নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ আলাউল হক সৌরভ

যখন অলস সময় পাই, কিংবা রাতে একাকী সময়টা, তখন তোমাকে মনে পরে ..!! পরক্ষনেই ভুলে যাবার চেষ্টা.... দায়িত্ব এবং আরও হাজারো চিন্তায় তোমার ভাবনা গুলো আবার হারিয়ে যায়... আবার ব্যস্ততা, মনে পরা, ভুলে যাওয়া ....... চলে যাচ্ছে দিন, ভালই তো....!!!

মোঃ আলাউল হক সৌরভ

একজন সৌরভ , তেমন কেউ না , অতি সাধারণদের মাঝে শুধুই একজন অসাধারণ ..। আমাকে মেইল করতে পারেন '[email protected]' এ । ফেসবুকে যোগাযোগ করতে পারেন 'http://www.facebook.com/alauls' সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ ব্লগে প্রকাশিত সকল লেখার কপিরাইট লেখকের । কোন লেখা বা মন্তব্য সম্পূর্ণ , আংশিক , বা কোন লাইন কোনরুপ বাণিজ্যিক কাজে ব্যবহার করা যাবে না । লেখা অন্য কোথাও প্রকাশ করার আগে লেখকের অনুমতি নিতে হবে এবং লেখকের নাম এবং ব্লগ লিঙ্ক উল্লেখ্য করতে হবে । আমার ব্লগ দেখার জন্য ধন্যবাদ । সাথেই থাকুন

মোঃ আলাউল হক সৌরভ › বিস্তারিত পোস্টঃ

।। আমি তোমার প্রেমিক হতে চাই , তোমার জামাই হতে চাই , তোমার বাচ্চার বাপ হতে চাই ।।

২১ শে মে, ২০১৩ রাত ৯:০৪

আমি হাইকোর্টের সেই বিচারপতি হতে চাই না , যিনি প্রতিনিয়ত বিব্রত হন ।



আমি সেই পুলিশ অফিসার হতে চাই না , যিনি দেশ সেবার শপথ নিয়ে চাঁদাবাজি করেন ।



আমি সেই নেতা হতে চাই না , যিনি নিজের নামটাও সই করতে পারেন না ।



আমি সেই আওয়ামীলীগার হতে চাই না , যিনি মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ব্যবসা করেন ।



আমি সেই বিম্পি হতে চাই না , যিনি গণতন্ত্র রক্ষার নামে গনতন্ত্র নাশে ব্যস্ত ।



আমি সেই হেফাজতি হতে চাই না , যে ধর্ম রক্ষার নামে ধর্ম গ্রন্থ পুড়িয়ে ফেলেন ।



আমি সেই জামাতি হতে চাই না , যে ধর্ম নিয়ে ব্যবসা করেন ।



আমি সেই ডাক্তার হতে চাই না , যিনি মানব সেবার নামে কসাইগিরি করেন ।



আমি সেই সাংবাদিক হতে চাই না , যিনি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের নামে দলীয় এজেন্ডা বাস্তবায়ন করেন ।



আমি সেই ফেসবুক সেলেব্রেটি হতে চাই না , যিনি আম ফেসবুকারদের প্রতি নাক সিটকান ।



আমি সেই সুশীল হতে চাই না , যিনি হাজারো নিরপরাধ মানুষের মৃত্যুতেও চুপ থাকেন , কিন্তু এক সন্ত্রাসীর ক্রসফায়ারে মানবাধিকার কপচান ।



আমি সেই লুল হতে চাই না ,যে ব্লগে ফেসবুকে লুলামি করতে গিয়ে ধরা খায় ,



আমি সেই ছাগু হতে চাই না , যে হাইতির দুর্ভিক্ষের ছবি বাংলাদেশের গণহত্যার নামে চালিয়ে দেয় ।



আমি সেই পেইজ অ্যাডমিন হতে চাই না , যে সপ্তাহে ছয় দিন চটি পোস্ট দেয় আর শুক্রবার ও মোমিন মুছলমান চল মসজিদে যাই পোস্ট দেয় ।



