| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আফসানা মারিয়া
ছন্নছাড়া, ভবঘুরে
ক্ষমতার দাপট,দ্বন্দ্ব-সংঘাত দেখে ভীত হয়েছিলাম। দ্বন্দ্ব-সংঘাতের ফলে সাম্প্রদায়িক দাঙ্গা, ঘৃণার সংস্কৃতিতে উদ্বিগ্ন হয়ে আমি আমার আগের একটি লেখায় বলেছিলাম, ‘Don't Spread Hate, Spread Love’। আর এটাও বলেছিলাম, এভাবে যদি চলতে থাকে তবে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে। এবং আমি শান্তির আহ্বান জানিয়ে বলেছিলাম, ’So come and spread love, come to the root and sing the song of unity’। কারণ, আমার দৃঢ় বিশ্বাস ছিল একদিন মানুষ আলোর পথ দেখবেই এবং একতাবদ্ধতা প্রকাশ করবে। তবে তা এভাবে হবে তা ভাবিনি কখনো।
চারদিকে এতো পাপ, নৈরাজ্য দেখে সবাই হতাশ হলেও আমি আশার আলো দেখতাম। আমি আমার বন্ধুদেরকে বলতাম, ২০২০ সাল পর্যন্ত একটা ট্রানজিশনাল পিরিয়ড চলছে। ২০২০ সালের পরে সব আস্তে আস্তে ঠিক হবে, পৃথিবী একতাবদ্ধতার পথে হাঁটবে। কিভাবে তা জানতামনা। হে আল্লাহ রাব্বুল আলামিন তুমি মহান। কোথায় গেলো সেই দাপট? কোথায় গেলো সেই অহংকার? চূর্ণ হোক দাপট, পতন হোক অহংকারের, মুছে যাক দ্বন্দ্ব, অবসান হোক সংঘাতের, ধুয়ে যাক পাপ। নতুন ধরা সাজুক।
আমি আগের এক লেখাতে নতুন বিশ্বনেতাকে আহ্বান জানিয়েছিলাম। কারণ আমি এই শিকড়বিহীন ভবিষ্যত প্রজন্মকে আশাবাদী ছিলাম। কারণ আমার বিশ্বাস ’এই ভবিষ্যৎ প্রজন্ম থেকেই আমাদের ভবিষ্যৎ নেতা তৈরি হবে যে কিনা সাত সাগরের মাঝি হবে’। তাই কবি সুকান্ত ভট্টাচার্য এর কণ্ঠে বলেছিলাম-
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য ক’রে যাব আমি—
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গিকার।
হে মুসলমান তুমি কি দেখো না, নতুন বিশ্বনেতার জন্য এ ধরা সাজতে শুরু করেছে। এ ধরাকে সেই সাত সাগরের মাঝির জন্য বাসযোগ্য করতে হবে যে কিনা আমাদের আলোর পথের পথিক করবে। হে মুসলমান নতুন সূর্য কি দেখো না? নতুন দিনের গান শুনতে কি পাও? আজ আর ইসলামের পথে ডাকতে কোনো ভয় নেই। এখন চাইলেই গগন বিদারী কন্ঠে আযান দিতে পারো। অস্বাভাবিককে স্বাভাবিক, আর স্বাভাবিককে অস্বাভাবিক দেখানোর দিন শেষ। আজ সব হবে স্বাভাবিক। তুমি কি দেখতে পাওনা তার হেদায়াতের আলো? তবে তুমি পাপাচারীদের মরীচিকার পৃথিবীতে(fake world) কি খুঁজ? কোন সুখের খোঁজে তুমি? তিনি হেদায়াতে রহিম। তিনি তোমাকে শেষ সুযোগ দিয়েছেন মাফ চাইবার। আর কতো পাপের মধ্যে ডুবে থাকবে? হে মুসলমান জাগো! তাঁর পথে আসো, তাঁর কাছেই আত্মসমর্পণ করো। আমি আর মৃত্যুর মিছিল দেখতে চাই না। বাতাসে তাঁর বেসাতি ছড়ায়। হে মুমিন বান্দা শুনতে কি পাও? এক করোনা ভাইরাস দিয়ে আল্লাহ্ দেখিয়ে দিলো রাজত্ব তাঁরই।
২|
০৭ ই এপ্রিল, ২০২০ রাত ১১:১৯
আফসানা মারিয়া বলেছেন: Click This Link
©somewhere in net ltd.
১|
০৭ ই এপ্রিল, ২০২০ রাত ১১:১৮
আফসানা মারিয়া বলেছেন: Click This Link