![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন সৌরভ , তেমন কেউ না , অতি সাধারণদের মাঝে শুধুই একজন অসাধারণ ..। আমাকে মেইল করতে পারেন '[email protected]' এ । ফেসবুকে যোগাযোগ করতে পারেন 'http://www.facebook.com/alauls' সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ ব্লগে প্রকাশিত সকল লেখার কপিরাইট লেখকের । কোন লেখা বা মন্তব্য সম্পূর্ণ , আংশিক , বা কোন লাইন কোনরুপ বাণিজ্যিক কাজে ব্যবহার করা যাবে না । লেখা অন্য কোথাও প্রকাশ করার আগে লেখকের অনুমতি নিতে হবে এবং লেখকের নাম এবং ব্লগ লিঙ্ক উল্লেখ্য করতে হবে । আমার ব্লগ দেখার জন্য ধন্যবাদ । সাথেই থাকুন
ইমরান ভাই যতবার টিভিতে মুখ দেখিয়েছেন ততবার উনার চোখ মুখ উজ্জ্বল ছিল । বুক ফুলিয়ে জোর গলায় উনি উনার কথা বলতেন । আজ চ্যানেল আই এর রাত নয়টার সংবাদে দেখলাম সম্পূর্ণ এক ভিন্ন চিত্র । সাংবাদিক আপা ইমরান ভাইকে একদম বাটে ফেলে দিয়েছিলেন । নাস্তিকদের আন্দোলন , রাজীবের লেখা , ইসলামবিরোধী আন্দোলন , উনার রাজনৈতিক পরিচয় - একের পর এক প্রশ্ন করে গেছেন । ইমরান ভাই অনেকটা মিনমিন করে উত্তর দিয়েছেন । আগের গলার জোর ছিল না , মুখ ছিল ফ্যাকাশে ।
শাহবাগ এতদিন মিডিয়ার সাপোর্ট পেয়েছে শতভাগ , আর আজ সেই মিডিয়া নিংড়ে নিচ্ছে সব । গত ৮ তারিখ দুপুর দুটোয় শাহবাগে তিল ধারণের জায়গা ছিল না , আর আজ এক ই সময়ে দেখলাম মোড়ের কাছে কিছু মানুষ বসে আছে । বাকিরা কোথায় ?
কঠোর হওয়া উচিত ছিল সেই ৯ তারিখের মহাসমাবেশের পর ই । দাবী দাওয়া পেশে দলীয় স্বার্থ না দেখে উচিত ছিল জাতীয় স্বার্থ দেখা । টিভিতে খোমা না দেখিয়ে রাজপথ কাঁপানো উচিত ছিল । র্যাব , ডগ স্কোয়াড , সোয়াট , সিসি ক্যামেরা আর পেট ভর্তি খিচুড়ি বিপ্লব আনতে পারে না, আন্দোলন সফল করতে পারে না । বলেছিলাম , পাবলিক মাথায় নিয়ে যেমন নাচতে পারে , তেমন ই আছাড় মারতে পারে । ব্লগারদের নতুন দৃষ্টিতে , শ্রদ্ধার দৃষ্টিতে দ্যাখতে শুরু করেছিল দেশের মানুষ । কাল সেই এক ই চোখে দেখবেন এক রাশ ঘৃণা । আবেগ নিয়ে , ভালোবাসা নিয়ে খেলার জন্য ঘৃণা । সহ্য করতে পারবেন না ইমরান ।
ব্লগারদের সাথে আলোচনা না করে , যৌক্তিকতা না বুঝে একের পর এক ফাজলেমি মার্কা কর্মসূচী দিয়েছেন , যাকে তাকে নেতা বানিয়েছেন , খোমা দেখিয়ে বেড়িয়েছে তারা আর আন্দোলনকে কলুষিত করেছে । যে আন্দোলনে যোগ দিয়েছিলাম দুইশ মাইল পেরিয়ে , ভালোবেসে , আজ দেখছি সে আন্দোলনের করুণ মৃত্যু । এই আন্দোলনের ফলে আমাদের প্রাপ্তি কিছুই নেই আর । নজরদারী বসছে অনলাইনে শুধু মাত্র এটি ছাড়া । ব্লগারদের ঘৃণা করবে লোকজন , এটি ছাড়া । ব্লগাররা নাস্তিক , ইসলামবিরোধী , এই অপবাদ ছাড়া আর কোন প্রাপ্তি নেই ।
হে বিশিষ্ট ১৯ জন গান ম্যান ওয়ালা ব্লগার , অতঃপর আপনারা আর কত ফাঁপড় মারবেন ? গণভবনের সুশীতল ছায়ায় থেকে থেকে নিজের নগ্ন প্রশংসা করে আর কতো স্ট্যাটাস প্রসব করবেন ?
