নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলি আশরাফ

আলি আশরাফ › বিস্তারিত পোস্টঃ

জয় বাংলা

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৮

কম্বলচোররা তাঁদের চুরির রাজত্ব রক্ষার জন্য আওয়ামী লীগের দলীয় শ্লোগান "জয় বাংলা"কে স্বাধীনতার শ্লোগান বলে বাংলাদেশের আকাশ বাতাস বিদীর্ণ করছে। এই চুরিতে দক্ষ জ্ঞানে আহম্মকরা জানে না যে, আমাদের স্বাধীনতা ঘোষণায় "জয় বাংলা" নাই। স্বাধীনতার ঘোষণায় যা নেই, তাকে স্বাধীনতার শ্লোগান বলা যায় না। অতএব এক জন এই শ্লোগান না দিলে তাকে রাজাকারও বলা যায় না।



আমাদের স্বাধীনতা যুদ্ধের উপদেষ্টা পরিষদ ছিল :



উপদেষ্টা পরিষদ :

১.মওলানা আবদুল হামিদ খান ভাসানী (ন্যাপ, ভাসানী)

২. মি. মণি সিং (বাংলাদেশের কমিঊনিস্ট পার্টি

৩. মি. মনোরঞ্জন ধর (বাংলাদেশ ন্যাশনাল কংগ্রেস)

৪. প্রফেসর মুজাফফর আহমেদ(ন্যাপ, মুজাফফর)

৫. মি. তাজউদ্দীন আহমেদ, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী

৬. মি. খন্দকার মুশতাক আহমেদ, বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী

৭. আওয়ামী লীগের আরও দুজন সদস্য

[বাংলাদেশ সরকার ১৯৭১ : এইচ. টি. ইমাম :পৃষ্ঠা-২৪৩]



প্রথম ৪ জন জয় বাংলা শ্লোগান দিতেন না। শুধু তাই নয়। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী জনাব তাজউদ্দীন আহমদ ২৩ শে নভেম্বর তার বেতার ভাষণে ঘোষণা করেন : "



'আমাদের আজকের সংগ্রাম সে দিনই সার্থক হবে, যেদিন আমরা বঙ্গবন্ধু প্রতিশ্রুত ধর্মনিরপেক্ষতা, গণতান্ত্রিক ও সমাজতান্ত্রি রাষ্ট্রব্যবস্থার প্রতিষ্ঠা করতে সক্ষম হবো।'

[বাংলাদেশ সরকার ১৯৭১ : এইচ. টি. ইমাম : পৃষ্ঠা-৪৮৩]

আমরা দেখতে পাচ্ছি জাতীয়তাবাদ রাষ্ট্রীয় নীতি হিসেবে গরহাজির। শুধু প্রধানমন্ত্রীর ভাষণেই নয়। শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ১০ জানুয়ারিতে জাতীয়তাবাদের কথা বলেন নি।



'বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র হইলেও ইহা হইবে গণতান্ত্রিক সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ রাষ্ট্র'

[১৯৭২ ১৯৭৫ কয়েকটি দলিল : ড. সাঈদ-উর রহমান : পৃষ্ঠা - ৫০]



অতএব জয় বাংলা বা বাঙালি জাতীয়তাবাদ স্বাধীনতার পক্ষ হবার কোন আবশ্যিক শর্ত হতে পারে না। এবং জয় বাংলা/বাঙালি জাতীয়তাবাদে অবিশ্বাসী মাত্রেই "পাকি-রাজাকার" নয়।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৩

তাওহীদ বলেছেন: জয় বাংলা মুক্তিযুদ্ধের রন স্লোগান, যেই স্লোগানে বারংবার ভিত কেঁপে উঠেছিল পাকি সেনা রাজাকার আলবদরদের অন্তর আত্মা, আজও কাঁপে তারা।
জয় বাংলা স্লোগান জেগে উঠায় ভিত সন্ত্রস্ত পাকি কুত্তারা, শুরু হয়ে গেছে ত্যানা প্যাচান...... X(( X((

২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২০

আমি ও বলেছেন: শালা, জামাতি-পাকি র জারজের বাচ্চা

৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০১

প্রল্ল্যেখ বলেছেন: গালাগালি করা টা খুব সহজ, কেউ তো ধরতে পারবে না, তাই না ??
সাহস থাকলে সামনে গিয়ে গালি দ্যান। ব্লগের পরিবেশ আপনাদের মত কিছু অতি উৎসাহী পাব্লিকের জন্যই নষ্ট হয়।

৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৯

অন্তহীন বালক বলেছেন: প্রল্ল্যেখ বলেছেন: গালাগালি করা টা খুব সহজ, কেউ তো ধরতে পারবে না, তাই না ??
সাহস থাকলে সামনে গিয়ে গালি দ্যান। ব্লগের পরিবেশ আপনাদের মত কিছু অতি উৎসাহী পাব্লিকের জন্যই নষ্ট হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.