| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আফসানা মারিয়া
ছন্নছাড়া, ভবঘুরে
আগের লেখাতেই বলেছিলাম, জীবনের মূল্য অনেক। জীবনকে কি কখনও রেটিং দিয়ে মূল্যায়ন করা যাবে? না, যাবে না। কারণ জীবন অমূল্য। হ্যাঁ, প্রতিটি জীবনেরই মূল্য রয়েছে, তা আমরা বুঝি না, তাই মূল্যায়ন করি না।
জীবনের লক্ষ্য আসলে কি? সেই ছেলেবেলার পুথিগত বিদ্যার মেয়ে হলে ডাক্তার, টিচার আর ছেলে হলে ইঞ্জিনিয়ার, বিজনেস পারসন কখনো জীবনের লক্ষ্য হতে পারে না। জীবনের লক্ষ্য সমাজে একটা বড় পজিশনে থাকা আর অনেক টাকা পয়সার মালিক হওয়া হতে পারে না। আমি বিশ্বাস করি, প্রতিটা জীবনেরই লক্ষ্য রয়েছে। এমনকি যে শিশু মাত্র ভূমিষ্ঠ হয়েছে তার জীবনেরও নির্দিষ্ট লক্ষ্য রয়েছে। এই লক্ষ্যটাকে অর্জন করতে হয়। নিজেকে ভাবতে শিখতে হয়,'I am an achiever, not a competitor.' কি কম্পিটিশনের যুগে এই কথা? হ্যাঁ, নিজেকে একজন অর্জনকারী ভাবতে হবে, নিজের লক্ষ্য স্থির করে নিজেকে আরও উন্নত করতে হবে। মনে রাখতে হবে, নিজেই নিজের তুলনা। জ্বী, জীবনের সাফল্য নিজের জীবন চিনাতে আছে, জীবনের উদ্দেশ্য বোঝাতে আছে। তাই জীবনের লক্ষ্য নিজের জীবনকে চিনা, জীবনের উদ্দেশ্য অনুধাবন করা, আর নিজেকে উন্নত করা। আর যখন মানুষের জীবনের লক্ষ্য অর্জন হয় ও কর্তব্য শেষ হয় তখনই মানুষের জীবনের ইতি ঘটে। আমাদের প্রায় সময়ই অভিযোগ থাকে যে, জীবনে যা চাইলাম তা পেলাম না। জীবন থেকে কি পেলাম, কি পেলাম না এই হিসাব লাগাতে গেলে দেখা যাবে জীবন বিষণ্ণতায় ভরে গেছে। জীবন থেকে আমি কি চাই বা জীবন আমার থেকে কি চায় কোনটা গুরুত্বপূর্ণ? আসলে পৃথিবী আমার থেকে কি চায় এটা গুরুত্বপূর্ণ।
২৪ শে মে, ২০১৮ বিকাল ৪:৪২
আফসানা মারিয়া বলেছেন: ধন্যবাদ
২|
২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১৮
কাওসার চৌধুরী বলেছেন:
আপনি ৫ মাসে মন্তব্য করেছেন ৯টি এবং লেখা পোস্ট করেছেন মাত্র ৪টি। আর ব্লগেও নিয়মিত উপস্থিতি নেই। ব্লগে 'সেফ' হতে হলে ব্লগে সময় দিতে হবে, পরিচিতি বাড়াতে হবে। ব্লগারদের যে লেখাগুলো পছন্দ হবে সেগুলোতে কমেন্ট করে নিজের মতামত জানাতে হবে। এতে ব্লগে আপনার পরিচিতি আর গ্রহণযোগ্যতা বাড়বে। সহজে সেফ হতে পারবেন। (ধন্যবাদ)
৩|
০২ রা অক্টোবর, ২০১৮ দুপুর ২:১৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ভালো লেখা । পড়তে ভালো লাগলো। শুভ কামনা।
©somewhere in net ltd.
১|
১২ ই মে, ২০১৮ রাত ১১:২৩
কাওসার চৌধুরী বলেছেন: ব্লগে স্বাগতম। আপনার লেখার হাত ভাল। আশা করি দ্রুত সেফ হবেন। অনেক শুভ কামনা আপনার জন্য।