নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলি আশরাফ

আলি আশরাফ › বিস্তারিত পোস্টঃ

প্রধানমন্ত্রিত্ব

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১০

বাংলাদেশ আওয়ামী লীগের বিশ্বাস অনুসারে [এক] শেখ মুজিবুর রহমান "জাতির জনক" এবং তিনি বাংলাদেশের প্রতিষ্ঠাতা। আওয়ামী লীগের সমর্থকরা আরও গভীর ভাবে বিশ্বাস করে যে, [দুই] প্রধানমন্ত্রী হবেন কেবল এবং কেবল মাত্র শেখ মুজিবুর রহমানের পুত্র-কন্যারা। আওয়ামী লীগের সমর্থকরা আরও আরও বিশ্বাস করেন যে, [তিন] শেখ মুজিবুর রহমান এবং তার সন্তানাদির প্রধানমন্ত্রী হওয়া বা থাকার বিরোধীরা স্বাধীনতাবিরোধী পাকি রাজাকার। কোন দেশই স্বাধীনতাবিরোধীদের নাগরিকত্ব দেয় না এবং বাংলাদেশেরও উচিত শেখ মুজিবুর রহমানের সন্তানাদির প্রধানমন্ত্রিত্বের বিরোধী স্বাধীনতাবিরোধী পাকি রাজাকারদের বাংলাদেশ থেকে বিদায় করা।



বাংলাদেশ আওয়ামী লীগ তাঁদের এ সব বিশ্বাস্য বিষয়কে একটি শ্লোগানের মাধ্যমে বলে থাকে : "এক নেতা, এক দেশ -বঙ্গবন্ধু বাংলাদেশ।



এখানে কড়াকড়িভাবে মনে রাখতে হবে যে, স্বাধীনতার বিরোধী এবং স্বাধীনতার স্বপক্ষতার মাপকাঠি "শেখ মুজিবুর রহমানের সন্তানাদির প্রধানমন্ত্রিত্ব" - ৭১-এর ভূমিকা বা কোন মতাদর্শ [বাম-ডান-ইসলামী-মার্কসবাদ ইত্যাদি] নয়। এক জন ৭১-এ যে দিক থেকে যে দিকেই গুলি করে থাকুন না কেন; বা মতাদর্শ হিসেবে ইসলাম বা নাস্তিকতা যাই বিশ্বাস করুক না কেন- তা নিয়ে আওয়ামী লীগের সমর্থকদের বিশেষ কোন মাথাব্যথা নেই। তাঁদের মাথাব্যথা একটাই এবং তা হচ্ছে : শেখ মুজিবুর রহমানের সন্তানাদির প্রধানমন্ত্রিত্ব।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৪

এ.িট.এম. েমাসেলহ্ উিদ্দন জােবদ বলেছেন:

আওয়ামী লীগ সমর্থকদের নিয়ে র্নির্ঘাত একটি সত্য কথা বলার কারনে আপনাকে "রাজাকার ও স্বাধীনতার বিপক্ষ শক্তি" উপাধী দেয় হল!!! (যা আপনার কথার প্রতিফলন)

২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫২

সংকেত মাহমুদ বলেছেন: আমি মহান স্বাধীনতা যুদ্ধের কিংবদন্তী অমর লিডার গোলাম আজম গংদের ক্ষমতায় দেখবার চাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.