দা কী ??? অটোগ্রাফের লগে কিনুম
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৫
মোঃ আলাউল হক সৌরভ বলেছেন: অটোগ্রাফ না , ফটোগ্রাফ
৪২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৭
সোহাগ সকাল বলেছেন:
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৬
মোঃ আলাউল হক সৌরভ বলেছেন:
৪৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫১
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ভাল লাগল... গুণী লেখিকা মাহী ফ্লোরা...
৪৪| ২০ শে মে, ২০১৩ রাত ৯:৩১
মাহী ফ্লোরা বলেছেন: বাবা তুমি কই?
৪৫| ২০ শে মে, ২০১৩ রাত ৯:৪৯
বোকামানুষ বলেছেন: মাহী ফ্লোরা সাক্ষাৎকার অনেক ভাল লাগলো
অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর একটা পোস্ট দেয়ার জন্য
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৬
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: ম্যালা দিন পরে। পেলাচ দিয়া পড়া শুরু কর্লাম।+++++++