R.I.P শাহবাগ আন্দোলন !
২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৫
দূর্যোধন বলেছেন: শাহবাগের আন্দোলন থামবেনা । এখনই । এটাই জনতার আশার স্থান ।
তবে জনতা বোকা না । দালালদের ক্ষমা নেই । হাজারো লক্ষ তরুন যখন রাস্তায় নেমে এসেছিলো স্বতস্ফূর্তভাবে,রাজাকারের ফাঁসির দাবীতে - সেই তরুনদের সাথে প্রতারনাকারী সকল দালালদের ক্ষমা কোনোদিনই হবে না । রাজাকারদের সাথেই ঘৃনার সাথে উচ্চারিত হবে সকল দলীয় দালালদের নাম ,যারা এই জনতার আন্দোলনকে গলা টিপে হত্যার পথে নিয়ে যাচ্ছে ।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৭
মোঃ আলাউল হক সৌরভ বলেছেন: ভাই , সত্যি করে বলি , বুক টা ভেঙ্গে গেছে । চোখের পানি আটকাতে পারছি না আমি । এসব কি হয়েছে ? কি হচ্ছে ?
আমাদের আবেগ নিয়ে কেন খেলা হল ? কি জন্য ?
যুদ্ধাপরাধীদের বিচার চেয়েছিলাম , ফাঁসি চেয়েছিলাম । এর বেশি তো কিছু না ।
দালালদের ক্ষমা নেই । আপনার প্রতি এক ছোট ভাই এর অনুরোধ , তাদের মুখোশ খুলে দিন । প্লিজ
৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৬
তোতা মিয়া বলেছেন: নাস্তিক শালারা । তোমরা আমাদের শেষ ভরসা নষ্ট করে দিলা। রাজাকাররা চান্স পাইয়া গেল। কেন বাড়িতে গিয়া মাগি পুন্দাইতে পারলানা । শাহবাগে আন্ধারে কেন মাগি পুন্দাইতে হয়। শালা বেজন্মা নাস্তিক।
৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৭
মো কবির বলেছেন: অনেক সুন্দর বলেছেন ভাই,
পারলে এইটা পড়বেন
Click This Link
এবং
Click This Link
অথবা
https://www.facebook.com/LikeRealPatriot
৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৭
অনা-বিল বলেছেন: ইসলামবিদ্বেষী রাজিবকে মুক্তিযোদ্ধার খেতাব লাগিয়ে লাল সবুজ পতাকা মুড়িয়ে যে দিন জানাজা দেওয়া হয়েছে । সে দিন এই আন্দোলনেরও জানাজা হয়ে গেছে ।
৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১১
"চিরকুট" বলেছেন: স্লোগান দিয়ে যদি আন্দোলন সফল হতো তাহলে রাজনৈতিক দলগুলো নির্যাতন আর রক্ত না ঝড়িয়ে শুধু স্লোগান দিয়েই আন্দোলন সফল করে ফেলতো।
তরুনরা জেগেছে কিন্তু দুঃখ হয় রাজনৈতিক চালে এই তরুনরা আবারও রাজনীতির শিকার হচ্ছে।
৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১১
শের শায়রী বলেছেন: ব্রো একদম খটি কথা শাহবাগ আন্দোলন কিছু দালালের জন্য RIP কিন্তু বিশ্বাস রাখুন আবার এই আন্দোলন জেগে উঠবে পৌরানিক ফিনিক্স পাখির মত আগুনের মধ্য দিয়ে, কাউকে তখন ক্ষমা করবে না। ভাল থাকুন।
৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৫
উৎস১৯৮৯ বলেছেন: অনা-বিল বলেছেন: ইসলামবিদ্বেষী রাজিবকে মুক্তিযোদ্ধার খেতাব লাগিয়ে লাল সবুজ পতাকা মুড়িয়ে যে দিন জানাজা দেওয়া হয়েছে । সে দিন এই আন্দোলনেরও জানাজা হয়ে গেছে ।
সম্পূর্নভাবে সহমত।
৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৬
আলোকন বলেছেন: সব কিছুই তো ঠিকঠাক চলতেসিলো।
কিন্তু এই নাস্তিক, ইসলামবিরোধি বামগুলো ছাড়া অন্য কেউ কি ছিল না সামনে যাওয়ার মতো?
