নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলি আশরাফ

আলি আশরাফ › বিস্তারিত পোস্টঃ

শাহবাগ

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৩

জামায়াত বিএনপির সাথে থাকলে, বিএনপির লাভ; আওয়ামী লীগের সাথে থাকলে আওয়ামী লীগের লাভ। অতএব বিএনপি চাইবে জামায়াত বিএনপির সাথে থাকুক; আর আওয়ামী লীগ চাইবে জামায়াত আওয়ামী লীগের সাথে থাকুক।



শাহবাগের """আন্দোলন"""কারীরা কেন আওয়ামী লীগ-জামায়াতের সমঝোতায় ক্ষুব্ধ তা বুঝতে পারি নি। জামায়াতের সাথে আওয়ামী লীগের সমঝোতা হলে, ভোটহীন সাইনবোর্ডসর্বস্বদের আওয়ামী লীগের দরবারে কদর কমে যাওয়ার শঙ্কা?



ভোটের হাওয়ায় গা না ভাসালে যে কেউ দেখতে পাবে, জনগণের বিচার পাবার কোন সুযোগ বর্তমান কাঠামোতে নেই। অতএব, জনগণ ৭১-এর বিচার পায় নি, মোড়লের ছেলের ছাগল চুরিরও বিচার পায় না। ফলে, এমন এক বিচার ব্যবস্থা গড়ে তোলা দরকার যাতে জনগণের বিচার পাওয়া সম্ভব হয়; যা আবার বর্তমান অনির্বাচিত প্রধানমন্ত্রীর একক স্বৈরতন্ত্র উচ্ছেদের সাথে সম্পর্কিত।



শাহবাগের জমায়েত বিচারফিচারের মধ্যে নেই। তাদের এক কথা - "ফাঁসী"। ফলে, এদের সাথে বাতচিৎ করে আমাদের চিন্তা বা কাজের কোন অগ্রগতি হবে বলে মনে হয় না। শাস্তি হিসেব মৃত্যুদণ্ড একটা পশ্চাদপদ ধারণা বলেই মনে হয়। তা ছাড়া, বাদী, তদন্তকারী, বিচারক এবং জেলার- একই ব্যক্তি হতে পারেন না এটাও শাহবাগ মানে না। তারাই বাদী, তারাই তদন্তকারী, তারাই বিচারক, তারাই শাস্তি কার্যকরকারী!



মানতেই হচ্ছে বর্বর বিলুপ্ত হয় নি, শাহবাগে গিজগিজ করছে যখন!!

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.