আমি তোমার প্রেমিক হতে চাই ।

আমি তোমার জামাই হতে চাই ।

আমি তোমার বাচ্চার বাপ হতে চাই ।

তোমার প্রেমিক হয়ে তোমার হাত ধরে বসে থাকতে চাই ।

এক সাথে বাদাম খেতে চাই ।

হুড তোলা রিকশায় মশকরা করতে চাই ।

একসাথে বৃষ্টিতে ভিজতে চাই ।

তোমার জামাই হয়ে এক সাথে সংসার করতে চাই ।

তোমার চিল্লাফাল্লা শুনতে শুনতে কান ঝালাপালা করতে চাই ।

তোমার বাচ্চার বাপ হয়ে তাদের ন্যাপি পরিষ্কার করতে চাই ।

তোমার সাথে থেকে আমি আমার লাইফটা হেল করে দিতে চাই ।

সো , কাম , এন্ড মেক মাই লাইফ লাইক এ হেল ।



''ইহা একটি আ.হ.সৌ প্রোডাকশন কর্তক ঘুরিয়ে প্যাচিয়ে প্রোপোজাল সংক্রান্ত প্যাঁচাল''



অনেকদিন পর ব্লগে এলাম । সবাই ভালো আছেন তো ???

আমার জন্য দুয়া করবেন । বাংলাদেশ নৌবাহিনী আর এভিয়েশনে পরীক্ষা দিয়ে এলাম :)

মন্তব্য ৬৮ টি রেটিং +২০/-০

মন্তব্য (৬৮) মন্তব্য লিখুন

১| ২১ শে মে, ২০১৩ রাত ৯:১৫

স্বপ্নবাজ অভি বলেছেন: :D :D :D :D ;) ;) ;)
হাসতেই আছি ! তয় কয়েকটা সিরিয়াস সত্য কথাও বলছেন !
গুড পোষ্ট ! +

২২ শে মে, ২০১৩ রাত ১২:২১

মোঃ আলাউল হক সৌরভ বলেছেন: রসের সাথে সিরিয়াস মিশে গেলে ভালোই হয় । পাবলিক পড়ে মজা পায় ;)

ধন্যবাদ অভি ভাই ।

২| ২১ শে মে, ২০১৩ রাত ৯:২৪

ববিজী বলেছেন: চমৎকার ভাই । ফাটাফাটি।

২২ শে মে, ২০১৩ রাত ১২:২২

মোঃ আলাউল হক সৌরভ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই ।

৩| ২১ শে মে, ২০১৩ রাত ৯:৪৮

তুরাগ হাসান বলেছেন: navy তে কি xam dilen??

২২ শে মে, ২০১৩ রাত ১২:২৩

মোঃ আলাউল হক সৌরভ বলেছেন: মেডিক্যাল :(

বলাৎকার হইয়া আইছি আর কি ।

৪| ২১ শে মে, ২০১৩ রাত ৯:৫২

লজিক মানুষ বলেছেন: সিমপ্লি অছম....। B-) B-) B-) B-) B-) B-) B-) B-) B-)

২২ শে মে, ২০১৩ রাত ১২:২৪

মোঃ আলাউল হক সৌরভ বলেছেন: অনেক ধন্ননবাদ ব্রো ।

৫| ২১ শে মে, ২০১৩ রাত ১০:০২

"চিরকুট" বলেছেন: পরীক্ষায় পাশ করলে মিষ্টি

২২ শে মে, ২০১৩ রাত ১২:২৫

মোঃ আলাউল হক সৌরভ বলেছেন: ফেল করলে আপ্নারে মাইর ;)

৬| ২১ শে মে, ২০১৩ রাত ১১:০০

সায়েম মুন বলেছেন: সেইরাম কোবতে।

২২ শে মে, ২০১৩ রাত ১২:২৫

মোঃ আলাউল হক সৌরভ বলেছেন: ধন্যবাদ সায়েম ভাই ।

ভালো তো ?

৭| ২১ শে মে, ২০১৩ রাত ১১:১৫

একজন আরমান বলেছেন:
:-B:-B:-B:-B:-B

২২ শে মে, ২০১৩ রাত ১২:২৬

মোঃ আলাউল হক সৌরভ বলেছেন: দেখা হয় নাই চক্ষু মেলিয়া ;)

৮| ২২ শে মে, ২০১৩ রাত ১২:৪৭

পেন্সিল চোর বলেছেন: B:-/ B:-/ B:-/ B:-/ B:-/
জী ভালো। আপনে ভালো নি ভাইয়ে?
আইচ্ছা ভাই ইঞ্জিনিয়ারিং পাশ করে সেনাবাহিনী অথবা নৌবাহিনীতে যোগ দেয়ার কোন সিস্টেম জানা আছে আপনার?