কিছু কিছু গাধার বাচ্চা, সাধারন মুসলমানদের ও কওমি মাদরাসাগুলোর নাস্তিকবিরোধি এই আন্দোলনকে জামায়াত বাচানোর আন্দোলন বলে বেড়াচ্ছে।
আরে গাধার বাচ্চারা,
সাধারন মুসলমানগন ও কওমি মাদরাসাগুলো এই বিচারের ব্যাপারে আন্তরিক না হলে, অনেক আগেই এই বিচার নিয়ে তারা হাউকাউ করত।
কিন্তু তারা এই বিচারের বিরোধিতা করে কখনোই কোন কথা বলে নাই।
আ.লীগ, বাম ও নাস্তিকরা দেশের মানুষকে আজকাল দু'ভাগে ভাগ করা শুরু করসে।
(১) যারা ইসলামবিরোধি। এরা সাচ্চাদেশপ্রেমিক।
(২) যারা ইসলামপ্রিয়। এরা সবাই রাজাকার ও দেশবিরোধি।
খুব খারাপ একটা নজির স্হাপন করতেসে তারা।
১০| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৯
ক্যাপ্টেন ম্যাকক্লাস্কি বলেছেন:
যারা বলে শাহবাগ শেষ, তাদের থুথু দেই।
আমি মনে করি শাহাবাগ আন্দোলনের জয় অলরেডি হয়ে গেছে। রাষ্ট্র দশগুন বেশী শক্তি সঞ্চয় হয়েছে। প্রয়জনিয় আইন সংশোধন করেছে, নতুন আইন জারি করেছে। বিম্পি-জামাত চক্রকে কোনঠাসা করে ফ্রন্টলাইনে ...
ব্লগে ধর্ম অবমাননা নতুন কিছুনা, ৫ বছর ধরে চলছে। এতদিন কোথায় ছিলেন?
ক্ষেতে আগাছা থাকবেই, এতে মাথা খারাপ হওয়ার কিছু নেই।
১১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৫
দায়িত্ববান নাগরিক বলেছেন: যারা আসলে নাস্তিক নাস্তিক করে ফেনা তুলছে তারা আসলে ছাগু। চিন্তার কোনো কারন নাই। শাহবাগের চেতনা সবার মাঝে ঠিকমতই আছে, থাকবে।
১২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৫
বইয়ের পোকা বলেছেন: আলোকন বলেছেন:
আ.লীগ, বাম ও নাস্তিকরা দেশের মানুষকে আজকাল দু'ভাগে ভাগ করা শুরু করসে।
(১) যারা ইসলামবিরোধি। এরা সাচ্চাদেশপ্রেমিক।
(২) যারা ইসলামপ্রিয়। এরা সবাই রাজাকার ও দেশবিরোধি।
খুব খারাপ একটা নজির স্হাপন করতেসে তারা।
১৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:০০
মামুন রশিদ বলেছেন: শাহবাগ একটি গনজাগরন, জনতার স্বতস্ফুর্ত অংশগ্রহনে যা ক্রমে গনআন্দোলনে রুপ নিয়েছে । এই আন্দোলনের বিরুদ্ধে বিভিন্ন পক্ষ হতে যত কৌশলই প্রয়োগ করা হোক, লাভ হবেনা । জনতা দাবী আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবেনা ।
১৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:০২
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: চিন্তার কোনো কারন নাই। শাহবাগের চেতনা সবার মাঝে ঠিকমতই আছে, থাকবে।
১৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:২৬
শাহরিয়ার নীল বলেছেন: আছি থাকবো কিন্তু আগের মতো আর ভালো লাগে না কিছু কারণে মনটা ভেঙ্গে গেছে
১৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৩
সায়েম মুন বলেছেন: কিছু খোমা দ্যাখাইন্না পাবলিক। যাদের বেশীর ভাগই রাজনৈতিক পদলেহনে ব্যস্ত তারা আন্দোলনটা ভিন্নখাতে নিয়া গেছে।
©somewhere in net ltd.
১|
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫১
তোতা মিয়া বলেছেন: শাহবাগ শেষ। রাজিবের সাথে সাথে। আমি নাস্তিকতাকে থুথু দেই।