নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলি আশরাফ

আলি আশরাফ › বিস্তারিত পোস্টঃ

"ফাঁসী চাই"

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৫





শাহবাগে শেখ হাসিনার নেতৃত্বাধীনরা "বিচার" এবং "শাস্তি"র মধ্যের পার্থক্য করে না, যেমন পার্থক্য করে না "অভিযুক্ত" এবং "অপরাধী"র ।



ভুক্তভোগী [বাদী] 'বিচারে'র আবেদন করে, আর বিচারক দেন শাস্তি বা মুক্তি।

ভুক্তভোগী যার বিরুদ্ধে অভিযোগ করে তাকে বলা হয় অভিযুক্ত [বিবাদী]। আর জেলখানায় আটক থাকলে তাকে বলা হয় হাজতি।



কিন্তু শাহবাগের নৌকা এ সব মানে না, [বোঝে না বলা যাবে না। কারণ শাহবাগে অনেক অধ্যাপক আছেন] । কারণ তাদেরকে এখন এমন একটা কাজ করতে হবে যা বিশ্বব্রহ্মাণ্ডের কোথাও কখনও হয় নি।



জগতের নিয়ম সংসদ ভেঙে সংসদ নির্বাচন হয়। কিন্তু শেখ হাসিনা জগতের নিয়ম মানেন না। তিনি বলছেন বর্তমান ৯ম সংসদের শেষ ৯০ দিনে ১০ম সংসদ নির্বাচন হবে।

"১২৩। ২[ (৩) সংসদ-সদস্যদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হইবে

(ক) মেয়াদ-অবসানের কারণে সংসদ ভাংগিয়া যাইবার ক্ষেত্রে ভাংগিয়া যাইবার পূর্ববর্তী নববই দিনের মধ্যে;"

Click This Link



জগতে সংসদ ভেঙে যাবার পর মন্ত্রিপরিষদ রুটিন কাজ করে। বিরোধী দলের নেত্রী শেখ হাসিনা বলেছিলেন, সংসদ ভাঙার পর মন্ত্রিপরিষদ থাকবে না, তত্ত্বাবধায়ক সরকার চাই! প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন শুধু প্রধানমন্ত্রী বা মন্ত্রীরা নয়, সংসদ সদস্যরাও স্বপদে থেকে নির্বাচন করবেন!



ফ্যাসিবাদ কোন নিয়ম মানে না। ফ্যাসিবাদ কোন মানবিকতার ধার ধারে না।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৩

আরিফ১৯৭৮০০৭ বলেছেন: বিচারের ৪টি বিষয়

লিখেছেন আলি আশরাফ, ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩১

শাহবাগের নৌকার ভোট-ক্যানভ্যাসাররা যাই বলুক না কেন, সভ্য হিসেবে আমাদেরকে ৪টি বিষয় মেনে নিতে হবে।

১. অভিযুক্তের সসম্মানে মুক্তি পাবার সম্ভাবনা অস্বীকার করে বিচার করা যায় না।
২. আদালতে দোষী ঘোষিত না হওয়া পর্যন্ত প্রত্যেকে নির্দোষী।
৩. অপরাধ অবশ্যই ব্যক্তিগত। অপরাধের জন্য কোন ভাবেই অপরাধীর স্ত্রী-শিশু সহ পরিবার, ভাষা/ধর্ম/এলাকাগত সম্প্রদায়কে অপরাধী বলা যায়...

==============================================
+++++++++

সহমত জানালাম। কিন্তু আপনার পোস্ট সরিয়ে ফেলা হলো কেন??? X( X( X( X( X( X( X(

ভাই সত্য বলা আর রাজাকার বলে পরিচিতি পাওয়া (অবশ্যই ভাদাদের কাছে) একই কথা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.