২২ শে মে, ২০১৩ রাত ১২:৫২

মোঃ আলাউল হক সৌরভ বলেছেন: আমি মোটামুটি আছি ভাই ।

হ্যাঁ , আপনি নৌবাহিনীতে যেতে পারবেন । ইনফ্যাক্ট , তারা ১০ দিন আগেই এমন একটা সার্কুলার দিয়েছে । ওয়েবসাইট চেক করুন । পেয়ে যাবেন । :)

৯| ২২ শে মে, ২০১৩ রাত ১:০৫

পেন্সিল চোর বলেছেন: থেঙ্কু ভাইয়া :)

২২ শে মে, ২০১৩ রাত ১:৩১

মোঃ আলাউল হক সৌরভ বলেছেন: আপনাকেও ধন্যবাদ । ভাই বেয়ারাদার নেভীতে যাক ;)

১০| ২২ শে মে, ২০১৩ রাত ১:২১

ভোলা বাবা বলেছেন: তোমার চিল্লাফাল্লা শুনতে শুনতে কান ঝালাপালা করতে চাই ।
তোমার বাচ্চার বাপ হয়ে তাদের ন্যাপি পরিষ্কার করতে চাই ।
B-)) B-)) B-)) :!> :#>

২২ শে মে, ২০১৩ রাত ১:৩৪

মোঃ আলাউল হক সৌরভ বলেছেন: ভালো তো , ভালো না ? ;) ;)

১১| ২২ শে মে, ২০১৩ দুপুর ২:৩৪

ভুং ভাং বলেছেন: বিগ গুড পোষ্ট ! + ;) :-B :-B :-B :-B সো , কাম , এন্ড মেক মাই লাইফ লাইক এ হেল এই লাইনটা চরম ।

২২ শে মে, ২০১৩ দুপুর ২:৫২

মোঃ আলাউল হক সৌরভ বলেছেন: ভুংভাং কি ভুংভাং প্রশংসা কইরা গেলা ;)

ভুংভাং থ্যাংকস ;) B-))

১২| ২২ শে মে, ২০১৩ বিকাল ৩:০৭

আমি সাজিদ বলেছেন: ভালো লাগছে। :)


কিন্তু****আমি সেই ডাক্তার হতে চাই না , যিনি মানব সেবার নামে কসাইগিরি করেন।****


লাইনটা গায়ে লাগছে।সব ডাক্তার কসাই না :(

সব ডাক্তার কসাই হলে মানুষ মরে ভূত হয়ে যেত।:(

২২ শে মে, ২০১৩ বিকাল ৩:৩১

মোঃ আলাউল হক সৌরভ বলেছেন: টেক ইট ইজি ম্যান ;)

নাথিং পার্সোনাল ।

সব পুলিশ , সব ডাক্তার , সব সাংবাদিক , সব নেতা তো আর এক না ;)

ধন্যবাদ

১৩| ২২ শে মে, ২০১৩ বিকাল ৩:১৪

লিন্‌কিন পার্ক বলেছেন:

এইটা মুখস্থ করব পরে কাজে দিবে :P

২২ শে মে, ২০১৩ বিকাল ৩:৩১

মোঃ আলাউল হক সৌরভ বলেছেন: লিন্‌কিন পার্ক , আই এম গ্ল্যাড টু সি ইউ ...।

আইমিসডু ।



কাজে লাগলে হাদিয়া দিয়া যাইয়েন ।

১৪| ২২ শে মে, ২০১৩ বিকাল ৩:২৪

লাবনী আক্তার বলেছেন: তোমার বাচ্চার বাপ হয়ে তাদের ন্যাপি পরিষ্কার করতে চা


=p~ =p~ =p~ =p~

২২ শে মে, ২০১৩ বিকাল ৩:৩২

মোঃ আলাউল হক সৌরভ বলেছেন: তো আর কি ।। ন্যাপি তো পরিষ্কার করা লাগবেই । আগেই কইয়া রাখলাম না হয় /:) /:) /:)

১৫| ২২ শে মে, ২০১৩ বিকাল ৩:২৭

লেখোয়াড় বলেছেন:
হুম...................
চটক আছে।

২২ শে মে, ২০১৩ বিকাল ৩:৩২

মোঃ আলাউল হক সৌরভ বলেছেন: ঠাঙ্কু । ।

১৬| ২২ শে মে, ২০১৩ বিকাল ৪:৪৬

সুদীপ্ত কর বলেছেন: প্রিন্ট কৈরা মানিব্যাগে রাইখা দিমু। কখন যে কাজে লাইগা যায় :)

২২ শে মে, ২০১৩ রাত ৮:০৪

মোঃ আলাউল হক সৌরভ বলেছেন: কাজে লাগলে হাদিয়া দিতে হবে ;)

১৭| ২২ শে মে, ২০১৩ বিকাল ৪:৫০

আমিনুর রহমান বলেছেন:

জব্বর একখানা প্রডাকশন হইছে :)

২২ শে মে, ২০১৩ রাত ৮:০৫

মোঃ আলাউল হক সৌরভ বলেছেন: অনেক ধন্যবাদ । :)

১৮| ২২ শে মে, ২০১৩ বিকাল ৪:৫২

তারছেড়া লিমন বলেছেন: এ্যককেরে ফাটাই দিছেন ভাই............

২২ শে মে, ২০১৩ রাত ৮:০৫

মোঃ আলাউল হক সৌরভ বলেছেন: অনেক ধইন্যাবাদ ভাই ।

১৯| ২২ শে মে, ২০১৩ বিকাল ৫:০৭

কাঙ্গাল মুরশিদ বলেছেন:
বাচ্চার বাপ হওয়া এতই সহজ?
চাইলেই হওয়া যায়?

অবশ্ব বাঙালী এই বিষয়ে বড়ই এক্সপার্ট - কিন্তু তার পরও ইদানিং চেনা পরিচিতর মধ্যেই একাধিক সন্তানহীন পরিবার চোখে পড়ছে। কাজেই যত সহজ ভাবছো বাছা তত সহজ নাও হতে পারে!!

২২ শে মে, ২০১৩ রাত ৮:০৬

মোঃ আলাউল হক সৌরভ বলেছেন: বেশি সিরিয়াস টকিজ :(

২০| ২২ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: মেয়েরা এখন লাইন ধরবে তো । ;)

২২ শে মে, ২০১৩ রাত ৮:০৬

মোঃ আলাউল হক সৌরভ বলেছেন: লাইন ধরুক , আমি বেছে নিতে প্রস্তুত ;)

২১| ২২ শে মে, ২০১৩ রাত ৯:৩১

লিন্‌কিন পার্ক বলেছেন:
আপনার ফেসবুকে কিন্তু আছি ;)

২২ শে মে, ২০১৩ রাত ৯:৪০

মোঃ আলাউল হক সৌরভ বলেছেন: B:-) B:-) B:-)

নাম ডা কিতা ?? খিয়াল নাই দেখি , পুক দেন /:) /:)

২২| ২৩ শে মে, ২০১৩ সকাল ১০:৪০

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: ওরে !!! লায়ক হয়ে গেছি দেখি ভাইটা ! চিন্তার ইমু ।

২৩ শে মে, ২০১৩ বিকাল ৫:৫৬

মোঃ আলাউল হক সৌরভ বলেছেন: সব ই আপনাদের দোয়া ;)

সৌরভ ইজ নাও লায়ক B-)) :!>

চিন্তা তো আমি করুম , কত মাইয়া প্রোপোজাল পাইয়া আসবে , কারে না কারে বাছুম :!> :#> :#> =p~ =p~

২৩| ২৩ শে মে, ২০১৩ সকাল ১০:৫৩

জুন বলেছেন: তোমার চিল্লাফাল্লা শুনতে শুনতে কান ঝালাপালা করতে চাই ।
তোমার বাচ্চার বাপ হয়ে তাদের ন্যাপি পরিষ্কার করতে চাই ।


দেখার জন্য বসলাম /:)
=p~ =p~
+

২৩ শে মে, ২০১৩ বিকাল ৫:৫৭

মোঃ আলাউল হক সৌরভ বলেছেন: শুধুই দেখবেন জুন আপা ?

কিছু করবেন না আমার জন্য ?

খুঁজে পিতে দ্যান :#) :#) B-) ;)

২৪| ২৩ শে মে, ২০১৩ সকাল ১১:২২

অশ্রুহীনা বলেছেন: অনেক মজা পাইলাম লেখাটা পড়ে। কবিতাটা বেশি joss

২৩ শে মে, ২০১৩ বিকাল ৫:৫৮

মোঃ আলাউল হক সৌরভ বলেছেন: অনেক ধন্যবাদ :)

২৫| ২৩ শে মে, ২০১৩ সকাল ১১:৩৬

ভুল্কিস বলেছেন: বাচ্চা কাচ্চা হইলে পরে কোবতের নিচের অংশ উপ্রে আর উপ্রের অংশ নিচে চলি আসিবে হে সৌরভ-

পোষ্টে পিলাস :)

২৩ শে মে, ২০১৩ বিকাল ৫:৫৯

মোঃ আলাউল হক সৌরভ বলেছেন: নাহ , আই লাইক বাচ্চা কাচ্চা ;) ;)


উপ্রে নিচে হইয়া গেলে সমস্যা না । আপনারা বাঁচাবেন তখন ;)


ধন্যবাদ

২৬| ২৩ শে মে, ২০১৩ রাত ১০:৫৬

আমিভূত বলেছেন: হাহাহা পোলাপাইন কি যে পাকনা পাকছে !! :-B |-)

২৩ শে মে, ২০১৩ রাত ১১:৫৮

মোঃ আলাউল হক সৌরভ বলেছেন: এই ভূত মামা , আমি পোলাপাইন না , আমি যুবক ;) /:)

২৭| ২৪ শে মে, ২০১৩ রাত ২:৩৬

নির্ণায়ক বলেছেন: দোয়া কইরা গেলাম....আপ্নের ইচ্ছা পূর্ণ হইবেক :)

২৪ শে মে, ২০১৩ দুপুর ২:৪৪

মোঃ আলাউল হক সৌরভ বলেছেন: খালি দোয়া ই করবেন ?
জুগার যন্ত্র কইরা দিবেন না ;)


২৮| ২৪ শে মে, ২০১৩ ভোর ৪:৫৩

নোমান নমি বলেছেন: এইডা কিছু হইলো।

২৪ শে মে, ২০১৩ দুপুর ২:৪৫

মোঃ আলাউল হক সৌরভ বলেছেন: কিছু না কিছু তো হইল ই :|| :||

২৯| ২৬ শে মে, ২০১৩ রাত ১:৩২

শ্রাবণ জল বলেছেন: moja laglo. :)

২৬ শে মে, ২০১৩ রাত ৯:৩৬

মোঃ আলাউল হক সৌরভ বলেছেন: ধন্যবাদ জল

৩০| ২৬ শে মে, ২০১৩ রাত ১:৩৪

সাইফ বারী বলেছেন: =p~

২৬ শে মে, ২০১৩ রাত ৯:৩৬

মোঃ আলাউল হক সৌরভ বলেছেন: ;) ;) ;)

৩১| ২৬ শে মে, ২০১৩ ভোর ৬:২১

এক আলোকবর্ষ​ দূরে বলেছেন: শিরোনাম দেখেই পুরো পোস্ট পড়লাম। খুব সম্ভবত একটা লাইনের সাথে একমত না। এটা বললে অবশ্য মার খাওয়ার সম্ভাবনা প্রবল। :P

তবে একটা কথা তো মনে হয় বাদ দিয়েছেন। বললে পারতেন​, আমি হিটখোর ব্লগার হতে চাই না, শুধু নিজের জীবন নিয়ে লিখতে চাই।

অনেকদিন পর রম্য ধাঁচের একটা কবিতা পড়লাম। ভাল লাগা জানবেন। :)

২৬ শে মে, ২০১৩ রাত ৯:৩৭

মোঃ আলাউল হক সৌরভ বলেছেন: পোস্ট পড়ার জন্য ধইন্যা ।
কোন লাইনের সাথে একমত না ? কইয়া ফালান , আমি সেভ করুম আপনারে , কেউ মারবে না ;) ;)

ভালো একটা লাইন কইছেন তো । মিস কইরা লাইছি :(

ধন্যবাদ আপনাকে .।।

৩২| ২৯ শে মে, ২০১৩ ভোর ৬:১৩

গিরিনদী বলেছেন: হালকা রসিকতার মাঝে অনেক দামী কিছু কথাও বলে ফেলেছেন। সব মিলিয়ে মজা ফেলাম কবিতা পড়ে। :)

২৯ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:১৫

মোঃ আলাউল হক সৌরভ বলেছেন: রসের মাঝে দামী কিছু থাকলে তা রসকে আরো দামী করে তোলে ;)

অনেক ধন্যবাদ ।

৩৩| ২৯ শে মে, ২০১৩ সকাল ৭:২৬

কাজী মামুনহোসেন বলেছেন: অসাধারন পোস্ট, পিলাস লন ভাই.... :) :)

২৯ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:১৫

মোঃ আলাউল হক সৌরভ বলেছেন: ধন্যবাদ মামুন ভাই । পিলাস বুইঝ্যা লইলাম ।

৩৪| ২৯ শে মে, ২০১৩ সকাল ৮:০৬

বাংলার হাসান বলেছেন: হাস্য রসের ভিতর দিয়ে খুব চমৎকার কিছূ মেসেজ ও দিয়েছেন।

২৯ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:১৬

মোঃ আলাউল হক সৌরভ বলেছেন: আপনাকে ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.